অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত (ইসলাম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত (ইসলাম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি
প্রশ্ন-১। হযরত মুহাম্মদ (স.) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মক্কায়।
প্রশ্ন-২। হযরত মুহাম্মদ (স.) এর পিতার নাম কি?
উত্তর : আব্দুল্লাহ।
প্রশ্ন-৩। তিনি কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ৫৭০ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৪। কাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর : হযরত মুহাম্মদ (স.) কে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করা হয়।
প্রশ্ন-৫। মহানবি (স.) কোন গুহায় ধ্যান মগ্ন থাকতেন?
উত্তর : মহানবি (স.) ‘হেরা গুহায়’ ধ্যান মগ্ন থাকতেন।
প্রশ্ন-৬। মহানবি (স.) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন?
উত্তর : মহানবি (স.) ৪০ কত বছর বয়সে নবুয়ত লাভ করেন।
প্রশ্ন-৭। মুহাম্মদ (স.)-এর পিতা কখন মারা যান?
উত্তর : মুহাম্মদ (স.) যখন মাতৃগর্ভে ছিলেন তখন তাঁর পিতা মারা যান।
প্রশ্ন-৮। ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল?
উত্তর : ফিজার যুদ্ধ একটানা পাঁচ বছর স্থায়ী ছিল।
প্রশ্ন-৯। ‘সিদ্দিক’ ও ‘আতিক’ কার উপাধি?
উত্তর : হযরত আবু বকর (রা.) এর উপাধি।
প্রশ্ন-১০। হযরত মুহাম্মদ (স.) হিজরতের সাথী কে ছিলেন?
উত্তর : হযরত আবু বকর (রা.)।
প্রশ্ন-১১। রাসুল (স.) এর ডাকে সাড়া দেওয়ার জন্য কে অপেক্ষায় থাকতেন?
উত্তর : হযরত আবু বকর (রা.)
প্রশ্ন-১২। ইসলামের প্রথম খলিফা কে?
উত্তর : ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)।
প্রশ্ন-১৩। ইয়ামামার যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়?
উত্তর : ইয়ামামার যুদ্ধ ৬৩৩ খ্রিস্টাব্দে শুরু হয়।
প্রশ্ন-১৪। ‘সত্য-মিথ্যার পার্থক্যকারী’ উপাধিতে কে ভূষিত হন?
উত্তর : হযরত উমর ফারুক (রা.)।
প্রশ্ন-১৫। যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশ তালিকা সম্পর্কে কে পারদর্শী ছিলেন?
উত্তর : হযরত উমর ফারুক (রা.)।
প্রশ্ন-১৬। ইসলামের দ্বিতীয় খলিফা কে?
উত্তর : ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)।
প্রশ্ন-১৭। মহানবি (স.) এর প্রথম স্ত্রীর নাম কী?
উত্তর : হযরত খাদিজা (রা.)।
প্রশ্ন-১৮। মহানবি (স.) এর বক্তব্য অনুযায়ী বিশ্বের শ্রেষ্ঠ নারী কে?
উত্তর : হযরত খাদিজা (রা.)।
প্রশ্ন-১৯। মহানবি (স.) এর কোন স্ত্রীকে আল্লাহ তায়ালা জিবরাইল (আ.) এর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেন?
উত্তর : প্রথম স্ত্রী হযরত খাদিজা (রা.) কে।
প্রশ্ন-২০। কাকে ‘তাহিরা’ উপাধি দেওয়া হয়েছিল?
উত্তর : হযরত খাদিজা (রা.) কে।
প্রশ্ন-২১। নারীদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
উত্তর : নারীদের মধ্যে হযরত খাদিজা (রা.)।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত (ইসলাম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।