আয়নিক বন্ধন কাকে বলে? | Ionic Bond Kake Bole?

আয়নিক বন্ধন কাকে বলে: আমরা আজকে জানবো আয়নিক বন্ধন কাকে বলে? এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন প্রশ্নের উত্তর পেতে আমাদের । আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন আমাদের MyArfan.com Website থেকে। আর হ্যা, এই পোস্ট গুলো official-result.com Website থেকে নেওয়া। তাই সব Credit তাদের রইলো।

আয়নিক বন্ধন কাকে বলে,Ionic Bond Kake Bole
আয়নিক বন্ধন কাকে বলে

আয়নিক বন্ধন কাকে বলে

ইলেকট্রন আদানপ-প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়নসমূহ যে আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে।

যেমন – NaCl এর মধ্যে Na ও Cl এর মধ্যকার বন্ধন আয়নিক বন্ধন। সুতরাং NaCl একটি আয়নিক যৌগ।

Ionic Bond Kake Bole?

আয়নিক বা তড়িৎযোজী বন্ধন: ধাতব ও অধাতব মৌলের রাসায়নিক বিক্রিয়াকালে ধাতুর পরমানুর বহিঃস্তর হতে অধাতু পরমানুর বহিঃস্তরে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্বক আয়ন ও ঋণাত্বক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বা তড়িৎ যোজী বন্ধন বলে।

আশা করি এই আয়নিক বন্ধন কাকে বলে? প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পেরেছেন। যদি আমাদের এই পোস্ট থেকে একটু হলোও উপকারি হোন তাহলে আমাদের আরো পোস্ট ভিসিট করুন।

Also Read: আয়নিক বন্ধন কাকে বলে?

Leave a Comment