ওজোন স্তর কি? ওজোন কী লাগে?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
![ওজোন স্তর কি? ওজোন কী লাগে? [নতুন তথ্য]](https://i0.wp.com/myarfan.com/wp-content/uploads/2023/03/%E0%A6%93%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%93%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF.png?resize=800%2C500&ssl=1)
ওজোন স্তর কি? ওজোন কী লাগে?
ওজোন অক্সিজেনের একটি রূপভেদ। এর সংকেত O3। অক্সিজেনের তিনটি পরমাণু নিয়ে ওজোন গঠিত। ভূপৃষ্ঠ থেকে ৬৫ মাইল ওপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্তরকে ওজোন স্তর বলা হয়। এখানে ওজোন গ্যাসের গাঢ়ত্ব সবচেয়ে বেশি। ওজোন গ্যাস বর্ণহীন, তবে অতিবেগুনি রশ্মি শোষণ করলে একে নীল দেখায়। এছাড়া ওজোনস্তর পৃথিবীতে উৎপন্ন শব্দকে প্রতিফলিত করে।
ওজনের ব্যবহার
১. খাবার পানি বিশুদ্ধকরণে জীবাণুনাশক হিসেবে ওজোন ব্যবহৃত হয়।
২. সুড়ঙ্গ, রেলপথ, জনাকীর্ণ কামরা প্রভৃতি আবদ্ধ স্থানের বায়ু পরিশোধন করতে এটি ব্যবহৃত হয়।
৩. স্টার্চ, তেল, মোম প্রভৃতি বিরঞ্জন করার কাজে ওজোন ব্যবহৃত হয়।
৪. জারক হিসাবে শিল্প-কারখানায় ওজোন ব্যবহৃত হয়।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”ওজোন স্তর কি? ওজোন কী লাগে?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।