তুমি কি আমার বন্ধু হবে কবিতা ❤️❤️ | তুমি কী আমার বন্ধু হবে?

অনেক বেশি বন্ধু নাকী অনেক কম বন্ধু?নাকী তোমার কোনো বন্ধুই নেই?তোমার কী কোনো বন্ধু আছে? যেটাই হোক না কেন, আজকে তুমি একটা নতুন বন্ধু বানিয়ে ফেলো। তুমি কি আমার বন্ধু হবে কবিতা?কেন জানো? কারণ আজ ‘একটা বন্ধু বানাও দিবস।

তুমি কি আমার বন্ধু হবে কবিতা

প্রতি বছর বিশ্বের নানা দেশে ১১ ফেব্রুয়ারি পালিত হয় ‘মেক এ ফ্রেন্ড ডে’, *make a friend day*অর্থাৎ একটা বন্ধু বানও এই দিবসে। সাধারণত একটা নতুন বন্ধু বানিয়ে এ দিনটি উদযাপন করা হয়।

বিভিন্নভাবে বন্ধু বানানো যায়। এর মধ্যে উপহার দিয়ে বন্ধু হওয়ার আহ্বান জানানোর চল বেশি। কাজটা বেশ সহজ। যাকে যাকে বন্ধু বানাতে চাও, তাকে কার্ড, ফুল, খেলনা বা অন্য কোনো উপহার দিতে পারো। কার্ড হলে তাতে লেখা থাকবে বন্ধু হওয়ার কথা। অন্য কিছু দিলেও সঙ্গে কাগজে লিখে দেবে বন্ধু হওয়ার বার্তা।

সবসময় উপহার দিয়ে বন্ধু হতে হয় তেমনটা কিন্তু নয়। তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই তুমি কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারো। অনেক সময় কোনো কিছু পাল্টাপাল্টি করে বন্ধুত্ব হয়। যেমন ধরো, তোমার একটা কলম তুমি তোমার নতুন বন্ধুকে দিয়ে দিলে, আর সে তার একটা কলম তোমাকে দিলো। রাখি বেঁধেও বন্ধুত্ব হয়।

বন্ধুত্ব কীভাবে করা যায় তা তো জানা হলো। এবার কথা হচ্ছে, কাকে তুমি বন্ধু বানাবে?

See More: 500+ কিউট বেবি পিক ডাউনলোড

বন্ধু নির্বাচন করতে হয় ভেবেচিন্তে। যে খুব ভালো, বাবা-মায়ের কথা শোনে, কোনো খারাপ কাজ করে না, যে তোমার ভালো চাইবে, কখনোই তোমার ক্ষতি করবে না- তেমন কাউকেই শুধু বন্ধু বানাতে হয়। নইলে বন্ধু খারাপ হলে সে তোমার ক্ষতি করে ফেলতে পারে। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে আলাপ করে নেওয়া উচিত।

তুমি নিশ্চয়ই ভাবছ এতকিছু ভেবে বন্ধু বানাবে কীভাবে? তুমি বরং এক কাজ করতে পারো। শুধু যে মানুষকেই বন্ধু বানাতে হবে তেমন কোনো কথা নেই কিন্তু। যাকে তুমি ভালোবাসো তাকে তুমি বন্ধু বানাতেই পারো। তাই চাইলে তোমার খেলার পুতুলটা, লাল রোবটটা, বারান্দায় টবের গাছ, এমনকী গল্পের বইটার সঙ্গেও বন্ধুত্ব করে ফেলতে পারো। ওরা কিন্তু কখনোই খারাপ বন্ধু হয় না।

তাহলে এখনই একটা বন্ধু বানিয়ে ফেলো। দৌড়ে গিয়ে ফুলদানির ফুলগুলোকে জিজ্ঞেস করে এসো, ‘তুমি কী আমার বন্ধু হবে?

Source

তুমি কি আমার বন্ধু হবে কবিতা

বুক বরাবর তাক করে রাখা রাইফেল
টিগার টিপ দেয়া মাত্র প্রান পাখি উড়াল দিবে উর্দ্ধ শ্বাসে
হন্তারক দিলেন হুংকার-
কে বাঁচতে চাস বল ঝটপট, মরতে হবে একজন কে।
না এতটা কঠিন না।
এক রমনীকে ভালোবেসে ফেলেছি দু’জনই
এক জনকে দিতে হবে বিসর্জন।
খুব কি কঠিন হলো এটাও?
ধুমায়িত চায়ের পেয়ালা দেখে
লোভ হলো খুব,
পকেটে আছে এক পেয়ালার মূল্য,
দিতে হবে ভাগ।
না এমনটাও না।
তোমাকে দিতে হবে না কোন পরীক্ষাই।
শুধু বলো- তুমি কি আমার বন্ধু??????

তুমি কি আমার বন্ধু হবে এসএমএস

যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর এসএমএস করতাম ?

See More: অনেক ভালোবাসি তোমায় SMS

বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা ।
কেউ যানে না কবে কখন ,
কার সাথে গিয়ে মিলবে জীবন ।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া ।( তুমি কি আমার বন্ধু হবে এসএমএস )

রাতের রঙ কালো, জোসনা দেয় আলো ।
আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল ।
গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল ।

বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয়,
বন্ধু হল সুখ- দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!

Leave a Comment