রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার সহজ উপায় : Easy way to change router password

আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আপনার আশে পাশে এমন অনেক ডিটেকটিভ বা চোর রয়েছে যারা আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড যেকোন মূল্যে হোক বের করতে চাইছে। হয়ত তারা সেটা অনেক সময় করেও ফেলে। এজন্য তখন রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন বা ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় থাকে না।

ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তন, রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন

1st Way To Change Your Wifi Password( রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন )

এজন্য আজকের আর্টিকেলটিতে আমি আপনাকে বলতে চলেছি কিভাবে আপনি আপনার ওয়াইফাই এর নাম আর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আর এটা করতে বড়জোড় ৫ মিনিট সময় লাগবে।

প্রথমে আপনার ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করতে হয় সেটা জানার জন্য আর্টিকেলটি পড়ুন।

এরপর ডিভাইসে ইন্সটল থাকা যেকোন ব্রাউজার ওপেন করতে হবে।

ব্রাউজারটির সার্চ বারে গিয়ে একটি আইপি অ্যাড্রেস টাইপ করে সার্চ করতে হবে। কি আইপি আড্রেস টাইপ করবেন, সেটা আপনার কেনা রাউটারটির নিচের দিকে থাকা স্টিকার অথবা ইউজার গাইড বইটিতে পেয়ে যাবেন। আপনি উইন্ডোজের CMD ব্যবহার করেও রাউটারের সঠিক আইপি অ্যাড্রেস পেয়ে যেতে পারেন। এর জন্য CMD কে “Run As Administrator” হিসেবে ওপেন করে সেখানে ‘ipconfig’ লিখে ‘Enter’ চাপলে যে লেখাগুলো আসবে সেখানের “Default Gateway” তে যে আইপি আড্রেস দেওয়া আছে সেটাই আপনার রাউটারের আইপি অ্যাড্রেস। যেমন এখানে আমার হলো 192.168.1.1।

See More: শুভ সকাল উক্তি,স্ট্যাটাস,মেসেজ,পিক

ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন

এবার আবার মেনু থেকে Wireless সিলেক্ট করে এর সাবমেনু Wireless Security সিলেক্ট করুন। আপনি আরেকটি নতুন ওয়েবপেজে চলে আসবেন।

সেখান থেকে WPA/WPA2 – Personal(Recommended) এ টিকচিহ্ন দিয়ে নিচের ছবির মতো সবকিছু সিলেক্ট করবেন।

এরপর Wireless Password এর খালিঘরে আপনি যে পাসওয়ার্ড দিতে চান সেটা দিয়ে দিবেন। তবে পাসওয়ার্ডটিকে অবশ্যই কমপক্ষে ৮ থেকে সর্বোচ্চ ৬৪ ক্যারেক্টারের মধ্যে হতে হবে।

ব্যস! হয়ে গেল ৫ মিনিটের মধ্যেই ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন। আশা করি আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে।

2nd Way To Change Your Wifi Password

TP-LINK এর পাসওয়ার্ড পরিবর্তন করব কিভাবে? ( ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন )

TP-Link -এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলি অনুসরন করুন।

১. আপনার TP-Link রাউটারের সাথে কানেকটেড অবস্থায় ব্রাউজার থেকে নিচের আইপি এড্রেসে প্রবেশ করুন:
http://192.168.0.1

২. আইডি এবং পাসওয়ার্ড দুটি বক্সেই Admin টাইপ করে OK করুন।

৩. মেনু থেকে Wireless 2.4Ghz এ ক্লিক করুন।

৪. Wireless Security তে ক্লিক করুন।

৫. এখানে PSK Password বক্সে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নিচের Save বাটনে ক্লিক করুন।

একই ভাবে…
৬. মেনু থেকে Wireless ৫Ghz এ ক্লিক করুন।

৭. Wireless Security তে ক্লিক করুন।

৮. এখানে PSK Password বক্সে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নিচের Save বাটনে ক্লিক করুন।

৯. এবার Logout করে বের হয়ে আসুন।

3rd Way To Change Your Wifi Password

ইন্টারনেট এর যুগে একাধিক স্মার্ট ডিভাইসে বাসায় বা অফিসে কিংবা কফি শপে ওয়াইফাই রাউটার ব্যবহার করেন অধিকাংশই। ওয়াইফাই রাউটার‘র পাসওয়ার্ড পরিবর্তন কিভাবে করবেন তা হয়তো অনেকেই জানেন না। তাও আপনাদের কাজের সুবিধার জন্য এখানে টিপি লিঙ্ক রাউটারের ওয়াইফাই পাসয়ার্ড পরিবর্তনের নিয়ম দেয়া হলঃ

১. কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কিনা তা পরীক্ষা করুন। রাউটার পেইজে প্রবেশ করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। রাউটারের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিন।

২. আপনার পছন্দ মতো যেকোনো ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন।

See More: সেরা কয়েকটি স্বপ্ন নিয়ে উক্তি

৩. এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে

৪. একটি ইউজার নেইম এবং পাসওয়ার্ড চাবে।

৫. আপনি যদি আগে কখনো ইউজার নেইম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে না থাকেন, সেক্ষেত্রে এর ইউজার নেইম এবং পাসওয়ার্ড হবে ।(যদি আপনি আগে থেকে পরিবর্তন করে থাকেন এবং তা ভুলে যান সেক্ষেত্রে আপনার রাউটারটি রিসেট করে নিন)

৬. এবার ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিলে একটি পেইজ আসবে যার বামদিকে ‘ওয়্যারলেস’ অপশনে যান।

৭. সেখান থেকে ‘ওয়্যারলেস সিকিউরিটি’ অপশনে যান।

৮. ওই পেইজের নিচের দিকে WPA2-PSK/WPA-PSK নামক একটি বক্স আসবে।

৯. ওই বক্সের অধীনে যে পাসওয়ার্ড ফিল্ডটি আছে তাতে নতুন পাসয়ার্ডটি লিখুন।

১০. নিচের ‘সেইভ’ বাটনে ক্লিক করে নতুন পাসয়ার্ডটি সংরক্ষণ করুন। নতুন পাসয়ার্ড সংরক্ষিত হলে কম্পিউটার ‘রিবুট’ করতে হবে পাসয়ার্ডটি স্থায়ী করার জন্য।

১১. আপনার কাছে অটোমেটিক কোন ‘রিবুট’ অপশন আসবে। সেখান থেকে রিবুট করুন।

১২. আর যদি না আসে তাহলে ‘সিস্টেম টুলস’ অপশনে যান।

১৩. সেখান থেকে ‘রিবুট’ অপশনে গিয়ে রিবুট করুন।

১৪. তারপর কম্পিউটার চালু হলে নতুন ওয়াইফাই পাসয়ার্ডটি কার্যকর হবে।

Source

Leave a Comment