৯৭+ আধিপত্য নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

আধিপত্য নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় আধিপত্য নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য আধিপত্য নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন ধন্যবাদ ❤❤

আধিপত্য নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

আধিপত্য নিয়ে উক্তি স্ট্যাটাস

অনেকের কাছে ক্ষমতা থাকা সত্বেও এর সদ্ব্যবহার করতে জানে না, ফলে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে নিজের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে তারা অক্ষম হয়।

আমার মনের অন্তরালে শুধুই তোমার আধিপত্য, তোমার মনেও কি একই ভাবে আমার শাসন চলে ?

ক্ষমতার মাধ্যমেই অধিকারকে পরিমাপ করা যায়, আর এই অধিকারই আধিপত্য বিস্তারে সহায়তা করে।

সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে নিজের আধিপত্য বিস্তার করতে পারে, কিন্তু সকল যুদ্ধে তার জয় লাভ হবে এমন কোনো কথা নেই, বরং সে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করেছে কি না সেটাই বিষয়।

“যে নিজের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে না সে অন্যের উপর কর্তৃত্ব করতে পারে না।” – লিওনার্দো দা ভিঞ্চি

“ক্ষমতা ও আধিপত্যের পরিধির চেয়ে চমৎকার হল জ্ঞান।” – আলেকজান্ডার দ্য গ্রেট

“জনগণের উপর আধিপত্য দখল করা, প্রকৃতির সেই আইন লঙ্ঘন করা, যা প্রতিটি মানুষকে তার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেয়।” – জোনাথন ইমোর্ড

”ঈশ্বর মানুষকে তার কাজের উপর আধিপত্যে দিয়েছেন।” – হেলেন কেলার

“আধিপত্যের অবস্থান আসে জ্ঞান লাভের ফলে।” – রবিবার আদেলজা

“ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি আমাদের নাগরিকদের মনের উপর যে আধিপত্য অর্জন করেছে … তা অবশ্যই ভাঙতে হবে, না হলে তা আমাদের ভেঙে দেবে ।” – টমাস জেফারসন

”ঈশ্বরের শক্তি, পবিত্র আত্মা হল আধিপত্যের আত্মা৷ এটি একজনকে ঈশ্বর করে তোলে৷” – জন জি লেক

“মানুষ তার ডান হাতের চেয়ে তার বুদ্ধি দ্বারা ব্যাপক আধিপত্য অর্জন করে।” – এডউইন হুবেল চ্যাপিন

“ভালোবাসার রাজত্ব কায়েম করতে আধিপত্যে বাঁচতে হয়।” – রবিবার আদেলজা

”গৌরব এবং আধিপত্য উভয়ই চিরকাল স্থায়ী কিন্তু গৌরব ঈশ্বরের জন্য এবং আধিপত্য মানবজাতির জন্য।” – আউলিক বরফ

”ভাগ্যে পৌঁছাতে এবং পৃথিবীতে আধিপত্য পেতে হলে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে।” – রবিবার আদেলজা

”যে সমস্ত আশা অদৃশ্য হয়ে গেছে, সেই প্রার্থনার আধিপত্য রয়েছে ।” – জুনোট দিয়াজ

”ক্ষমতা বা আধিপত্যের চেয়ে মানুষের মনে তৃপ্তিদায়ক আর কিছুই নেই।” – জোসেফ অ্যাডিসন

“নাবিকের আধিপত্য থাকবে বায়ুমণ্ডল এবং গভীর সমুদ্রের মাছ এবং বাতাসের পাখিদের উপর।” – মেরি বেকার এডি

”সম্পর্ক ছাড়া কর্তৃত্ব এবং আধিপত্য হাস্যকর।” – লুই

“স্বরাজ মানে আধিপত্যের মর্যাদার অধীনেও ইচ্ছামত স্বাধীনতা ঘোষণা করার ক্ষমতা।” – মহাত্মা গান্ধী

Also Read: নোংরামি নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

কোনো ভালো নেতার বিরুদ্ধে অপপ্রচার তার আধিপত্যের অবসান ঘটিয়ে দিতে পারে, তখন তাকেই নিজের ক্ষমতা বলে নিজের সত্যতা প্রমাণ করতে হয়।

একসময় সংস্কৃতির আধিপত্য গ্রাম তথা শহরের ঘরে ঘরে ছড়িয়ে ছিল, আজ সভ্যতার বিবর্তনের ধারাবাহিকতায় সকল প্রকার সংস্কৃতি যেন কোথায় হারিয়ে যেতে বসেছে।

সবাইকে আমার কাছে বেঁধে রাখতে গিয়ে আমি কখন যে সবার উপর নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছিলাম তা নিজেও বুঝতে পারি নি, তাই আজ সব হারিয়ে বসে আছি, আমার ব্যবহারে সকলে আমার থেকে দূরে সরে গেছে।

আধিপত্য বিস্তার নিয়ে অতীতে যে কত সংঘর্ষ হয়েছে, তার অনেকটাই আমাদের অজানা, তবে এই সংঘর্ষ বর্তমানে যেন আরো উন্নত হয়ে উঠেছে, সহজে এখন কেউ পিছিয়ে পড়তে চায় না।

সমাজে নিজের নাম করতে হলে নিজেকে এতটা ক্ষমতাবান করে তুলতে হবে যেন কেউ তোমার আধিপত্য স্বীকার করার ক্ষেত্রে বাধা দান করার চিন্তাও না করে।

আমার এই মনে শুধু তোমারই আধিপত্য, আমি নিজেও নিজের মনের উপর কোনো জোর খাটাতে পারি না।

তোমার আধিপত্য সকলে মেনে চলছে বলে নিজেকে কখনো ভগবান ভেবে নিও না, কে তোমার থেকে কি আশা করছে তার দিকেই নজর দিও।

আজকের যুগে যাদের মন কালো, চারিদিকে শুধু তাদেরই আধিপত্য। কটু হলেও এটাই সত্য, যা আমাদেরকে মেনে নিতে হচ্ছে।

বয়স অল্প হোক কিংবা বেশি, আধিপত্য বিস্তার করার ক্ষমতা যেকোনো ব্যক্তির মধ্যে থাকতে পারে, এতে বিষয় বা লিঙ্গ কোন ব্যাপার হয় না।

কোনো অযোগ্য নেতা কখনোই নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হতে পারবে না, যদি সে নিজের ভুল ত্রুটি শুধরানোর কথা চিন্তা না করে।

সব ক্ষেত্রে বংশ পরম্পরায় আধিপত্য বিস্তার করা যায় না, কিছু ক্ষেত্রে নিজেকে যথেষ্ট প্রভাবশালী হতে হয়, তবেই সঠিক ভাবে নিজের আধিপত্য বিস্তার করা সম্ভব।

আগেকার দিনের রাজা মহারাজারা বিভিন্ন কৌশলে কিভাবে একে অপরের রাজ্যে আধিপত্য বিস্তার করে নিত সেই গল্পগুলো শুনতে ভারী মজা লাগে।

নিজেকে সকলের মনের মত করে তুলতে পারলে তোমাকে নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে খুব বেশি পরিশ্রম করতে হবে না।

যার নীতি আদর্শ মানুষকে প্রভাবিত করতে সক্ষম হয়, সেই ব্যক্তি অতি সহজেই নিজের প্রভাব বিস্তার করতে পারে।

একজন ভালো নেতার আধিপত্য সমাজের সকলেই সহজে মেনে নেয়, কারণ তার ক্ষমতার উপর সকলের বিশ্বাস থাকে তথা মানুষ তার উপর বহু আশা করে থাকেন।

যে সব ব্যক্তি নিজের ক্ষমতার উপর ভিত্তি করে আধিপত্য লাভ করে তারা কখনো ক্ষমতাচ্যুত হয়ে গেলেও সকলের মনের উচ্চ স্থানে থেকে যায়।

আধিপত্যের আড়ালে কখনো কারও ক্ষতি করতে যেও না, নয়তো এমনও পরিস্থিতি আসতে পারে যখন তুমি কোনো বিপদে পড়বে তখন হয়তো তোমাকে সাহায্য করার বা তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না।

সঠিক মর্যাদা পাওয়ার লক্ষ্যে কখন কি করতে হয় তা সম্পর্কে অবগত থাকতে হবে, তবেই তুমি নিজের আধিপত্য বিস্তারে সক্ষম হতে পারবে।

উপযুক্ত ক্ষমতা সম্পন্ন ব্যক্তিই তাদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়।

আমি চাই না আমার আধিপত্য থেকে কেউ কোনও রকম সমস্যায় ভোগেন, আমি সকলের কাছে সঠিক সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাই।

নিজের আধিপত্য বিস্তার করতে হলে তোমায় সব দিক থেকেই যথেষ্ট শক্তিশালী হতে হবে।

বাড়িতে সকলের উপর আপনার আধিপত্য হয়তো প্রযোজ্য থাকতে পারে, কিন্তু বাইরে বেরিয়ে আসলে যেখানে সেখানে নিজের আধিপত্য প্রয়োগ করতে পারবেন না।

সিংহ জঙ্গলে অন্য পশুদের উপর নিজের আধিপত্য খাটায় হয়তো, কিন্তু সার্কাসের খাঁচার মধ্যে থাকলে মানুষই সিংহের উপর আধিপত্য খাটায়।

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে আধিপত্য নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

Leave a Comment