কন্যা সন্তান নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় কন্যা সন্তান নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য কন্যা সন্তান নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤
কন্যা সন্তান নিয়ে উক্তি স্ট্যাটাস
কন্যা সন্তান মা-বাবার জন্য যে সুসংবাদ নিয়ে আসে।
মেয়ে সন্তান যে ঘরে আসে কন্যা সন্তান তিনটি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসেন। কন্যা সন্তানের বাবা-মা হওয়া পরম সওয়াব ও সৌভাগ্যের।
👉 আল্লাহ্ অনেক খুশী হলে মানুষকে কি উপহার দেয় জানেন ? কন্যা সন্তান । হাঁ এটাই ইসলাম এটাই সত্য ।
👉 কন্যা সন্তান কখনোই বোঝা নয়, সঠিক যত্ন পেলে একটি মেয়ে একটি সমাজকে পাল্টে দিতে পারে ।
👉 কন্যা সন্তান হলো যেকোন ঘরের জন্য বরকত । সে সন্তানকে মানুষের মত মানুষ করতে একজন আদর্শ পিতা হতে হবে । আল্লাহ্ আমাকে একজন আদর্শ পিতা হওয়ার তাউফিক দিন । আমীন ।
👉 আপনি আপনার কন্যা সন্তানের যত্ন না নিলেও সে কিন্তু আপনার যত্ন ঠিকই নিবে । কারণ সকল বাবার কন্যারা এমনই হয়ে থাকে ।
👉 একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমি গর্বিত কারণ আল্লাহ্ এর মধ্যেই আমার মঙ্গল রেখেছেন । সবাই দোয়া করবেন আমি যেন একজন আদর্শ পিতা হতে পারি ।
👉 আপনার যদি একজন কন্যা সন্তান থাকে, আপনার জীবনে আর কিছু দরকার নেই । কারণ আপনার সকল বিপদ আপদে সেই এগিয়ে আসবে সবার আগে ।
মেয়ে সন্তান আল্লাহর দেওয়া একটা নিয়ামত।
কন্যা সন্তান আল্লাহর দান যার একটি কন্যা সন্তান হবে সে একটি জান্নাত পাবে।
কন্যা সন্তান পরিবারের বোঝা নয় বরং বংশের আলো।
👉 একটি কন্যা সন্তান আল্লাহ্র পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ্ আমি সেই নেয়ামতের মালিক ।
👉 হাদিসে বলা হয়েছে যার একটি কন্যা সন্তান আছে, সে একটি জান্নাতের মালিক হয়ে গেলো । তবে সে তার কন্যাটিকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ।
কন্যা সন্তান ছাড়া প্রতিটি ঘরই অপূর্ণ।
কন্যা সন্তান আল্লাহর রহমত।
কন্যা সন্তান আল্লাহর দান। এমন সন্তান জন্ম হোক প্রতিটি বিশ্বের ঘরে ঘরে।
কন্যা সন্তানের আগমন কি সত্যিই সুসংবাদ প্রথম সন্তান মেয়ে হলে বয়ে আনে সৌভাগ্য।
কন্যা সন্তান ৩টি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসে | কন্যা সন্তান আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত।
👉 কন্যা সন্তান হলো একজন বাবার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উপহার । আলহামদুলিল্লাহ্ আমি একজন কন্যা সন্তানের বাবা ।
👉 একজন বাবার যত্ন নেয়ার জন্য, তার কন্যার চেয়ে বেশী আর কেউ উপযুক্ত নয় । মেয়েরা তার বাবার ব্যাপারে সবকিছু এক করে দিতে পারে ।
👉 একজন বাবা হিসেবে আমার কন্যা সন্তানের উপর আমার অনেক দায়িত্ব, তাই আমাকে একজন আদর্শ বাবা হতে হবে।
Also Read: নিজেকে নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, সেখানে সর্বদা সৌভাগ্য বিরাজ করে। একজন কন্যা তার পিতার হৃদয়ে বাস করে এবং মায়ের সত্যিকারের বন্ধু হয়ে ওঠে।
আল্লাহ যখন বেশী খুশি হন তখনি কন্যা সন্তান দান করেন আলহামদুলিল্লাহ।
.আমাদের সমাজটা বড়ই অদ্ভুত গর্ভে কন্যা সন্তান চায় না। কিন্তু ছেলের বিয়ের জন্য সুন্দরী মেয়ে চায়।
👉 একজন আদর্শ বাবার কাছে তার কন্যা সন্তান হলো তার রাজ কন্যা । সে তার রাজ কন্যা কে সুখী করতে জীবনের অনেক কিছুই ত্যাগ করতে প্রস্তুত থাকে ।
👉 সাধারণত প্রতিটি মায়ের কাছে প্রিয় থাকে তার ছেলে সন্তান আর বাবার কাছে প্রিয় থাকে তার কন্যা সন্তান । তবে উভয়ের জন্যই পিতামাতার সমান ভালোবাসা থাকে ।
👉 একটি মেয়ে অনেক গরীব অনেক কালো হতে পারে কিন্তু সে তার বাবার কাছে রাজকন্যা ।
যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা কত ভাগ্যবান দেখুন নিরাশ হবেন না কন্যা সন্তান নিয়ে
নিঃসন্দেহে ‘কন্যা সন্তান’ বাবাদের জন্য। আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার।
কন্যা সন্তান সবার হয় না যার হয় সে পৃথিবীর ভাগ্যবান পিতা কন্যা সন্তান আল্লাহর দেওয়া সেরা উপহার।
কন্যা দিবসের শুভেচ্ছা
কন্যা সন্তানেরা অনেকটা যেন মিরাকেলের মতন। নানা সমস্যা, নানা দুঃখ তবুও যেন তাঁদের মুখের দিকে তাকালেই নিমেষে সব দুঃখ কেমন দূরে পালায়। এই ডটার্স ডে তে আপনিও জানান আপনার মেয়েকে অনেক শুভেচ্ছা ও সাথে ভালবাসা।
মেয়ে সন্তান যে ঘরে আসে কন্যা সন্তান তিনটি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসেন। কন্যা সন্তানের বাবা-মা হওয়া পরম সওয়াব ও সৌভাগ্যের।
বাবা আর মেয়ের সম্পর্ক যে কতটা মধুর তা একজন বাবা না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয়।
প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজ কন্যা। ভাল থাকুক পৃথীবির সকল রাজকন্যারা।
মেয়েরা তার বাবা মায়ের খুবি আপন হয়ে থাকে, তাঁরা যে কতটা আপন হয় তা তাদের বিয়ের সময়ই বোঝা যায়।
একটি ঘরে যদি মেয়ে থাকে তাহলে সেই বাবা মায়ের আদর যত্নের আর কোন কমতি হয়না।
মেয়ের বাবা মা যখন তাদের মায়েকে পায়, তখন যেন তাঁরা তাদের নুতুন মাকে পায়।
কন্যা সন্তান হচ্ছে আল্লহর রহমত, আল্লাহ্ যাকে ভালোবাসেন তাকে কন্যা দান করে থাকেন।
মেয়ে সন্তান যে ঘরে আসে কন্যা সন্তান তিনটি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসেন। কন্যা সন্তানের বাবা-মা হওয়া পরম সওয়াব ও সৌভাগ্যের।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে কন্যা সন্তান মাতা-পিতার জন্য একটি বিশেষ শ্রেষ্ট নেয়ামত।
একজন বাবা জানেন যে তার কাছে তার কন্যা কতটা প্রিয়।
কন্যা সন্তান যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরটা হাসি আনন্দে ভরে উঠবে।
ছোট বড় নানা দুঃখের কথা নিমেষেই মেয়েরা বুঝে যায়। মা বাবার মুখে হাসি ফোটাতে সারাক্ষণ চেষ্টা চালিয়ে যায়। ভগবানের কাছে প্রার্থনা করি তাঁদের সব স্বপ্ন, সব ইচ্ছে যেন পূরণ হয়। ডটার্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা।
মেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, সারা জীবনই তারা তাঁদের বাবা মায়ের কাছে ছোট্ট প্রিন্সেস হয়েই থাকে।
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে কন্যা সন্তান নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।