কোণ কাকে বলে | Kon Kake Bole | কোণ কত প্রকার?

কোণ কাকে বলে: আমরা আজকে জানবো কোণ কাকে বলে? এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন প্রশ্নের উত্তর পেতে আমাদের । আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন আমাদের MyArfan.com Website থেকে। আর হ্যা, এই পোস্ট গুলো official-result.com Website থেকে নেওয়া। তাই সব Credit তাদের রইলো।

কোণ কাকে বলে

দুইটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। অন্যভাবে বললে, দুইটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোণ বলে।

যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়।

কোণ কত প্রকার

কোণের নির্দিষ্ট প্রকারভেদ করা একটু কঠিন। তবে আকার-আকৃতি, গঠন ও পরিমাপের ভিত্তিতে কোণের একটি তালিকা নিচে দেওয়া হলোঃ

  • শুণ্য কোণ
  • সূক্ষ্মকোণ
  • সমকোণ
  • স্থূলকোণ
  • সরলকোণ
  • প্রবৃদ্ধ কোণ
  • পূর্ণ কোণ
  • তির্যক কোণ
  • বিপ্রতীপ কোণ
  • সন্নিহিত কোণ
  • পূরক কোণ
  • সম্পূরক কোণ
  • পরিপূরক কোণ
  • অনুরূপ কোণ
  • একান্তর কোণ
  • ধারাবাহিক অন্তঃস্থ কোণ

আশা করি এই কোণ কাকে বলে? প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পেরেছেন। যদি আমাদের এই পোস্ট থেকে একটু হলোও উপকারি হোন তাহলে আমাদের আরো পোস্ট ভিসিট করুন।

Also Read: কোণ কাকে বলে?

Leave a Comment