চতুর্থ অধ্যায় : নিত্যকর্ম ও যোগাসন (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), অষ্টম শ্রেণি [নতুন তথ্য]

চতুর্থ অধ্যায় : নিত্যকর্ম ও যোগাসন (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), অষ্টম শ্রেণি: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।

চতুর্থ অধ্যায় : নিত্যকর্ম ও যোগাসন (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), অষ্টম শ্রেণি [নতুন তথ্য]

চতুর্থ অধ্যায় : নিত্যকর্ম ও যোগাসন (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), অষ্টম শ্রেণি

প্রশ্ন-১. ই-মেইল শব্দের পূর্ণরূপ কি?
উত্তর :
 ই-মেইল শব্দের পূর্ণরূপ হচ্ছে– ইলেকট্রনিক মেইল।

প্রশ্ন-২. ই-মেইল অ্যাড্রেসে কয়টি ডট ব্যবহার করা যায়?
উত্তর :
 ১টি।

প্রশ্ন-৩. ই-মেইল ঠিকানায় @ এর পরে কী থাকে?
উত্তর :
 হোস্ট নেম।

প্রশ্ন-৪. ই-মেইল ঠিকানা খুলতে কী প্রয়োজন?
উত্তর :
 কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ।

প্রশ্ন-৫. Spam কোথায় থাকে?
উত্তর :
 ই-মেইল একাউন্টে।

প্রশ্ন-৬. ই-মেইল খোলার সাইট কোনটি?
উত্তর :
 ইয়াহু ডট কম।

প্রশ্ন-৭. ই-মেইল ঠিকানা খুলতে প্রথমে কোন কাজটি করতে হয়?
উত্তর :
 Sign up-এ ক্লিক করতে হয়।

প্রশ্ন-৮. ই-মেইলের সাথে কোনো ফাইল সংযুক্ত করে পাঠাতে চাইলে কোনটির উপর ক্লিক করতে হয়?
উত্তর :
 Attach

প্রশ্ন-৯. ই-মেইল ঠিকানায় @ এর আগে কী থাকে?
উত্তর :
 ব্যবহারকারীর নাম।

প্রশ্ন-১০. ইমেইল লেখার জন্য একটি সাদা পাতা আসবে কোনটির উপর ক্লিক করলে?
উত্তর :
 Compose

প্রশ্ন-১১. ই-মেইল ঠিকানা কোন টেক্সট বক্সে লিখতে হয়?
উত্তর : To

প্রশ্ন-১২. ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি বর্ণনা কর।
উত্তর : ই-মেইল ঠিকানা খুলতে প্রথমেই আমাদেরকে ঠিক করতে হবে কোন ই-মেইল সেবাদাতার মাধ্যমে ই-মেইল ঠিকানা খুলব। ওয়েবে অনেকগুলো ই-মেইল খোলার সাইট রয়েছে। যেমন: ইয়াহু-মেইল সার্ভিস, জি মেইল সার্ভিস ইত্যাদি। এসব সাইটে ই-মেইল টিকানা খুলতে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে হবে। কম্পিউটারের ব্রাউজারটি চালু করে পছন্দের সেবাদাতা সাইটটিতে প্রবেশ করতে হবে।

সব সাইটেই প্রবেশের পর আমাদের নতুন ই-মেইল ঠিকানা (Account) খুলতে সাইন আপ (Sign Up) বা নিবন্ধন করতে হবে। এ সাইন আপের নিয়ম সব সাইটেই কিছুটা ব্যতিক্রম ছাড়া প্রায় একই। সব সাইটেই একটা ফর্ম পূরণ করতে হয়।

ফর্ম পূরণের পর সাইটটির নির্দেশনা অনুসরণ করে শেষে Create Account এ ক্লিক করলেই হয়ে গেল ই-মেইল একাউন্ট বা ঠিকানা। আইডি (ID) এবং পাসওয়ার্ডটি (Password) গোপনীয়ভাবে সংরক্ষণ করতে হবে। অন্যথায় যে কেউ একাউন্টে প্রবেশ করতে পারবে । ই-মেইল ঠিকানা খুলতে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। তবে ই-মেইলে বাংলাতেও চিঠি আদান প্রদান করা যায়।

আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”চতুর্থ অধ্যায় : নিত্যকর্ম ও যোগাসন (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), অষ্টম শ্রেণি” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।

Leave a Comment