জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ত এক পৃথিবীর স্তন্যে লালিত; একই রবি শশি মােদের সাথী – ভাবসম্প্রসারণ

প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ন ভাবসম্প্রসারণ “জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ত এক পৃথিবীর স্তন্যে লালিত; একই রবি শশি মােদের সাথী ”। চলো এই ভাবসম্প্রসারণটি পড়ে নেয়।

জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ত এক পৃথিবীর স্তন্যে লালিত; একই রবি শশি মােদের সাথী - ভাবসম্প্রসারণ

জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি ত এক পৃথিবীর স্তন্যে লালিত; একই রবি শশি মােদের সাথী ভাবসম্প্রসারণ

মূলভাব : দেশ, কাল, জাতি, ধর্ম ও দলমতের ঊর্ধ্বে এ পৃথিবীতে একটাই জাতি আছে, সে জাতি হলাে মানুষ জাতি। এক মায়ের একাধিক সন্তানের মতাে এ পৃথিবী-মায়ের স্তন্যে লালিত এ জাতির একটাই পরিচয়, তারা মানুষ। এরা .একই আকাশের নিচে বাস করে, চন্দ্র, সূর্য এদের নিত্য সাথী। এরা পৃথিবীর মানুষ।

ভাব-সম্প্রসারণ : পৃথিবীতে, মানুষ আজ নানা জাতি সত্তায় বিভক্ত। ধর্মের নামে, জাতির নামে, দেশের নামে, শিক্ষার নামে-এক কথায় অজস্রভাবে তারা বিভক্ত। ফলে, তারা আজ একে অন্যের প্রতিদ্বন্দ্বীরূপে অবতীর্ণ হয়ে নিজ নিজ শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করতে চেয়ে জগতে যুদ্ধবিগ্রহ ও অশান্তি সৃষ্টি করছে। অথচ এমনটি হওয়ার কথা ছিল না। কেননা, মানুষ সেই একই আদি পিতা থেকে এ পৃথিবীতে এসে মানুষ পরিচয়ে পরিচিত হয়ে একই ধরণী মায়ের অঞ্চলপ্রান্তে একই মায়ের সন্তানের মতাে বসবাস করছে। মানুষের মধ্যে আছে সাদা-কালাে, ছােট-বড়, ধনী-নির্ধন ইত্যাদি। বিভিন্ন ধর্মের আকৃতির ও অবস্থার মানুষ রয়েছে। কিন্তু মানবিক অভিব্যক্তি, অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা একই রকম। সুতরাং মানুষের আকৃতি – প্রকৃতির পার্থক্য থাকলেও মানুষ এক জায়গায় এক এবং তা হলাে তারা মানুষ। ভেদাভেদের সকল পরিচয়ের উর্ধ্বে মানবজাতির অধিষ্ঠান। পৃথিবীর মানুষের মধ্যে ভ্রাতৃত্ববােধ জাগ্রত হলে পারস্পরিক ঘৃণা বিদ্বেষ থাকবে না। মানুষের মধ্যে বৈষম্য ও বিবাদ অনাকাঙ্ক্ষিত। পৃথিবীর মানুষকে এক হতে হবে। অসাম্য ও বিভেদের পথ পরিহার করে বিশ্বে মহামানবের মিলন মেলা গড়তে হযে। তা হলেই মানুষের সত্যিকারের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

বিকল্প ১

মানুষের কোনো জাতিভেদ নেই, মানুষের কোনো জাতিভেদ থাকতে পারে না। পৃথিবীর যে কোনো দেশের অদিবাসী হোক, মানুষের একমাত্র পরিচয় হলো –সে মানুষ। সে বাঙালি, ইংরেজ, ফরাসি, জার্মান, রাশিয়ান, চীনা, আমেরিকান যা –কিছুই হোক –সাদা, কালো –যে রঙেরই হোক গায়ের বর্ণ, তার সত্য পরিচয় হল –সে মানুষ।

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ। তাঁর সৃষ্টিতে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো ভেদ-বৈষম্যের পার্থক্যরেখা। কিন্তু মানুষ রচনা করেছে মানুষে মানুষে কৃত্রিম জাতি, সৃষ্টি করেছে ঘৃণ্য জাতিভেদ। ভেদবুদ্ধি –প্রণোদিত স্বার্থপর মানুষ সৃষ্টি করেছে মানুষে মানুষে বিভেদের দুর্ভেদ্য প্রাচীর; এবং জগতের যত দ্বন্দ্ব-সংঘাত, যত কলঙ্কময় রক্তপাত, তার মূলে আছে ভৌগোলিক সীমাবেষ্টনীর মধ্যে ভূমিষ্ঠ মানবগোষ্ঠী ক্রমে অপর স্থানের মানবগোষ্ঠীকে ঘৃণা করতে শিখেছে। ফলে গঠিত হয়েছে ভিন্ন ভিন্ন জাতি ও রাষ্ট্রের। কিন্তু ক্রমেই রাষ্ট্রীয় ভেদ-বিদ্বেষ এবং ধর্মীয় সীমা-পার্থক্য মুছে ফেলে মানুষ তার শ্রেষ্ঠত্বের প্রমাণ করেছে। সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত মানুষ এ প্রকৃতির উপর ক্রমেই আধিপত্য বিস্তার করেছে। গড়ে তুলেছে গ্রাম, নগরসভ্যতা। সে তার জ্ঞান-বুদ্ধি দিয়ে অণু থেকে অট্টালিকা, সাগর থেকে মহাসাগর পর্যন্ত জয় করে নিয়েছে। মানুষের আরাম-আয়েসের জন্যে উদ্ভাবন করেছে নানা প্রয়োজনীয় সামগ্রী। সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যে সে সৃষ্টি করেছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন। এভাবে আদি থেকে বর্তমান পর্যন্ত মানুষ তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। প্রমাণ করেছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নেই।

বিকল্প ২

প্রকৃতির রাজ্যে মানুষের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। প্রকৃতির সন্তান মানুষ আপন জ্ঞান ও বুদ্ধির শক্তিতে প্রকৃতিকে করেছে করায়ত্ত, আপন শ্রম, সৃজনীশক্তি ও নিরবচ্ছিন্ন সাধনায় জগতে অর্জন করেছে শ্রেষ্ঠত্বের আসন। এই কৃতিত্ব কোনো বিশেষ জাতি-সম্প্রদায়, গোষ্ঠী বা শ্রেণীর নয়। এ অর্জন জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সমগ্র মানবজাতির।

প্রকৃতির রাজ্যে সকল মানুষ অভিন্ন বৈশিষ্ট্য গড়া। একই পৃথিবীতে, একই আকাশের নিচে মাটির আঙিনায়, একই চন্দ্র-সূর্যের আলোয় তারা বাঁচে, একই আলো-বাতাসে তারা লালিত-পালিত হয়। তাদের অনুভূতির জগৎ অভিন্ন। সুখ-দুঃখ, আনন্দ-বেদনার বোধে তাদের মধ্যে নেই কোনো পাথৃক্য। তাদের রক্তের উষ্ণতা ও রং এক। দুঃখে-শোকে সবার অশ্রুধারাই হয় লবণাক্ত। ধর্ম-বর্ণ, আকৃতি-প্রকৃতিতে যত ভিন্নতা থাকুক, পৃথিবীতে সকল মানুষের পরিচয় সে মানুষ। সেখানে দেশ-কালগত কোনো পার্থক্য নেই। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কিন্তু ক্ষমতান্বেষী শাসক-শোষকরা যুগে যুগে মানুষে মানুষে বপন করেছে বিভেদের বীজ। সাম্রাজ্যলিপ্সা মানবজাতিকে করেছে খণ্ড-বিখণ্ড। মানুষে মানুষে সাম্য, মৈত্রী ও প্রেমের বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে মানব-সমাজে এনেছে ধনী-দরিদ্রের বৈষম্য, ধর্মে-ধর্মে সম্প্রদায়ে-সম্প্রদায়ে এনেছে বিরোধ, আবার একই ধর্মকে বিভক্ত করেছে নানা গোত্রে, সৃষ্টি করেছে উঁচু-নিচুর ভেদাভেদ। ধর্মের দোহাই দিয়ে, অর্থের জোরে এবং শক্তির দাপটে সমাজে দুর্বলের ওপর শাসন-শোষণের ফলে সমাজে প্রকট হয়ে উঠেছে অসাম্য, অনাচার, অবিচার ও বিভেদ। যুগে যুগে মহজ্ঞানী ব্যক্তিরা এর বিরুদ্ধে বলিষ্ঠভাবে দাঁড়িয়েছেন। তাঁরা নানাভাবে শুনিয়েছেন মানুষে মানুষে মহামিলনের মহানবাণী। আহ্বান জানিয়েছেন, বিভেদ-অসাম্যের অবসান ঘটিয়ে মানুষে মানুষে শান্তি, মৈত্রী ও সাম্যের মেলবন্ধন রচনা করতে। হজরত মুহম্মদ (স.), বুদ্ধদেব, যিশু খ্রিস্ট, চৈতন্যদেবের মতো ধর্মবেত্তারা যুগে যুগে আহ্বান জানিয়েছেন অন্তর দিয়ে সর্বমানবকে গ্রহণ করতে। অবিভক্ত ভারতের কবি, নানক, চণ্ডীদাসও বলে গেছেন মহামানবের মহামিলন রচনার কথা। মহামতি লেলিন বলেছেন মানুষে মানুষে সাম্যের কথা। মার্টিন লুথার কিং প্রাণ দিয়েছেন বর্ণভেদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে। আজও আমাদের দেশের আউল-বাউল ফকিররা পথে-প্রান্তরে মানবতার গান গেয়ে যান।

মানুষে মানুষে সাম্য, মৈত্রী এখনও প্রতিষ্ঠিত হয় নি। অসাম্য ও বিভেদের পথ থেকে সরে এসে বিশ্বে মহামানবের মিলনমেলা গড়তে হবে। তা হলেই মানুষের সত্যিকারের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

বিকল্প ৩

ভাব – সম্প্রসারণ : পৃথিবীতে ইংরেজ , মুসলমান , হিন্দু , বৌদ্ধ , জৈন , শিখ নামে বিভিন্ন ধর্ম , বর্ণ , গােত্র ও সম্প্রদায়ের লােক থাকলেও আসলে আমরা সবাই মানবজাতি। আমাদের সভ্যতার নাম মানবসভ্যতা। “ সুৰ লােকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ দেখলাম না জগৎ ঘুরে । ” মরমি কবি লালন ফকির যেমন জাতের বা জাতির কোনাে রূপ দেখেননি তেমনি যারা বিশ্ব মানবতাবাদে বিশ্বাসী তাদের জাতির একটি নাম হচ্ছে মানবজাতি। এ পৃথিবীতে বিভিন্ন ধর্মের – গােত্রের – ভাষার ও বর্ণের লােক বাস করে । ধর্মীয় গণ্ডিতে তারা নিজ নিজ ধর্মের অনুসারী হলেও সবার মধ্যে একটা মানবতাবােধ আছে তাই আমরা মনুষ্য জাতি। প্রকৃতির রাজ্যে মানুষের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। প্রকৃতির সন্তান এ মানুষ তার সাধনা , জ্ঞান , মেধা ও মনন দিয়ে শ্রেষ্ঠত্বের আসন অর্জন করেছে । প্রকৃতির রাজ্যে আমরা একই উপাদানে গঠিত একই পৃথিবীতে , একই আকাশের নিচে মাটির আঙিনায় একই চন্দ্র – সূর্যের আলােয় আমরা বাঁচি। সুখ – দুঃখ , আনন্দ ও অনুভূতি একই রকম । এখানে ধর্মে ধর্মে , গােত্রে গােত্রে , সমাজে সমাজে যে বিরােধ আছে তার বিরুদ্ধে জ্ঞানী – গুণী ব্যক্তিরা চিরকাল রুখে দাঁড়িয়েছেন , তাঁরা নানাভাবে শুনিয়েছেন মহামিলনের বাণী । বিভেদ ও অসাম্যের অবসান ঘটিয়ে মানুষে মানুষে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন । তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন “ আদম দাউদ ঈসা মুসা ইব্রাহীম মােহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবীর বিশ্বের সম্পদ। ” মধ্যযুগের কবি চণ্ডীদাস বলেছেন — ‘ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ‘ মহামতি ভি . আই , লৈলিন মানুষে মানুষে সাম্যের কথা বলেছেন। মার্টিন লুথার কিং বর্ণভেদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে প্রাণ দিয়েছেন । আজও আমাদের দেশে মানবতার জয়গান গাওয়া হয় । বিশ্বের সব মানুষ আমরা একে অন্যের ভাই এ কথা যেন আমরা ভুলে না যাই।

আরো পড়ুন: জীবনের কাছ থেকে পালানাে সহজ

আশা করি তোমরা এই ভাবসম্প্রসারণটি বুঝতে পেরেছো। আমাদের সাথেই থাকো।

Leave a Comment