দেশপ্রেম কাকে বলে?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
দেশপ্রেম কাকে বলে?
দেশের প্রতি ভালোবাসাকে দেশপ্রেম বলে। দেশপ্রেম একটি মহৎ গুণ। এটি ধর্মের অঙ্গ।
সাধারণত মানুষ যে দেশে জন্মগ্রহণ করে, যে দেশের আলো-বাতাসে বেড়ে উঠে, সেই দেশই হলো তার স্বদেশ। এই স্বদেশের প্রত্যেকটি উপাদানকে ভালোবাসা, সদ্বেশের উন্নয়নে কাজ করা ও এর মানুষের জন্য কাজ করা, দেশের সকল বিপদে ঝাঁপিয়ে পড়ে দেশ রক্ষাকে দেশপ্রেম বলে। মোটকথায় দেশের স্বার্থে সকল ব্যক্তিস্বার্থ বিলিয়ে দেয়াকে দেশপ্রপম বলে।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করাকে কী বলে?
ক) দেশপ্রেম
খ) উদারতা
গ) ধৃতি
ঘ) দয়া
সঠিক উত্তর : ক) দেশপ্রেম
২। দেশপ্রেম কীসের অঙ্গ?
ক) দেহের
খ) মনের
গ) ধর্মের
ঘ) জ্ঞানের
সঠিক উত্তর : গ) ধর্মের
৩। দেশপ্রেম কীভাবে প্রকাশ পায়?
ক) কাজে ও আচরণে
খ) পূজা-পার্বণে
গ) সেবায়
ঘ) মহত্ত্বে
সঠিক উত্তর : ক) কাজে ও আচরণে
৪। মা ও মাতৃভূমি কীসের চেয়ে বড়?
ক) সমাজের চেয়ে
খ) পরিবারের চেয়ে
গ) সম্মানের চেয়ে
ঘ) স্বর্গের চেয়ে
সঠিক উত্তর : ঘ) স্বর্গের চেয়ে
৫। দেশের প্রতি ভালোবাসাকে কী বলা হয়?
ক) দেশপ্রেম
খ) দেশত্ববোধ
গ) আত্মত্যাগ
ঘ) আত্মোৎসর্গ
সঠিক উত্তর : ক) দেশপ্রেম
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”দেশপ্রেম কাকে বলে?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।