নিয়মানুবর্তিতা নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় নিয়মানুবর্তিতা নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য নিয়মানুবর্তিতা নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤
নিয়মানুবর্তিতা নিয়ে উক্তি স্ট্যাটাস
সুকঠিন নিয়মানুবর্তিতার আদলে গড়ে ওঠা আমার এই জীবন যেন বড্ড সেকেলে। তবুও যেন এ জীবন সফলতায় ছোঁয়া।
যদি লাইফে সত্যিই কিছু করতে চান। তাহলে অবশ্যই আপনাকে নিয়মানুবর্তিতার ভৃত্য হতে হবে।
এই যে রোজ একবেলা নিয়ম করে তোমায় দেখি। আমার এই নিয়মানুবর্তিতার মধ্যেও এক টুকরো ভালোবাসা লুকিয়ে আছে।
আপনি যদি নিয়মানুবর্তিতাকে আঁকড়ে ধরতে পারেন। তাহলে ধরে নিন আপনি আপনার সফলতার খুব দার-প্রান্তে পৌঁছে গেছেন।
মানুষ নিয়ম তৈরি করে সেই নিয়ম এক সময় ভেঙে ফেলে। অথচ একবার যেই ব্যক্তি নিয়মানুবর্তিতার বেড়াজালে আটকে পড়ে, সে সহজে নিজেকে মুক্ত করতে পারে না।
নিয়মানুবর্তিতা এক ধরনের অমূল্য গুণ। যার আছে সে বড্ড চুপচাপ, যার নেই সেই অন্যকে তিরস্কার করে।
নিয়মানুবর্তিতার আদর্শে যে সম্পর্ক গড়ে ওঠে। সেখানে প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করা হয়।
সময় মত কাজ করাই হচ্ছে নিয়মানুবর্তিতা। কারণ অসময়ের প্রতিটি পরিশ্রম ই বিফলে যাওয়ার সম্ভাবনা শতভাগ।
ধরুন আপনি নয়টা থেকে পাঁচটা অফিস করেন। এই যে আপনার অনুপস্থিতি, এটাও কিন্তু এক ধরনের সুখী জীবনের জন্য বিনিয়োগ এবং আপনার নিয়মানুবর্তিতার অভ্যাস, এক্ষেত্রে বিজয়ী হয়।
কত শত দুর্বল মানুষও নিয়মানুবর্তিতার জোরে শক্তিশালী হয়ে ওঠে। তার এই আবদ্ধ জীবনটাও এক ধরনের যুদ্ধক্ষেত্র।
আচ্ছা আমরা কি নিয়মানুবর্তিতার গঠনমূলক আচরণে অভ্যস্ত হতে পারি না? কেন বারবার শৃঙ্খলা ভাঙতে হবে?
আমি খুব নিয়ম করে একদিন কাউকে নিজের হৃদয়ে স্থান দেব। আমার এই নিয়মানুবর্তিতার শেকলকে ভেঙে ফেলে সে আমাকে আরেক রূপে গ্রহণ করবে।
যার ভেতরে নিয়মানুবর্তিতা নেই সে আসলে কারো সাথে খাপ খাইয়ে চলতে পারে না। অথচ তার মেনে নেয়া উচিত ছিল যে শৃঙ্খলাবদ্ধ জীবন ও আনন্দের হতে পারে।
কতো নিয়মানুবর্তিতার ধারায় তোমাকে খুঁজে চলেছি। আমার এই ছকে বাধা জীবনটাতে তোমার উপস্থিতি ই হয়ে উঠবে কোনো আশ্চর্যজনক ঘটনা।
যে ছাত্র নিয়মানুবর্তিতার শিষ্য। সে সহজে নিজের সময়কে নষ্ট করে না বরং আরো বেশি উপযোগী করে গড়ে তোলে।
যে শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতায় নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছি। সেখানে ভালবাসার স্থান যে বড্ড কম।
নিয়মানুবর্তিতা অনুসরণকারী ব্যক্তি বরাবরই সবার কাছ থেকে একটু আলাদাই হয়। কারণ তার এই নিয়মমাফিক রুটিন তাকে সবার কাছ থেকে ভিন্ন করে তুলেছে।
এই পৃথিবীর সমস্ত নিয়মানুবর্তিতা অনেকাংশে মানবজাতির উপরে নির্ভর করে। পশুপাখির জীবন বরাবরই শৃঙ্খলা বদ্ধ ছিল।
সুপরিকল্পিত নিয়মানুবর্তিতা পৃথিবীর প্রতিটা কাজের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ নিয়ম-হীন কাজ কখনোই সফলতার মুখ দেখতে পায় না।
Also Read: নদী নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
ঠিক একই কায়দায় একই নিয়মানুবর্তিতায় রোজ একটু করে কষ্ট পেতে পেতে এখন যেন নেশার মতো হয়ে গেছে। কোনভাবেই এই কষ্টের মায়াটুকু ছাড়তে পারি না।
যে ছেড়ে যায় তার নিয়মানুবর্তিতার দুঃখটুকু রয়ে যায়। প্রতিদিনে একবেলা করে মনে করিয়ে দিয়ে যায়, সে আর আমার জীবনে নেই।
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে নিয়মানুবর্তিতা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।