পতাকা নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে পতাকা নিয়ে উক্তি আমাদের সবার প্রিয়। উক্তি আমাদের জীবনকে নতুন করে জাগিয়ে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া উচিত। কেনও বা প্রিয় হবে না, কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য পতাকা নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস। যা আপনাদের খুবই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤❤
পতাকা নিয়ে উক্তি স্ট্যাটাস
লক্ষ কোটি প্রাণের আকুতি স্বাধীন পতাকার পানে, কিছু যুক্তি ,করবে মুক্তি, সেই গান বাজে মনে ।
জাতির স্বাধীনতার কথা শুনি করণীয় কাজটা কয়জনই বা করি,
জ্ঞানীগুণী সাধারন জনতা পতাকাকে বাঁচাতে ছুটুক প্রাণের বারতা।
পত্পত্ করে উড়ে যে পতাকা আকাশে, মানবমুক্তির দ্বার খুলে যাক সেই সকল দেশে ।
পতাকার যে রং তাতে নেইতো কোন ঢং, রক্ত মিশে তৈরি হয়েছে এসব পতাকার রং ।
যত পাপাচার,যত হাহাকার পুড়িয়ে হোক ছারখাড়, স্বাধীন জাতি স্বাধীন হয়েই বাঁচুক, পতাকা উড়ুক বারবার।
নমিত নয় উচ্চ করি শীর, পতাকা দিয়েছে পরিচয় –আমরা অপরাজিত বীর ।
সহস্ত্র লাশ ঢাকা পতাকার তলে, যারা মাটিকে আঁকড়ে ধরে বলে, আমায় বাঁচতে দেরে ।
এই ভূখণ্ডে নানা মতের জন্ম হয়, তবু পতাকাই বলে দেয় একতার পরিচয় ।
দোয়েল বলে কোয়েল বলে শ্যামা আরো বলে, মায়ের কোলের শান্তি মিলে এই পতাকার তলে ।
এক টুকরো কাপড়ে সবাই হয়েছে এক, আর কিছুতে নয়, আরে তোরা পতাকাকে দেখ ।
যে ধ্বনি তুলে উড়ে চলে স্বাধীন পতাকা, ওহে ধ্বনি তুমি কি শুনতে পাওনা রুদ্ধ মনের চাওয়া টা?
পতাকার রঙে রাঙিয়ে জীবন, ভয় করি না কভু, চলি নিরন্তন।
কোন গান নয়, কোন কবিতা নয়, নয় কোনো এটা কিচ্ছা, পতাকাকে আঁকড়ে বাঁচতে চেয়েছি- এটাই শুধু জাতির ইচ্ছা ।
এক পতাকায় কথা বলে সমগ্র জাতি, বলে দেয় তাদের কত আছে প্রীতি –সম্প্রীতি ।
আকাশে উড়িছে দেখ মুক্তির পতাকা, মুছে যাক সব হানাদারের বর্বরতা।
গ তে গর্ব, প তে পতাকা, না জানি কত অমূল্য এই মাতৃভূমির জায়গা ।
পতাকার প নিয়ে, ত আকার তা দিয়ে, ক আকার কা ছুয়ে, শপথ করেছে সৈনিক, আনবে স্বাধীনতা ছিনিয়ে ।
কত হানাহানি কত বিদ্বেষের জন্ম হয়, পতাকার তলে শধু লক্ষ-কোটি মাইলের একটাই পরিচয় ।
কারো সাদা ,কারো সবুজ, কারো আবার কাল । প্রত্যেক জাতির ভিন্ন ভিন্ন পতাকার রং।
হু হু করে উড়ে যে, অস্তিত্বের পরিচায়ক, নাম তার পতাকা বলে গেছেন কোনো এক লেখক ।
ডেনমার্কে হয়েছিল পতাকার জন্ম, একে একে সব দেশ বেছে নিল তাদের জন্য ।
পারবো বলে নয় পারতেই হবে যদি হয়, রাখিবো পতাকার মান, যদি দিতেও হয় জীবন বলিদান ।
এ যেন বিশাল আকাশের জমিন, দশ ইস্টু ছয় এর মাপঝোক নয়, এ জমিন পেতে হলে সাহস নিয়ে শত্রুর মোকাবেলা করতে হয় ।
শূন্য থেকে শুরু শূন্যে হবে শেষ, অমর থেকে যাবে শুধু পতাকা-শোভিত দেশ ।
কত রক্তের বিনিময়ে স্বপ্নের এই পতাকা, জীবন দিতেও আমরা হাটিনিকো পিছুপা ।
যে দেশেতে জন্ম আমার , সেই দেশেতে মরি, কাফনের কাপড় পতাকা হবে সেই আশাটাই করি।
Also Read: উন্নয়ন বা উন্নতি নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
আমাদের পতাকা শুধু অনেক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে একটি নয়, বরং পতাকা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।
“তিনি আমাদের উঠোনে একটি পতাকা উড়িয়েছেন, যেদিন তিনি মারা যান সেই দিন পর্যন্ত।
আকাশে উড়িছে দেখ মুক্তির পতাকা, মুছে যাক সব হানাদারের বর্বরতা।
কারো সাদা ,কারো সবুজ, আবার কারো লাল। প্রত্যেক জাতির ভিন্ন ভিন্ন পতাকার রং। নত নয়, উচ্চ করি শীর, পতাকা দিয়েছে পরিচয় –আমরা অপরাজিত বীর।
ডেনমার্কে হয়েছিল পতাকার জন্ম, একে একে সব দেশ বেছে নিল তাদের জন্য ।
শান্তি ও সম্প্রীতি, ঐক্যবদ্ধ ও শক্তিশালীভাবে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই একটি মানুষ, একটি জাতি, একটি পতাকা থাকতে হবে।”
“পতাকা আমার প্রিয় দেশটির প্রতীক।”
“দেশপ্রেম সংক্ষিপ্ত নয়, আবেগের উন্মত্ত বিস্ফোরণ, নিজের দেশ তথা পতাকার মান রাখতে সারাজীবন উত্সর্গ করতে হয়।”
পতাকা নিয়ে ক্যাপশন এসএমএস
লক্ষ কোটি প্রাণের আকুতি স্বাধীন পতাকার পানে, কিছু যুক্তি ,করবে মুক্তি, সেই গান বাজে মনে।
“প্রতিটি গৌরব যা আমরা নিজ দেশের পতাকার সাথে যুক্ত করি তা করা কর্তব্যের ফল।”
“একজন ভাল মানুষ এবং একজন ভাল নাগরিক হওয়া সবসময় একই জিনিস নয়।”
পতাকার রঙে রাঙিয়ে জীবন, ভয় করি না কভু, চলি নিরন্তর।
পতাকা হল রঙিন কাপড়ের টুকরো যা সরকার প্রথমে মানুষের মনকে সঙ্কুচিত করতে এবং তারপর মৃতদের কবর দেওয়ার জন্য আনুষ্ঠানিক কাফন হিসাবে ব্যবহার করে।
যারা দেশকে ভালোবাসে তারা দেশ সম্পর্কে জানতে চায়, তারা দেশের পতাকা সম্পর্কে জানার চেষ্টা করে, আর আমার মতে নিজের দেশের পতাকা সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে রাখা উচিত।
“একটি চিন্তাশীল মন, যখন একটি জাতির পতাকা দেখে, পতাকাকে নয়, বরং জাতিকেই দেখে।”
“একটি চিন্তাশীল মন, যখন একটি জাতির পতাকা দেখে, তখন শুধু পতাকাকে নয়, বরং জাতিকেই দেখে।”
“যখন আমরা আমাদের পতাকার দিকে তাকাই এবং এটিকে আমাদের সমস্ত অধিকার দিয়ে সুশোভিত দেখি, তখন আমাদের মনে রাখতে হবে যে এটি আমাদের কর্তব্যের প্রতীক।”
“দেশপ্রেম পতাকা ওড়ানোর মধ্যে নয়, বরং আমাদের দেশ যাতে ধার্মিক এবং শক্তিশালী হয় সে চেষ্টা করা।”
দোয়েল বলে কোয়েল বলে শ্যামা আরো বলে, মায়ের কোলের শান্তি মিলে এই পতাকার তলে ।
পতাকার প নিয়ে, ত আকার তা দিয়ে, ক আকার কা ছুঁয়ে, শপথ করেছে সৈনিক, আনবে স্বাধীনতা ছিনিয়ে ।
পারবো বলেই হবে না, পারতেই হবে আমাদের, রাখিবো পতাকার মান, যদি দিতেও হয় জীবন বলিদান।
পতাকার যে রং তাতে নেইতো কোন ঢং, রক্ত মিশে তৈরি হয়েছে এসব পতাকার রং ।
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে পতাকা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।