পুতুল নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় পুতুল নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য পুতুল নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤❤
- পুতুল নিয়ে ক্যাপশন
- পুতুল নিয়ে বাণী
- পুতুল নিয়ে স্ট্যাটাস
- পুতুল নিয়ে উক্তি
পুতুল নিয়ে উক্তি স্ট্যাটাস
শৈশবের সেই মাটির পুতুলের মত আমরাও যান্ত্রিক পুতুল হয়ে যাচ্ছি।
যেভাবে পুতুলকে সাজিয়ে যত্ন করে সাজঘরের ভিতর রেখে দেওয়া হয়, সেভাবে আমিও তোমাকে পুতুলের মত সাজিয়ে হৃদয় কুঠুরিতে রেখে দিবো।
সাজানো পুতুল আর সাজানো হাঁসি যে বড্ড মেকি আনন্দের। দুটোই অস্থায়ী।
আমাদের হৃদয় মোমের পুতুলের মতোই কোমল। আগুনের ছোঁয়ায় মোমের পুতুল যেমন গলতে শুরু করে তেমনি আমাদের হৃদয় ও দুঃখের পরশে বিগলিত হয়ে যায়।
হৃদয়হীন মানুষ পুতুলের সমতুল্য। এতো এতো পুতুলরূপী মানুষের ভিড়ে আসল মানুষ খুঁজে পাওয়া টা দুস্কর।
শৈশবে পুতুলের বিয়ের অনুষ্ঠানটা ও যেন খুব প্রাণবন্ত ছিল। পুতুলটা প্রাণহীন ছিল কিন্তু আমাদের অনুভূতি গুলো জীবন্ত ছিল।
হাত থেকে পুতুল গড়িয়ে পড়ে গেলে যে মেয়েটা কান্না করে উঠতো, সেই মেয়েটা ও আজকে গম্ভীর হয়ে গেছে।
আসলে ছোটবেলার দিনটা ভালো ছিল। ঘুমাতে যাওয়ার সময় পুতুলকেও ঘুম পাড়িয়ে দিতাম। আবার একসঙ্গে জেগে উঠতাম।
জীবনের খেলাঘরে আমরা সবাই কাঠ পুতুলের মতোই ইশারায় নাচি।
আমরা সবাই পুতুল, হয়তো নিজের হাতের পুতুল না অন্য কারো হাতের পুতুল।
ছোট্ট হাতে পুতুল সাজিয়ে ছোট্ট মেয়ে টা নিজেকে বউ হিসেবে কল্পনা করে, আর মুচকি হাসে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য গুলোর মধ্যে একটা।
সাজঘরের পুতুলটা ও কত ভালোবাসা পেতো, অথচ আজ মানুষ হয়ে মানুষের কাছে ভালোবাসা পায় না।
ছোট্ট শিশুটি ও প্রচন্ড রাগে হাতের পুতুলটি ছুড়ে মারার পর তার প্রতি মায়া অনুভব করে। আর তুমি আমাকে এতোবার কষ্ট দেয়ার পর ও একটা বার ফিরে তাকাও নি।
পুতুল হলো একজন শিল্পীর সৃজনশীলতার প্রতীক। এক শিল্পী সত্তা তার কল্পনাকে পুতুলে রুপ দেয়।
পুতুল যেমন অবুঝ শিশুর খেলার সঙ্গী ঠিক তেমনি মানুষও কারো না কারো হাতের পুতুল, কোন অবুঝ হৃদয়ের খেলার সঙ্গী।
এইটুকুন ছিল সে বুলবুলির মতো রাঙা মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাইত বুক।
প্রাণহীন পুতুলটার সাথে ও কত আবেগ নিয়ে কথা বলতাম, আর এখন আমার কথায় কোন প্রাণ নেই।
মিছামিছি পুতুল খেলার দিনগুলোর সাথে মিছেমিছি স্বপ্ন দেখার প্রচন্ড মিল রয়েছে।
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে পুতুল নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।