ফেক্সোফেনাডিন: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি হয়তবা অসুস্থ, তাই বিভিন্ন ঔষধ এর ব্যাপারে খোজাখুজি করছেন। আপনি বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করছেন। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফেক্সোফেনাডিন এর কাজ কি,ফেক্সোফেনাডিন কিসের ঔষধ, ফেক্সোফেনাডিন খাওয়ার নিয়ম,ফেক্সোফেনাডিন এর দাম,ফেক্সোফেনাডিন এর উপকারিতা,ফেক্সোফেনাডিন এর পার্শ্ব প্রতিক্রিয়া।
সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
ফেক্সোফেনাডিন এর কাজ কি?
অ্যালার্জিক রাইনাইটিস বা হেই ফিভার , সাইনুসাইটিস , আর্টিকেরিয়া , নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা , নাক দিয়ে অনবরত জল পড়া , অনবরত হাঁচি , চোখ ও ত্বক চুলকানো , চোখ চুলকানো প্রভৃতি ক্ষেত্রে প্রতিষেধক রূপে এটি ব্যবহার করা হয় ।
ফেক্সোফেনাডিন এর দাম কত?
প্রতি পিসের মূল্যঃ-৮.০০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।
ফেক্সোফেনাডিন খাওয়ার নিয়ম কি?
ফেক্সো ১২০ ( Fexo 120 ) এর ডোজ ১ টি করে ট্যাবলেট দিন দুইবার অথবা ডাক্তারে পরামর্শ অনুযায়ী । ৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য দৈনিক দুইবার করে ৩০ মি.গ্রা . ফেক্সোফেনাডিন অথবা দৈনিক একটি ৬০ মি.গ্রা . ট্যাবলেট ।
ফেক্সোফেনাডিন এর উপকারিতা কি?
ফেক্সোফেনাডিন এর এই বিষয়ে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।
ফেক্সোফেনাডিন এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
প্রধান পার্শ্বপ্রতিক্রায়াসমূহ হচ্ছে মাথাব্যথা , কোমর ব্যথা, মিয়োসিস বা চোখের মণি ছোট হয়ে আসা , তন্দ্রাচ্ছন্নতা, উদ্বিগ্নতা , অনিদ্রা , কাশি , জ্বর , ক্লান্তি , ওটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ প্রভৃতি । সেটিরিজিন – এর চেয়ে ফেক্সোফেনাডিনের অর্ধায়ু কম ফলে এটি দিনে দুইবার দেওয়ার প্রয়োজন হতে পারে । তবে ফেক্সোফেনাডিনের চেয়ে সেটিরিজিন সেবনে ঝিমুনি বেশি হয় । ফেক্সোফেনাডিন আপেল , কমলা বা আঙ্গুর ফলের রসের সাথে খাওয়া ঠিক না কারণ এগুলো এর শোষণ কমিয়ে দিতে পারে । আঙ্গুরের রস রক্তে ফেক্সোফেনাডিনের ঘনত্ব কমিয়ে দেয়। ফেক্সোফেনাডিন সেবনের ১৫ মিনিটের মধ্যে অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড সেবন করলে ফেক্সোফেনাডিনের শোষণ ৫০ % পর্যন্ত কমে যেতে পারে ।
আশা করি আপনাদের এই বিষয়টি ‘ফেক্সোফেনাডিন এর কাজ কি,ফেক্সোফেনাডিন খাওয়ার নিয়ম,ফেক্সোফেনাডিন এর দাম,ফেক্সোফেনাডিন এর উপকারিতা,ফেক্সোফেনাডিন এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি ফেক্সোফেনাডিন এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।