বন্ধু অর্থ দুই মাের সংসারেতে ছিল দিনু ঋণ সেই অর্থ বন্ধু তা চাহিল বন্ধুর কাছে সেই অর্থ চাহিবার ফলে হারালাম বন্ধু অর্থ দুই এককালে – ভাবসম্প্রসারণ

প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ন ভাবসম্প্রসারণ “বন্ধু অর্থ দুই মাের সংসারেতে ছিল দিনু ঋণ সেই অর্থ বন্ধু তা চাহিল বন্ধুর কাছে সেই অর্থ চাহিবার ফলে হারালাম বন্ধু অর্থ দুই এককালে ”। চলো এই ভাবসম্প্রসারণটি পড়ে নেয়।

বন্ধু অর্থ দুই মাের সংসারেতে ছিল দিনু ঋণ সেই অর্থ বন্ধু তা চাহিল বন্ধুর কাছে সেই অর্থ চাহিবার ফলে হারালাম বন্ধু অর্থ দুই এককালে - ভাবসম্প্রসারণ

বন্ধু অর্থ দুই মাের সংসারেতে ছিল দিনু ঋণ সেই অর্থ বন্ধু তা চাহিল বন্ধুর কাছে সেই অর্থ চাহিবার ফলে হারালাম বন্ধু অর্থ দুই এককালে ভাবসম্প্রসারণ

মূলভাব: বিপদে বন্ধুর সঠিক পরিচয় পাওয়া যায়। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো কৃতজ্ঞতা প্রকাশ কিন্তু সেই বন্ধু যখন বিপদে তোমার পাশে না থাকবে তখন তুমি তার আসল পরিচয় পাবে।

সম্প্রসারিত ভাব: বন্ধুত্ব একটি মূল্যবান সম্পর্ক যা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুত্ব পরস্পরের সমর্থন সহযোগিতা সাহায্য আনন্দ দুঃখ এবং আদর্শ ভাগ করে নিয়ে মিলেমিশে থাকা। যেকোনো বন্ধু মাত্রই আমরা তার কাছ থেকে সাহায্যের আশা রাখি। জীবনের যেকোনো সংকটময় পরিস্থিতিতে তাকে পাশে পাওয়ার আশা রাখি। কারণ বন্ধুত্ব এমন এক সম্পর্ককে বহন করে যার দ্বারা আমরা সর্বদা সমৃদ্ধ হই এবং আনন্দময় জীবন উপলব্ধি করে থাকি। জীবনে প্রতিক্ষেত্রে সর্বদা সঠিক বন্ধুর সাথে দেখা হতে নাও পারে এমন কিছু বন্ধু জীবনে রয়েছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ টাকেই বড় করে দেখে সে সমস্ত বন্ধুর বন্ধুত্ব থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখা উচিত। বিপদগ্রস্ত হয়ে তারা সাহায্যপ্রার্থী হওয়ার পর সাহায্য গ্রহণ করে। কিন্তু সেই সাহায্যের প্রতিদানে অকৃতজ্ঞের মতো আচরণ করে। আমাদের চিনে নেওয়া উচিত কোনটি সঠিক অর্থে বন্ধু আর কোনটি স্বার্থ লোলুপতার উদাহরণ। কারণ প্রয়োজনে সাহায্যের দাবি জানালে বন্ধুত্ব এবং প্রদেয় সম্পদ উভয় হারানোর প্রবল সম্ভাবনা থাকে। আসলে ক্ষতিটা আমাদেরই হয়। আমরা কোন প্রকার বিচার বিবেচনা না করে যখন কোন বন্ধুর বন্ধুত্বকে স্বীকার করি তখন সিদ্ধান্তের অন্তে আমাদেরই ঠকতে হয়। অর্থ সংক্রান্ত কোনো ব্যাপারে বন্ধুত্বের মধ্যে তা যদি সঠিকভাবে নির্ণয় না করা যায় তাহলে সেই বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হয়।

বন্ধুত্বের অভ্যন্তরে একটি বাধা সৃষ্টি হয় যা একটি সম্পর্ককে ক্ষুন্ন করে। এই সমস্ত ব্যাপারে আমাদেরকে প্রবল সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুত্বের সম্পর্কে যাদের বিন্দুমাত্র আজ না আসে সেই সাবধানতা আমাদের নিজেদেরকে অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে সৎ বন্ধুত্ব এক মূল্যবান মানবিক সম্পর্ক। যা টিকিয়ে রাখার দায় আমাদের প্রত্যেকের রয়েছে।

বিকল্প ১

মূলভাব : মানব সামাজিক জীব। তাই সমাজবদ্ধ হয়ে বাস করে। নইলে একক জীবন অর্থহীন হয়ে পড়ে। সমাজে বাস করতে হলে মানুষে মানুষে বন্ধুত্ব থাকা প্রয়োজন। শোকে-দুঃখ, বিপদে-আপদে, আনন্দে-বিষাদে, জীবনের প্রতিক্ষেত্রে এক বন্ধু অপর বন্ধুর সাহায্যে এগিয়ে আসে। 

সম্প্রসারিত ভাব : সত্যিকার বন্ধু নিজের স্বার্থ বিসর্জন দিয়ে বন্ধুর বিপদকে নিজের বিপদ জ্ঞান করে জীবন বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না। মানুষের এ সহযোগিতা, স্নেহ-প্রীতি ও বন্ধুত্ব মানুষের সহজাত কোমল বৃত্তি থেকে জাত। মনের আবেগ এখানে যত বেশি প্রগাঢ় হয় বন্ধুত্বও তত বেশি স্থায়ী ও দৃঢ় হয়। এভাবেই একের সাথে অপরের গভীর আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। 

কিন্তু মানুষের এ আত্মিক সম্পর্কের সাথে আর্থিক কোন সম্পর্ক নেই এবং আর্থিক কোন সমস্যা এর সাথে জড়িত হলে স্নেহ, প্রীতি, ভালোবাসার প্রতীক এ বন্ধুত্বে ফাটলের সৃষ্টি হয়। দুই বন্ধুর মধ্যে আর্থিক লেন, দেন ও আদান, প্রদান চলতে থাকলে অচিরেই দুই ভ্রাতৃপ্রতিম বন্ধুর মধ্যে মনোমালিন্য দেখা দেয় এবং পরিণামে বন্ধুত্ব নষ্ট হয়। যে অর্থ মানুষের বিপদে-আপদে, দুঃখে-শোকে এত প্রয়োজনীয় সে অর্থের জন্যই আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবের বিপদে-আপদে, দুঃখে-শোকে এত প্রয়োজনীয় সে অর্থের জন্যই আত্মিয়-পরিজন, বন্ধু-বান্ধবের সাথে মানুষের মনমালিন্য দেখা দেয়, এমন কি রক্তারক্তি পর্যন্ত হয়ে থাকে। কোন ব্যক্তি যদি তার বন্ধুকে অর্থ ধার দেয় এবং পরে প্রয়োজনের সময় সে অর্থ ফেরত পেতে চায়, তখন উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। 

ফলে তাকে বন্ধু ও অর্থ উভয়ই হারাতে হয়। আর্থিক লেন-দেন মানুষের বন্ধুত্ব নষ্ট করে।

আশা করি তোমরা এই ভাবসম্প্রসারণটি বুঝতে পেরেছো। আমাদের সাথেই থাকো।

Leave a Comment