বৈদ্যুতিক তারের সোল্ডারিং ও টেপিং বলতে কি বুঝায়?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
বৈদ্যুতিক তারের সোল্ডারিং ও টেপিং বলতে কি বুঝায়?
সোল্ডারিং এর সংজ্ঞা কি? (What is wire soldering in Bengali/Bangla?)
তার বা ক্যাবল কন্ডাকটরের মধ্যে যান্ত্রিকভাবে সংযোগ দেওয়ার পর সোল্ডার ও রজনের মাধ্যমে সংযোগস্থল মজবুত, জয়েন্টের স্থায়িত্ব বৃদ্ধি ও কারেন্ট বাধামুক্ত করতে সংকর ধাতুর যে প্রলেপ দেওয়া হয়, তাকে সোল্ডারিং (Soldering) বা ঝালাই বলে।
সোল্ডারিং করার প্রয়োজনীয়তা (Necessity of Wire soldering)
বৈদ্যুতিক তার অথবা ধাতুর সংযোগস্থল/জয়েন্ট-কে শক্ত, মজবুত, স্থায়ীত্ব বৃদ্ধি করার জন্য এবং তারের নিরবচ্ছিন্নতা অর্জন এবং প্রকৃতির বা অন্য কোন অপ্রত্যাশিত কারণে ক্ষয়কারক প্রক্রিয়া হতে বিরত রাখার জন্য সোল্ডারিং এর প্রয়োজনীতা আছে।
সোল্ডারিং দুই প্রকার। যথা- (ক) সফট সোল্ডারিং (খ) হার্ড সোল্ডারিং বা ব্রেজিং সোল্ডারিং।
টিন ও লিডের সংমিশ্রণে যে সোল্ডারিং করা হয় তাকে, সফট সোল্ডারিং বলে। ৮৫০° ডিগ্রি সে : গ্রে : হতে ৯০০° ডিগ্রি সে : গ্রে তাপমাত্রায় যে সোল্ডারিং করা হয়, তাকে হার্ড বা ব্রেজিং সোল্ডারিং বলে। যেমন- পুরাতন ইলেকট্রিক্যাল সংযোগ করার জন্য ব্রেজিং সোল্ডারিং করা হয়।
নিম্নলিখিত কারণে পরিবাহী তারের সংযোগ স্থল সোল্ডারিং করা হয়।
১. বৈদ্যুতিক তারের সংযোগ স্থল যান্ত্রিকভাবে মজবুত স্থায়ীত্ব বৃদ্ধি করার জন্য।
২. জয়েন্টের স্থান ক্ষয়প্রাপ্ত না হয় সে জন্য।
৩. সংযোগস্থলে রোধ যেন বৃদ্ধি না পায় এবং নিরবচ্ছিন্নতা বৃদ্ধি পায়।
সোল্ডারিং করার বিভিন্ন পদ্ধতি
সোল্ডারিং করার বিভিন্ন পদ্ধতি বিদ্যমান। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো–
১. সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডারিং।
২. জ্বলন্ত শিখার সাহায্যে সোল্ডারিং।
৩. ডিপ সোল্ডারিং।
৪. রেজিস্ট্যান্স সোল্ডারিং।
৫. ইন্ডাকশন সোল্ডারিং।
৬. মেকানাইজড সোল্ডারিং।
৭. ফার্নেস সোল্ডারিং
উল্লিখিত পদ্ধতিগুলোর মধ্যে সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডারিং করার পদ্ধতিটি বহুলভাবে ব্যবহৃত হয়।
সোল্ডারিং করার পদক্ষেপসমূহঃ তারের সংযোগস্থল মজবুত করতে ভালো সোল্ডারিং করা প্রয়োজন। ভালো সোল্ডারিং এর জন্য নিচের পদক্ষেপগুলো ধারাবাহিকভাবে করতে হয়।
১। সংযোগস্থল ভালো করে পরিষ্কার করতে হবে।
২। সোল্ডারিং আয়রনের সঠিক মাত্রায় গরম করা।
৩। সোল্ডারিং আয়রনের বিট ফাইল, ওয়্যার ব্রাশ দ্বারা, স্পঞ্জ করে পরিষ্কার করা।
৪। সোল্ডারিং আয়রনের বিটে সোল্ডারের প্রলেপ দিতে হবে।
৫। সংযোগস্থলে উত্তপ্ত বিট প্রয়োগ করতে হবে।
৬। গরম সংযোগস্থলে ফ্লাক্স প্রয়োগ করতে হবে।
সঠিক সোল্ডারিং এর প্রয়োজনীয় শর্তসমূহঃ সোল্ডারিং ভালো করতে যে শর্তগুলো মানতে হয় সেগুলো হলো–
১. ভালো সোল্ডারিং এর জন্য জয়েন্টের স্থান পরিষ্কার হওয়া খুব দরকার।
২. সোল্ডারিং আয়রনের বিটে সঠিক তাপ।
৩. পরিষ্কার সোল্ডারিং বিট।
৪. ভালো ফ্লাক্স ও সোল্ডার ব্যবহার করতে হবে।
৫. সঠিক পরিমাণে ফ্লাক্স ও সোল্ডার ব্যবহার করতে হবে।
বৈদ্যুতিক কাজের প্রয়োজনে তারের জয়েন্ট দিতে হয়। এ জয়েন্টের স্থান নিরাপদ করতে ইনসুলেটিং টেপ দিয়ে তা মুড়ে দিতে হয়; যা টেপিং নামে পরিচিত।
টেপিং এর সংজ্ঞা কি? (What is electronic tapping in Bengali/Bangla?)
বৈদ্যুতিক তারের জয়েন্টের স্থান অপরিবাহী পদার্থ বা ইনসুলেটিং টেপ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে মোড়ানোকে টেপিং বলে। জয়েন্ট এর স্থানে কারেন্ট যেন লিক করতে না পারে, বৈদ্যুতিক শর্ট সার্কিট না হয়, বৈদ্যুতিক শক না লাগে এবং সংযোগস্থল দেখতে ভালো লাগার জন্য টেপিং করা হয়।
টেপিং এর প্রয়োজনীয়তা (Necessity of tapping)
বৈদ্যুতিক কারেন্ট বহনের লক্ষ্যে যে পরিবাহী ব্যবহার করা হয় সে পরিবাহীতে বিভিন্ন কারণে জয়েন্ট দেওয়ার প্রয়োজন হয়। সংযোগস্থল টেপিং না করে কাজ করার সময় বৈদ্যুতিক শক থেকে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। তাই টেপিং এর যে প্রয়োজনীয়তা রয়েছে নিচের বিষয়গুলো থেকে তা সহজেই জানা যাবে।
১) শর্ট সার্কিট কিংবা অন্য কোন দুর্ঘটনা থেকে রক্ষার জন্য।
২) সংযোগ স্থলকে অক্সাইড মুক্ত রাখতে।
৩) সংযোগস্থলের ক্ষয় রোধ করতে।
৪) ওয়্যারিং সার্কিটকে নিরাপদ করতে।
৫) ব্যবহারকারীর নিরাপত্তা বিধানের জন্য।
৬) সংযোগস্থল দেখেেত ভালো লাগার জন্য টেপিং এর গুরুত্ব অনেক।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”বৈদ্যুতিক তারের সোল্ডারিং ও টেপিং বলতে কি বুঝায়?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।