ভারতের ভূগোল বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
ভারতের ভূগোল বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
WBCS পরীক্ষার প্রস্তুতির জন্য ভারতের ভূগোল অংশ থেকে MCQ প্রশ্ন ও উত্তর এখানে তুলে ধরা হলো।
ভারতের ভূগোল MCQ প্রশ্ন উত্তর।
১) ভারতের দীর্ঘতম সেচ খাল হল-
A. যমুনা খাল B. শিরহিন্ড খাল
C. ইন্দিরা গান্ধী খাল D. ঊর্ধ্ব বারি দোয়াব খাল
২) নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি স্থল ভারতের বাইরে?
A. ব্রহ্মপুত্র B. বিতস্তা
C. ইরাবতী D. বিপাশা
৩) 1988 সালে উৎক্ষেপণকারী ভারতের প্রথম দূর সংবেদন উপগ্রহ হল-
A. IRS – 1A
B. INSAT – 1D
C. INSAT – 1A
D. উপরের কোনটি নয়
৪) দুটি বৃহৎ ভূখন্ড কে যুক্ত কারী সরু ভূভাগ কে বলে –
A. স্ট্রেট / Strait
B. পেনিনসুলা / Peninsula
C. কেপ / Cape
D. ইস্থমাস / Isthmus
৫) ডেকান সমভূমি অঞ্চলে যে ধরনের ক্রান্তীয় পর্ণমোচি বৃক্ষ বেশি দেখা যায়-
A. সেগুন B. শিশু
C. শাল D. স্যান্ডেল উড
৬) নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি স্থল অমরকন্টক মালভূমি?
A. নর্মদা নদী B. সন নদী
C. বেটওয়া নদী D. গোদাবরী নদী
৭) ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হল –
A. চাপোড়া বিচ B. দিউ বিচ
C. আকসা বিচ D. ম্যারিনা বিচ
৮) নিম্নলিখিত কোন নদীটি মধ্য ভারত থেকে উৎপন্ন হয়ে গঙ্গা বা যমুনায় মিলিত হয়েছে –
A. ঘর্ঘরা B. কোশী
C. গোমতী D. বেটওয়া
৯) ফারাক্কা ব্যারেজ নির্মাণের মূল উদ্দেশ্য হল-
A. কলকাতা বন্দর রক্ষা
B. উত্তর ও দক্ষিণবঙ্গ কে যুক্ত করা
C. কলকাতায় পানীয় জলের সরবরাহ করা
D. বাংলাদেশে জল পাঠানো
১০) হিরাকুদ জলাধার যে নদীর উপর অবস্থিত, সেটি হল
A. মহানদী B. গোদাবরী
C. কাবেরী D. পেরিয়ার
১১) তালা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত-
A. অরুণাচল প্রদেশ B. ভুটান
C. নেপাল D. হিমাচল প্রদেশে
১২) নিম্নলিখিত কোন রাজ্যে খালের মাধ্যমে জলসেচ ব্যবস্থার প্রচলন বেশি লক্ষ্য করা যায়?
A. তামিলনাড়ু B. মহারাষ্ট্র
C. সিকিম D. উত্তর প্রদেশ
১৩) অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল যে নামে পরিচিত, তা হল-
A. রুদ্রপ্রয়াগ B. দেবপ্রয়াগ
C. হরিদ্বার D. কেদারনাথ
১৪) ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে
A. নেপালের সাথে
B. ভুটানের সাথে
C. বাংলাদেশের সাথে
D. পাকিস্তানের সাথে
১৫) নিম্নলিখিত কোন শহর থেকে 14 কিমি দক্ষিণে জওহরলাল নেহেরু বন্দরটি অবস্থিত?
A. চেন্নাই B. মুম্বাই
C. গোয়া D. কলকাতা
১৬) নিম্নলিখিত কোন নদী তিব্বতে সাংপো নামে পরিচিত?
A. গঙ্গা নদী B. ব্রহ্মপুত্র নদী
C. সিন্ধু নদী D. তিস্তা নদী
১৭) তেহরি জলাধার যে নদীর উপর অবস্থিত-
A. অলকানন্দা B. ভাগীরথী
C. গন্ডক D. ঘর্ঘরা
১৮) সুরাট যে নদীর তীরে অবস্থিত-
A. তাপ্তি B. মহানদী
C. ভীমা D. গোদাবরী
১৯) পাল ঘাট গ্যাপ যে দুটি রাজ্যকে যুক্ত করেছে-
A. মহারাষ্ট্র ও কর্ণাটক
B. কেরালা ও তামিলনাড়ু
C. মহারাষ্ট্র ও কেরালা
D. মহারাষ্ট্র ও গোয়া
২০) কেরালা উপকূল যে নামে পরিচিত-
A. কোঙ্কন উপকূল
B. মালাবার উপকূল
C. করমণ্ডল উপকূল
D. উত্তর সরকার উপকূল
২১) বুন্দেলখণ্ড যে খনিজ সম্পদ উৎপাদনের জন্য বিখ্যাত-
A. হীরা B. অভ্র
C. কপার D. লৌহ
২২) যে সেনসাস বছরে ভারতে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায়-
A. 1931 B. 1921
C. 1911 D. 1941
২৩) নিম্নলিখিত যে বায়ুর প্রভাবে ভারতে শীতকালে শুষ্ক ও স্থির আবহাওয়ার উপস্থিতি দেখা যায়-
A. পূর্বালি জেট বায়ু
B. পশ্চিমা জেট বায়ু
C. পূর্বালী ও পশ্চিমা উভয় জেট বায়ু
D. দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু
২৪) গুরুশিখর যে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-
A. আনাইমালাই
B. নীলগিরি
C. আরাবল্লী
D. ছোটনাগপুর
২৫) বলটারো হিমবাহ অবস্থিত-
A. কারাকোরাম রেঞ্জে
B. পামির মালভূমিতে
C. হিমাদ্রি হিমালয়ে
D. শিবালিক হিমালয়ে
উত্তর:-
১ : C); ২ : A); ৩ : A); ৪ : D); ৫ : A); ৬ : A); ৭ : D); ৮ : D); ৯ : A); ১০ : A); ১১ : B); ১২ : D); ১৩ : B); ১৪ : C); ১৫ : B); ১৬ : B); ১৭ : B); ১৮ : A); ১৯ : B); ২০ : B); ২১ : A); ২২ : B); ২৩ : B); ২৪ : C); ২৫ : A);
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”ভারতের ভূগোল বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।