ভেরিক্সিম সিরাপ: আসসালামু আলাইকুম, বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ।
এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভেরিক্সিম সিরাপ এর কাজ কি,ভেরিক্সিম সিরাপ খাওয়ার নিয়ম,ভেরিক্সিম সিরাপ এর দাম,ভেরিক্সিম সিরাপ এর উপকারিতা,ভেরিক্সিম সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
ভেরিক্সিম সিরাপ এর কাজ কি?
ভেরিক্সিম সিরাপ উর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, কিডনি ও মূ*ত্রনালীর সংক্রমণ, গনোরিয়া, মধ্য কর্ণের সংক্রমণ।
ভেরিক্সিম সিরাপ খাওয়ার নিয়ম কি?
ভেরিক্সিম সিরাপ Cefixime ক্যাপসুল/ট্যাবলেটঃ ২০০ মি. গ্রা.- ৪০০ মি. গ্রা., একক বা বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন পর্যন্ত রোগের তীব্রতা অনুযায়ী সেব্য।
Cefixime সাসপেনশন তৈরীর পাউডারঃ
শিশুদের মাত্রাঃদৈনিক ৮ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে একক বা দুটি বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন পর্যন্ত সেব্য অথবা
- ১/২-১ বছর পর্যন্ত : ৭৫ মি.গ্রা.
- ১-৪ বছর পর্যন্ত ১০০ মি. গ্রাহ।
- ৫-১০ বছর পর্যন্তঃ ২০০ মি.গ্রা.
- ১১-১২ বছর পর্যন্তঃ ৩০০ মি.গ্রা.
- ১২ বছরের উর্দ্ধে : পূর্ণ বয়স্ক মাত্ৰা
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
ভেরিক্সিম সিরাপ এর দাম কত?
ভেরিক্সিম সিরাপ প্রতি পিসের দামঃ১৯৫.৫৮ টাকা
ভেরিক্সিম সিরাপ এর উপকারিতা কি?
এই ব্যাপারে কোনো তথ্য নেই।
ভেরিক্সিম সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
সাধারণতঃ সুসহনীয়। যে সব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে তার অধিকাংশই মৃদু প্রকৃতির এবং ক্ষণস্থায়ী। পরিপাকতন্ত্রে প্রতিক্রিয়াঃ ডায়রিয়া (যদি মারাত্মক আকার ধারণ করে তবে সেবন বন্ধ করা উচিত), পায়খানার রং পরিবর্তন, বমিবমি ভাব, পেটে ব্যথা, অজীর্ণতা।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রতিক্রিয়াঃ মাথা ব্যথা, ঝিমুনী হতে পারে। অন্যান্য প্রতিক্রিয়াঃ অতি সংবেদনশীল প্রতিক্রিয়া যা চিকিৎসা বন্ধ করা হলে প্রশমিত হয়।
আশা করি আপনাদের এই বিষয়টি ‘ভেরিক্সিম সিরাপ এর কাজ কি,ভেরিক্সিম সিরাপ খাওয়ার নিয়ম,ভেরিক্সিম সিরাপ এর দাম,ভেরিক্সিম সিরাপ এর উপকারিতা,ভেরিক্সিম সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।