রসিকতা নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় রসিকতা নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য রসিকতা নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤
রসিকতা নিয়ে উক্তি স্ট্যাটাস
রসিকতার ছলে অনেক সময় এমন কথাও বলে দেওয়া যায় যা আমরা গম্ভীর ভাবে বলতে পারি না।
যারা সবসময় রসিকতা করে কথা বলে, তাদের মনেও কিছু না কিছু নিয়ে দুঃখ কষ্ট থাকে, কিন্তু তারা সেই রসিক কথার আড়ালে এইসব অনুভূতি লুকিয়ে রাখার চেষ্টা করে।
যে লোক দুই কানে তুলা গুঁজে রাখে, তাকে কী বলা যায়? সাধারণ ভাবে দেখতে গেলে তাকে কিছু বলে লাভ নেই, কিন্তু মজার কথা এই যে তাকে যা ইচ্ছা তাই বলা যায়, সে তো শুনতেই পাবে না।
রসিকতা সবাই করতে পারে না, কিন্তু যারা সময় বুঝে সঠিকভাবে রসিকতায় ভরা কথাবার্তা বলতে পারে তারাই আদর জমিয়ে রাখতে পারে।
জীবনের দিনগুলো মজা করে কাটানো উচিত, কারণ কখন কার শেষ সময় এসে যাবে সেটা বলা দায়, মৃত্যুর আগে যদি জীবন উপভোগ না করা যায় তাহলে সেই জীবনের মানেই কি থাকলো?
রসিকতার মধ্যে অনেক সময় ছলনাও থাকে, কেউ চাইলে রসিকতার আড়ালে তোমায় এমন কথাও বলে যেতে পারে যা হয়তো সোজাসুজি বলা কঠিন।
বেশি হাসিখুশি থাকলে সবাই জিজ্ঞেস করে কিরে প্রেমে পড়েছিস ? আর চুপচাপ থাকলে, কিরে ছ্যাকা খেয়েছিস? মানুষের কাছে তো বোধ হয় এই দুটোই শুধু মজার বিষয়।
সবকিছু নিয়ে রসিকতা করতে করতেই দিনগুলো চলে গেলো, শেষ অবধি কি পেলাম আর কি হারালাম কিছুই বুঝতে পারছি না।
অনেকে মানুষেরই রসিকতা পছন্দ হয় না, তারা যেখানেই যায় সেখানেই ঝিমিয়ে থাকতে পছন্দ করে।
আমি খাদ্য রসিক বলে যে এক থাল খাবার একলাই গিলে খেতে পারবো এমন কোনো কথা নয়, খাদ্য রসিক তো তাদের বলে যারা ভিন্ন ধরনের খাবার খেতে আগ্রহী।
স্বভাবে কম বেশি রসিকতা থাকা চাই, নয়তো কোথাও গিয়ে কারও সাথেই মিশতে পারবে না।
আমি মা কে গিয়ে বললাম, মা আমার পকেট খরচের টাকা লাগবে। মা মজা করে আমায় উত্তর দিল, কাল থেকে লুঙ্গি পড়বি তাহলে আর পকেট খরচ লাগবে না।
যে বলেছে টাকা দিয়ে সুখ কেনা যায় না, সে জানত না কোথায় কেনাকাটা করতে হবে। – গার্ট্রুড স্টেইন
বিয়ের আগে চোখ খোলা রাখো, পরে অর্ধেক বন্ধ। – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
একজন হতাশাবাদী এমন একজন ব্যক্তি যাকে অনেক বেশি আশাবাদীর কথা শুনতে হয়েছে। – ডন মারকুইস
নারীরা পুরুষদের চেয়ে বুদ্ধিমান কারণ তারা কম জানে এবং বেশি বোঝে। – জেমস থার্বার
Also Read: আজব মানুষ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
প্রতিদিন অন্তত কয়েক মিনিট নিজের স্ত্রীর কথা শোনা উচিত। তার সমস্যাগুলি তোমার কাছে যতই বোকা হোক না কেন। – মেগান মুলালি
যাই হোক, বিয়ে করো। ভালো বউ পেলে খুশি হবে। খারাপ পেলে দার্শনিক হবেন। – সক্রেটিস
একজন মহিলা একটি চায়ের ব্যাগের মতো – আপনি তাকে গরম জলে না দেওয়া পর্যন্ত তিনি কতটা শক্তিশালী তা আপনি বলতে পারবেন না। – এলেনর রুজভেল্ট
আমাদের ভুলের জন্য হাসলে আমাদের নিজের জীবন দীর্ঘ হতে পারে। অন্য কারোটা দেখে হাসলে তাদের ছোট করা হয়। – কালেন হাইটাওয়ার
আপনি যদি নিজের উপর হাসতে কষ্ট পান তবে আমি তোমার জন্য এটি করতে পেরে খুশি হব । – গ্রুচো মার্কস
কথা বলার এবং সমস্ত সন্দেহ দূর করার চেয়ে চুপ থাকা এবং বোকা ভাবা ভাল। – আব্রাহাম লিংকন
পুরুষেরা মেয়েদের বিয়ে করে এই আশায় যে তারা কখনই বদলাবে না। নারীরা পুরুষদের বিয়ে করে এই আশায় যে তারা পরিবর্তন হবে। সর্বদা তারা দুজনেই হতাশ। – আলবার্ট আইনস্টাইন
একঘেয়েমির নিরাময় হল কৌতূহল। কৌতূহলের কোন প্রতিকার নেই। – ডরোথি পার্কার
মজার কথা বলতে জানাটাই শেষ নয়, কখন কোথায় কী বলতে হবে সেটাও জানা থাকা উচিত, যেখানে সেখানে যা কিছু বলে দিলেই হয় না, সবাই তো সবটা মেনে নিতে পারে না।
অনেক সময় মজা কখন সাজা হয়ে যায় টের পাওয়া যায় না, তাই সব ক্ষেত্রেই কিছুটা সাবধান থাকা উচিত।
কারও বিবাহবিচ্ছেদ হতে দেখলে অনেকেই অনেক কথা বলে, বিভিন্ন নতুন কারণ তৈরি করতে চেষ্টা করে, কিন্তু মজার বিষয় তো এই যে, বিবাহবিচ্ছেদের প্রধান কারণ হল বিবাহ।
আমি মোটেই রসিক নই, তাইতো যেখানেই যাই মানুষ আমার থেকে দূরে সরে থাকে।
আমাদের সমাজে একটা বিষয় খুব মজার, যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে !!
মজায় মজায় হয়তো দিন কেটে যাবে, কিন্তু শেষে নিজের ঝুলিতে হয়তো কিছুই আসবে না।
আমার কাছে মজার কথা বলার মত অনেক বিষয় আছে, কিন্তু সেই কথাগুলো শুনানোর মত কাউকে পাই না।
ছোটবেলা থেকে শুনেছি, জন্ম মৃত্যু বিয়ে সব ভগবানের হাতে, মজার ব্যাপার তো এই যে এসবের মাঝখানে আমার প্রেমটা হয়ে গেলো এক পেত্নীর সাথে।
আমার কাছে তোমার ওই রসিক স্বভাব খুব পছন্দের, তাই তো যখনই সুযোগ পাই তোমার সাথেই সময় কাটাতে চলে আসি।
আমার মনটা এতো পরিস্কার হওয়ার একটা মজার কারণ আছে, ছোটবেলায় গুঁড়ো দুধ ভেবে একবার গুঁড়ো সাবান খেয়ে নিয়েছিলাম, তাই হয়তো এমন পরিষ্কার মনের মানুষ।
মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন রাস্তায় কোনো ঝগড়া দেখলে দাঁড়াবেই, ঝগড়াদেখার মজাটাই যে আলাদা.!
সবসময় রসিকতা করলে মানুষ পছন্দ করে না, সময়, স্থান ও মানুষ বুঝে রসিকতা করতে হয়।
রসিকতা করে জীবন কাটিয়ে দিলে তো চলবে না, জীবনে এগিয়ে যেতে যা কিছু প্রয়োজন তার সবটাই কম বেশি করতে হবে।
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে রসিকতা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।