রেখা কাকে বলে: আমরা আজকে জানবো রেখা কাকে বলে? এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন প্রশ্নের উত্তর পেতে আমাদের । আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন আমাদের MyArfan.com Website থেকে। আর হ্যা, এই পোস্ট গুলো official-result.com Website থেকে নেওয়া। তাই সব Credit তাদের রইলো।
রেখা কাকে বলে
রেখা: একটি লেখা হলো কতগুলো বিন্দুর সেট ডিজে বিন্দুগুলো উভয়দিকে একদম সোজা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত।
একটু অন্যভাবে বললে: লেখাগুলো প্রস্থ বা বেদিন উভয়দিকে অসীম পর্যন্ত বিস্তৃত একটি সোজা দৈর্ঘ্য। রেখা যেহেতু থেকে বরাবর সোজা শুটিং পর্যন্ত বিরাজমান তাই এর কোন প্রান্তবিন্দু নেই।
সুতরাং রেখার কেবল দৈর্ঘ্য আছে এর কোন প্রস্থ বা বেধ নেই। তাই লেখা একমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত।অর্থাৎ সাধারণ ভাবে বললে “বিন্দু চলার পথকে রেখা বলা হয়।”
আশা করি এই রেখা কাকে বলে? প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পেরেছেন। যদি আমাদের এই পোস্ট থেকে একটু হলোও উপকারি হোন তাহলে আমাদের আরো পোস্ট ভিসিট করুন।
Also Read: রেখা কাকে বলে?