আমরা বিভিন্ন রকমের ছবি খোজার চেস্টায় নিয়োজিত আছি। তার মধ্যে একটি হলো শুভ সন্ধ্যা ছবি। আপনি চলে এসেছেন একদম সঠিক পোস্টে। আমরা প্রতিদিন এই পোস্টে নতুন নতুন শুভ সন্ধ্যা পিকচার বা ছবি আপলোড করে থাকি। আমাদের অনেকেরই সোশ্যাল মিডিয়াতে শেয়ারের জন্য কিংবা অন্যান্য বিভিন্ন কাজের জন্য এসব শুভ সন্ধ্যা ছবি দরকার হয়ে থাকে। তাহলে দেখে নিন আমাদের আপলোড করা ভালো ছবি বা পিকচার কালেকশনটি। {শুভ সন্ধ্যা ছবি}
উল্লেখ্য যে, এসব ছবি নিজে আমরা তুলি না এবং প্রায় সব ছবি বা পিকচার বিশেষ করে শুভ সন্ধ্যা ছবি অনলাইন থেকে সংগ্রহ করে থাকি। পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে অবশ্যয় শেয়ার করতে ভুলবেন না।
See more: ব্যাকগ্রাউন্ড পিক
See more
শুভ সন্ধ্যা কি?
সন্ধ্যা হচ্ছে সূর্যাস্তের ঠিক কয়েক মুহূর্ত পরে গোধূলির সময়ে রাতের ঠিক আগের অবস্থান। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় সন্ধ্যা হচ্ছে সেই সময়টি যা ঠিক সূর্যাস্তের পর ও রাতের ঠিক আগে ঘটে। সন্ধ্যার মধ্যবর্তী পর্যায়ে আকাশ বেশ পরিষ্কার থাকে যখন কৃত্রিম আলোকসজ্জা ছাড়াই বাইরে পড়ার জন্য পর্যাপ্ত আলো থাকতে পারে। সন্ধ্যার শেষদিকে যখন পৃথিবী এমন একটি বিন্দুতে অবস্থান করে যখন তার কেন্দ্র স্থানীয় দিগন্তের ৬ ডিগ্রি অবস্থান থাকে, সেই সময় বাইরে সাধারণভাবে কোন কিছু পড়া যাবে না, কৃত্রিম আলোকসজ্জা প্রয়োজন হয়। গোধূলি বাসন্ধ্যা শব্দটি সাধারণত জ্যোতির্বিজ্ঞানকেন্দ্রিক সন্ধ্যা বা রাত শুরু হওয়ার আগের গোধূলির অন্ধকার অবস্থানকে বোঝায়।