সৌন্দর্য নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় সৌন্দর্য নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য সৌন্দর্য নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤
- সৌন্দর্য নিয়ে অহংকার
- সৌন্দর্য নিয়ে উক্তি
- সৌন্দর্য নিয়ে ক্যাপশন
- সৌন্দর্য নিয়ে কবিতা
- সৌন্দর্য নিয়ে ইসলামিক বানী
- সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস
- সৌন্দর্য নিয়ে প্রশংসা
সৌন্দর্য নিয়ে উক্তি স্ট্যাটাস
তোমার কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য হার মানে।তুমি কি জান? তোমার হাসিতে মুক্তা ঝরে।তুমি কি জান? তোমার খোপার হলুদ পুষ্প পৃথিবীর মেঘমালা সরিয়ে ঝকঝকে রোদ আনে।
তোমার সুন্দরতা কি গ্রীষ্মেরই মতো? না, তুমি মধুরতর; বেশি মনোরম। বাতাসে ঝরে – মে মাসে ফুল ফোটে যত; আর গ্রীষ্মের স্থায়িত্ব বড়ই যে কম।
কোনো একজন ব্যক্তির প্রকৃত সৌন্দর্য তার আত্মায় প্রতিফলিত হয়।
সৌন্দর্যের উজ্জ্বলতার কাছে অন্তরের প্রজ্ঞা আজ অন্ধকারে আচ্ছন্ন।
আমাদের দেহের আসল সৌন্দর্য হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঠিক তেমনই মনের আসল সৌন্দর্য হলো সর্বদা সত্য কথা বলা।
নগ্নতা অতীব সুন্দর, তবে সৌন্দর্য প্রকাশের জন্য নগ্ন হওয়ার প্রয়োজন পড়ে না।
সৌন্দর্য কাকে বলে,এর সংজ্ঞা বহুজন বহুভাবে দিয়েছেন,আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা বড্ড সহজ,সৌন্দর্য মানেই তুমি, জানুক সকলে!হ্যাঁ, আমি গলা ফাটিয়ে বলি আজ,বজ্রপাতের মতন উচ্চ স্বরে,তুমিই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী,আমার এ বলাতে নেই কোনও লাজ!সুন্দর নেয় শ্বাস তোমার অন্তরে,তুমি ছাড়া সৌন্দর্য বাঁচে কি করে?
সৌন্দর্যবোধে আজ ছেয়ে আছে শোকাহত ছায়া, স্বার্থপরতার ভবে অনুভাবিত বাঁধনহীন মায়া ৷
বাস্তব সৌন্দর্যই একমাত্র সত্য হয়।
মনে ভাসে দূর আকাশে মিটমিট করে জ্বলে ওঠা, আমার প্রিয়,অন্ধকারের বুকে অপরূপ সৌন্দর্যের নিগূঢ় রহস্য, দেখতে থাকি উন্মুখ হয়ে!! মন হয় শান্ত।
তুমি সুন্দর, তুমি সুন্দরী! তুমি সৌন্দর্যের ফুল নগরী! আমি সেই নগরের নাগরিক…আমি সেই পথে হেঁটে যাওয়া লাওয়ারিশ পথিক।
ঐ হাতের কঙ্কন যেন রিনিঝিনি শব্দ বাজায়, রূপের ঝলকে যেন বিজলি চমকায় যেমন তোমার মাথার ঘন কালো চুল, তোমার সৌন্দর্যের তুলনা করলে হবে না’কো ভুল।
তোমার সৌন্দর্যের বর্ণনা বললে তুমি মানবে না।সাদা কাশফুলে ভরে যায় যেমন শরতের নদীর কূলে, শিউলি ফুল ঝরে ঝরে ভরে যায় যেমন গাছের তলে, তুমি তার থেকেও সুন্দর।
পৃথিবীর সব চেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না, এমনকি ছোঁয়াও যায় না – তবে সেই সৌন্দর্য্য অবশ্যই হৃদয় দিয়ে অনুভব করতে হয়।
কারও জীবনের বড় দুটি পুরষ্কার হচ্ছে সৌন্দর্য এবং সত্য।
আপনার মধ্যে যা ক্ষমতা আছে তার বহিঃপ্রকাশ ঘটিয়ে আরও বাড়তে দেয়ার নামই হলো সৌন্দর্য ।
আমাদের আসল সৌন্দর্য ভিতর থেকে আসে।
নারী তোমার মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে, জানিনা, কিসের দহনে, কিসের বিরহে জ্বলে পুড়ে হই ছাই। স্বপ্নের রঙ্গে সাজিয়েছি বাসর, তুমি যে হেথায় নাই। আমার ভবিষ্যত তুমি যার স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী।
তোমায় দেখে মরে যাওয়া নদীও পায় উদ্দীপনা..ফের এক নতুন বেগে বয়ে চলে।তোমার সৌন্দর্যের মহিমায় মুগ্ধ হয়ে ..সাদা বলাকা উড়ে দলে দলে।
বসুন্ধরা ভগবানের এক সৃষ্টি তারই একটি সামান্য অংশ বৃষ্টি ।। বর্ষার শেষে ধুয়ে সব কিছুর বাড়ে সৌন্দর্য পরিবেশেরও বেড়ে যায় মাধুর্য ।। চারদিক ভরে যায় সবুজ বনে ৷ আনন্দ আসতে থাকে সকলের মনে ৷ ৷
চাঁদনী রাতের আলোর খেলায় চতুর্দিক আজ সজ্জিত। দেখো নিত্যনতুন কুহোকে প্রকৃতি সত্যিই সুন্দরী ওই বীরাঙ্গনা, সৌন্দর্য্য তার অবগুণ্ঠিত কুহেলিকার মোড়কে ললাটে তার বিজয় তিলক, নৃত্যাঙ্গনা বসুন্ধরা আজ প্রকৃত অর্থেই পরাক্রমী। কিন্তু হায়!!বিদ্যমান থাকবে কি এই শোভাযাত্রা!! উত্তরের অপেক্ষায় আজও হাসেন অন্তর্যামী।
সৌন্দর্যটা বর্ণনাতীত, চোখের কাজলে ঝরুক শ্রাবণ, চাঁদেরও যে কলঙ্ক আছে, জোৎস্নার স্নিগ্ধতায় নামুক প্লাবন।
কোনো দু’জন রূপবতী মেয়ের মধ্যে তুলনা করা চলে না, কারণ এক এক জনের সৌন্দর্য ভিন্ন এবং অনন্য রকম। কেউ যদি নদীর মতো হয়, তবে কেউ হয় অরন্যের মতো, আবার কেউ হয় আকাশের মতো।
জীবনের দুটি বড় পুরষ্কার হচ্ছে সৌন্দর্য এবং সত্য, প্রথমটি আমি আমার হৃদয়ে পেয়েছি এবং দ্বিতীয়টি পরিশ্রমের মাধ্যমে পেয়েছি । — খলিল জিবরান
কোন মহিলা যতই ফর্সা হোক, সেটা কোন ব্যাপার না, যদি তার মুখ জুড়ে সত্য এবং সততা লিখিত থাকে তবে সে সুন্দর । — এলেনোর রুজভেল্ট
আজকের দিন টি অত্যাধিক সুন্দর, আজকের মত এমন সুন্দর দিন আগে কখনো দেখি নি ।
— মায়া অ্যাঞ্জেলু
সেই লোক কে সুন্দর বলা যায় না, যার অন্তর কুৎসিত । — এইচ আর এস
সৌন্দর্য হলো আত্মার দীপ্তি । — আসাদ মিয়া
বাস্তব সৌন্দর্য নিজের কাছে সত্য হতে পারে । — লায়েটিয়া কাস্টা
আপনার অভ্যন্তরীণ আধ্যাত্মিক সৌন্দর্যের যত্ন নিন। এটি আপনার চেহারায় প্রতিফলিত হবে । — ডলোরেস দেল রিও
আপনার যা আছে তা বাড়তে দেয়ার বিষয়ই হলো সৌন্দর্য । নিজেকে আলোকিত করুন । — জেনেল মোনা
রূপের চেয়ে মন সুন্দর করা ভালো, রূপের নয় মনের সৌন্দর্যে গর্বিত হওয়া ভালো …রূপচর্চা ছেড়ে মনচর্চা করা ভালো কেননা রূপ নয় মন সারাজীবন থাকবে।
বাইরের সৌন্দর্য তো কিছুদিনের, কিন্তু মনের সৌন্দর্য তো সারাজীবনের।
কাউকে ভালোবাসার আগে, তার বাইরের সৌন্দর্য না দেখে বরং অন্তরের সৌন্দর্য দেখা উচিৎ ।
নিজের অভ্যন্তরীণ আধ্যাত্মিক সৌন্দর্যের যত্ন নিন। দেখবেন এটি আপনার চেহারায়ও প্রতিফলিত হবে ।
পাহাড় ছুঁলে প্রেমিক, আর সাগর ছুঁলে নাবিক, পাহাড়ের স্নিগ্ধতা আর সাগরের বিশালতা, বনের গহীনতা যেন বসুন্ধরার অবারিত সৌন্দর্যতা, সৌন্দর্য যেন অম্লানতৃপ্ত হল আমার মন ৷ ৷
শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি, আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমাসূত্রে বুনিছে বসন। সঁপিয়া তোমার ‘পরে নূতন মহিমা, অমর করিছে শিল্পী তোমার প্রতিমা।
আমি অসংখ্য বার অসংখ্য উপমায় তোমার সৌন্দর্যের প্রসংশা করি, আমি কোনো উপলক্ষ পাই কিংবা না পাই…বার বার শুধু বলি ভালোবাসি।
চাঁদের গায়ের কলঙ্কের দাগ তার দীপ্তিময় সৌন্দর্যের রূপে আচ্ছাদিত, তবে নারীর রূপের সৌন্দর্য আজও কেন করতে পারেনি নারীর অন্তরে লাগা দাগগুলোকে প্রলিপ্ত?
সৌন্দর্য যার যার নজরে থাকে, সকলের কাছে একই জিনিস সুন্দর লাগবে এমন কোনো কথা নেই।
সবকিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তা দেখতে পারেনা না।
সৌন্দর্য তখনই শুরু হয়, যখন আপনি নিজেকে বুঝতে পারেন এবং নিজেকে ভালোবাসতে পারেন ।
সৌন্দর্য তো একটা চলমান রাশি, যাকে সময় পাল্টে দেয় যেমন খুশি। তবু তো মন ক্ষনিকের সৌন্দর্যে মজে, তা হারিয়ে গেলে নীরবে অবকাশ খোঁজে।
সত্য বাঁধনকেই মানে, আনন্দ বাঁধন মানে না। এইজন্য বিশ্বপ্রকৃতিতে সত্যের মূর্তি দেখতে পাই নিয়মে, এবং আনন্দের মূর্তি দেখি সৌন্দর্যে।
আসল সৌন্দর্য কারও রূপে নয়, বরং কথা আর কাজের মধ্যেই লুকিয়ে থাকে।
সৌন্দর্য হল শক্তি; আর হাসি হলো তার তলোয়ার ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়…সেকি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
তুমি সুন্দরও যদি নাহি হও, তাই বলে কি-বা যায় আসে..প্রিয়ার কি রুপ সেই জানে সেই জানে
ওগো, যে কখনও ভালোবাসে
প্রত্যেকটি জিনিসেরই নিজস্ব সৌন্দর্য আছে, অনুভবের স্বচ্ছ প্রতিচ্ছবি সকলের আছে ।
কোন একজন মহিলা যতই ফর্সা হোক না কেন, সেটা কোনো সৌন্দর্যের ব্যাপার না, তবে যদি তার মুখ জুড়ে সত্য এবং সততা লিখিত থাকে তবেই সে সুন্দর ।
আজকের দিন টি যেন অত্যাধিক সৌন্দর্য্য পরিপূর্ণ, আজকের মত এমন সুন্দর দিন আমি আগে কখনো দেখি নি।
জাগ্রত হোক মানব চেতনা, বুঝতে শিখুক তারা প্রকৃতির এই আকুল বেদনা, বৃক্ষ নিধনের করুক রোধ, প্রকৃতির ধ্বংস লীলার মহাযজ্ঞের করো বিরোধ, নিজেরা যদি বাঁচতে চাও সুস্থ প্ৰাণে, প্রকৃতির সৌন্দর্য্যকে তবে বাঁচতে দাও সসম্মানে।
তোমার সৌন্দর্যে মোহিত হয়েছি, তোমার সৌন্দর্যে নিজের লাজ শরম হারিয়েছি, তোমার সৌন্দর্যের আলোকে যেন বারংবার আমি আলোকিত হচ্ছি।
যার অন্তর কুৎসিত হয় সেই লোকের মধ্যে কোনো সৌন্দর্য থাকেনা।
তোমার ঠোঁটের সৌন্দর্য লিপস্টিকে নয়, হাসিতেই লুকিয়ে আছে।
সৌন্দর্য হলো নিজের আত্মার দীপ্তি।
আপনি যা করতে পছন্দ করেন তাই হোক আপনার সৌন্দর্য । — রুমি
দেহের আসল সৌন্দর্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর মনের আসল সৌন্দর্য হলো সত্য কথা বলা ।— এইচ আর এস
নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হচ্ছে, সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা। — আল হাদিস
সবকিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তা দেখে না । — কনফুসিয়াস
সৌন্দর্য তখনই শুরু হয়, যখন আপনি নিজের হতে পারেন । — কোকো চানেল
আসল সৌন্দর্য ভিতর থেকে আসে। — এটিজিডাব্লু
একজন ব্যক্তির প্রকৃত সৌন্দর্য তার আত্মায় প্রতিফলিত হয়। — অড্রে হেপবার্ন
আপনি যখনই চারপাশে সৌন্দর্য তৈরি করছেন, তখনই আপনি নিজের আত্মাকে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন । — অ্যালিস ওয়াকার
সৌন্দর্য শক্তি; হাসি হলো তার তলোয়ার । — জন রে
Also Read: অপেক্ষা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
সৌন্দর্য এর কোন কারণ হয় না। — এমিলি ডিকিনসন
সৌন্দর্য নিয়ে কবিতা
তোমাতে সৌন্দর্য বিশ্রাম নেয়
তোমার উরুতে সৌন্দর্য বিশ্রাম নেয়,
তুমি যখন আফ্রোদিতির মত যাও হেঁটে,
পাড়ার প্রতিটি মানুষ ছবির মত থমকে দাঁড়ায়!
সবার চোখজোড়া থাকে স্থির হয়ে তোমাতে!
তোমায় এক পলক দেখার সাধে,
হয়তো সূর্যেরও তর সয় না,
তোমাকে দেখার তরে,
তুমি কি তা বোঝো না?
বুঝেও না বোঝার ভান করো নিশ্চয়ই!
যত দেখি তোমায়, ততই আমি মুগ্ধ হই!
সৌন্দর্য নিয়ে প্রশংসা
নারী তোমার
আকুল মায়া লুকিয়ে আছে মোর হৃদয় তলে
নারী তোমার মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে,
জানিনা, কিসের দহনে, কিসের বিরহে জ্বলে পুড়ে হই ছাই
স্বপ্নের রঙ্গে সাঁজিয়েছি বাসর, তুমি যে হেথায় নাই।
নারী তুমিহীনা,
জগৎ সংসারে নর যে বড় অসহায়
জন্মের লগ্নে থেকে বেঁচে আছি তোমারী করূনায়
“জননী হইয়া গড়েছো জীবন, রমনী হইয়া সাঁজাও
দৃষ্টি চরাচরে, হৃদয় অগোচরে, জানিনা তুমি যে কি চাও”।
সত্যিকারের সৌন্দর্য মনের চোখ দিয়েই দেখা যায় । – জওবার্ট
চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল,
লজ্জায় রাঙ্গা হয়ে থাকে তার গাল.
কখনো সাজে না, কাজলও পরে না,
তবু রূপেরই বাহার।
নারী তুমি
আমার হৃদপিন্ডের একটি মহাখন্ড
তুমিহীনা এই জীবন যেন মহাপ্রলয়ের লন্ড-ভন্ড
তুমি লজ্জাবতীর লাজ, ফুলশয্যার সাজ, তুমি ধ্রুবতারার আলো
কোটি নক্ষত্রের মাঝে তুমিই শুধু আমার হৃদয়ে সুখের প্রদীপ জ্বালো।
আমার ভবিষ্যত তুমি
যার স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী।
কোনো দু’জন রুপবতী মেয়ের ভেতর তুলনা চলে না। একেক জনের সৌন্দর্য একেক রকম। কেউ নদীর মতো, কেউ অরন্যের মতো, আবার কেউ আকাশের মতো।
সবকিছু ভুলে যাই, কিন্তু তোমার ঠোঁটের ঐ হাসি কখনই ভুলে যেওযার না।
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে সৌন্দর্য নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।