হরিপদ কাপালি কে? [নতুন তথ্য]

হরিপদ কাপালি কে?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।

হরিপদ কাপালি কে? [নতুন তথ্য]

হরিপদ কাপালি কে?

১৯৯৬ সালে উদ্ভাবন করেন নতুন প্রজাতির এক ধান। তার নামের সঙ্গে মিল রেখেই এ ধানের নামকরণ করা হয় ‘হরিধান’। হরিধান একটি বিশেষ জাতের উচ্চ ফলনশীল ধান। এ আবিষ্কারের সূত্র ধরে সারাদেশে ছড়িয়ে পড়ে তার নাম। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয় তার এই নতুন প্রজাতির ধান আবিস্কারের কথা। হরিপদ কাপালি স্থানীয় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণস্বাস্থ্যকেন্দ্র, ঢাকা রোটারি ক্লাবসহ বিভিন্ন সংস্থা থেকে প্রায় ১৬টি পদক পেয়েছেন। যে সাধারন কৃষক তাঁর অসাধারণ মেধায় এই দেশের মানুষকে দিয়ে গেছেন এদেশেরই এক উচ্চ ফলনশীল ধান, তাঁকে মনে রাখার কেউ আছে কী?

২০১৭ সালের ৬ জুলাই প্রয়াত হন হরিপদ কাপালি। ভাতের প্রতিটি দানার সমান পুন্য দিয়ে, মহান স্রষ্টা যেন তাঁর আত্মাকে শান্তিতে রাখেন।

আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”হরিপদ কাপালি কে?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।

Leave a Comment