৮৫৬+ ৩য় শ্রেণীর এক কথায় প্রকাশ সকল জিনিস একসাথে

কেমন আছো বাচ্চারা, আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলো দেখে নেওয়া যাক কিছু ৩য় শ্রেণীর এক কথায় প্রকাশ। তোমাদের পড়াশোনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এক কথায় প্রকাশ। তাই আজকে তোমাদের এই বিষয়ে কিছু ধারণা দেব। আমরা এসব তথ্য ইন্টারনেট থেকে নিয়ে এসেছি।

বাক্য সংক্ষেপণ/এক কথায় প্রকাশ/বাক্য সংকোচন:একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে।

এক কথায় প্রকাশ ৩য় শ্রেণীর

মাদের জন্য কিছু ২য় শ্রেণীর এক কথায় প্রকাশ।

অকালে পক্ব হয়েছে যা—অকালপক্ব।
😇 অক্ষির অগোচরে—পরোক্ষ।
😇 অক্ষির সম্মুখে—প্রত্যক্ষ।
😇 অগ্রে গমন করে যে—অগ্রগামী।(৩য় শ্রেণীর এক কথায় প্রকাশ)

😇 অনেকের মধ্যে একজন—অন্যতম।
😇 অনুসন্ধান করার ইচ্ছা— অনুসন্ধিৎসা।
👉 পশ্চাতে গমন করে যে—অনুগামী।
👉 অবশ্যই যা ঘটবে—অবশ্যম্ভাবী।
👉 অভিজ্ঞতার অভাব যার— অনভিজ্ঞ।
😇 অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ।
😇 অতি শীতলও নয় অতি উষ্ণও নয়—নাতিশীতোষ্ণ।
😇 অগ্রে জন্মগ্রহণ করেছে যে—অগ্রজ।
😇 অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন—দুর্ভিক্ষ।

👉 অহংকার করে যে—অহংকারী।
👉 অহংকার নেই এমন—নিরহংকার।
👉 অল্প ব্যয় করে যে—মিতব্যয়ী।
👉 আকাশ পথে যে যান ব্যবহার করা যায়—নভোযান।
👉 আচারে নিষ্ঠা আছে যার— আচারনিষ্ঠ।
👉 আদি থেকে অন্ত পর্যন্ত—আদ্যন্ত।
👉 আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।
😇 আমিষের অভাব—নিরামিষ।
😇 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার— আস্তিক।
😇 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার— নাস্তিক।
😇 আকাশে ওড়ে যে—খেচর।

😇 উপায় নেই যার—নিরুপায়।
😇 উপকার করেন যিনি—উপকারক।
😇 উপকারীর উপকার স্বীকার করা— কৃতজ্ঞতা
😇 ইতিহাস জানেন যিনি— ইতিহাসবেত্তা।
😇 ইন্দ্রিয়কে জয় করেছে যে—জিতেন্দ্রিয়।
😇 ক্ষণকালের জন্য স্থায়ী—ক্ষণস্থায়ী।(৩য় শ্রেণীর এক কথায় প্রকাশ)

সহজ কিছু এক কথায় প্রকাশ ৩য় শ্রেণীর

👉 কল্পনা করা যায় না এমন— অকল্পনীয়।
👉 খাওয়ার ইচ্ছা—ক্ষুধা।
👉 গরুর ডাক—হাম্বা।
👉 চোখে যার লজ্জা নেই— চশমখোর।
👉 জন্ম থেকে আরম্ভ করে—আজন্ম।
👉 জানা আছে যা—জ্ঞাত।
👉 জানা নেই যা—অজ্ঞাত।
👉 জলে ও স্থলে চরে যে—উভচর।
👉 জায়া ও পতি—দম্পতি।
👉 জীবন পর্যন্ত—আজীবন।
😇 একই গুরুর শিষ্য—সতীর্থ।
😇 একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট— একাগ্রচিত্ত।
😇 একই সময়ে—যুগপৎ।
😇 একই সময়ে বর্তমান— সমসাময়িক।
😇 একই মাতার উদরে জন্ম যাদের— সহোদর।

তুলনা হয় না এমন—অতুলনীয়।
😇 তিন রাস্তার মোড়—তেমাথা।
😇 তাল ঠিক নেই যার—বেতাল।
😇 ত্রি (তিন) ফলের সমাহার—ত্রিফলা।
👉 দমন করা যায় না এমন—অদম্য।
👉 দিনের মধ্যভাগ—মধ্যাহ্ন।
👉 দিনে যে একবার আহার করে—একাহারী।
👉 দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন।
👉 দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।
👉 দূরে দেখে না যে—অদূরদর্শী।

এক কথায় প্রকাশ

👉 নষ্ট হয় যা—নশ্বর।
👉 নিশাকালে চরে বেড়ায় যে—নিশাচর।
👉 নদীমাতা যার—নদীমাতৃক।
👉 নূপুরের শব্দ—নিক্বণ।
😇 নতুন কিছু তৈরি করা—উদ্ভাবন।
😇 নিজের অধিকার—স্বাধিকার।
😇 নষ্ট হয়ে যাওয়া জিনিসের গাদা—আবর্জনা।
😇 নিজের ইচ্ছায়—স্বেচ্ছায়।
😇 পরের অধীন—পরাধীন।
😇 পা থেকে মাথা পর্যন্ত—আপাদমস্তক।
😇 পান করার ইচ্ছা—পিপাসা।
😇 প্রতিভা আছে যার—প্রতিভাবান।
😇 পরিহার করা যায় না এমন—অপরিহার্য।
😇 পান করার যোগ্য—পেয়।(৩য় শ্রেণীর এক কথায় প্রকাশ)
👉 প্রহরা দেয় যে—প্রহরী।
👉 পাখির কলরব—কূজন।
👉 পান করার ইচ্ছা—পিপাসা।
👉 পা হতে মাথা পর্যন্ত—আপাদমস্তক।
👉 পেছনে সরে যাওয়া—পশ্চাদপসরণ।
👉 প্রাণ আছে যার—প্রাণী।
👉 ফল পাকলে যে গাছ মরে যায়—ওষধি।
👉 বাঘের ডাক—গর্জন।
👉 বয়সে সবচেয়ে ছোট—কনিষ্ঠ।
👉 বয়সে সবচেয়ে বড়—জ্যেষ্ঠ।
😇 বেশি কথা বলে যে—বাচাল।
😇 বরণ করার যোগ্য—বরণীয়।
😇 বিচার নেই এমন—অবিচার্য।
😇 ব্যাকরণ জানেন যিনি—বৈয়াকরণ।
😇 বীরদের মধ্যে শ্রেষ্ঠ—বীরশ্রেষ্ঠ।
😇 বেঁচে আছে এমন—জীবিত।
😇 বিনা পয়সায়—মুফত/মাগনা।
😇 বিভিন্ন জাতি সম্পর্কীয়—বহুজাতিক।
😇 বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে—উপগ্রহ।
😇 ভয় নেই যার—নির্ভীক।
👉 ভিক্ষার অভাব—দুর্ভিক্ষ।
👉 ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন — ভাষাবিদ।
👉 ভোজন করতে ইচ্ছুক—বুভুক্ষু।
👉 ভাবা যায় না এমন—অভাবনীয়।
👉 ভ্রমরের গান—গুঞ্জন।
👉 মধুর ধ্বনি—মধুরা।
👉 মরণ পর্যন্ত—আমরণ।
👉 মৃতের মতো অবস্থা—মুমূর্ষু।
👉 মেধা আছে যার—মেধাবী।
👉 ময়ূরের ডাক—কেকা।
😇 মায়ের মতো যে ভূমি—মাতৃভূমি।
😇 মিষ্টি কথা বলে যে—মিষ্টভাষী।😇 যে জামাই শ্বশুরবাড়ি থাকে— ঘরজামাই।
😇 যে মেয়ের বিয়ে হয়নি—অনূঢ়া।
😇 যে পরে জন্মগ্রহণ করেছে—অনুজ।
😇 যে জমিতে দুবার ফসল হয়—দো-ফসলা।
👉 যে সংবাদ বহন করে—সাংবাদিক।
👉 যে অত্যাচার করে—অত্যাচারী।
👉 যে শব্দ বাধা পেয়ে ফিরে আসে— প্রতিধ্বনি।
😇 যে গাছ অন্য গাছের ওপর জন্মে— পরগাছা।(৩য় শ্রেণীর এক কথায় প্রকাশ)
😇 যে নারীর পুত্রসন্তান হয়নি—অপুত্রক।
😇 যে পরিণাম বোঝে না— অপরিণামদর্শী।
😇 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না—বনস্পতি।
👉 যে অন্যের অধীন নয়—স্বাধীন।
👉 যে নৌকা চালায়—মাঝি।
👉 যেখানে লোকজন বাস করে— লোকালয়।
👉 যে উপকারীর উপকার স্বীকার করে —কৃতজ্ঞ।
👉 যে হিংসা করে—হিংসক।

😇 যা সহজে ভেঙে যায়—ভঙ্গুর।
😇 যা বালকের মধ্যেই সুলভ—বালসুলভ।
😇 যা লাফিয়ে চলে—প্লবগ।
😇 যা বুকে হাঁটে—সরীসৃপ।
😇 যা বলার যোগ্য নয়—অকথ্য।
😇 যা চুষে খাওয়া যায়—চুষ্য।
👉 যা জলে জন্মে—জলজ।
👉 যা দেখা যাচ্ছে—দৃশ্যমান।
👉 যে উপকারীর অপকার করে—কৃতঘ্ন।
👉 যে বিদেশে থাকে—প্রবাসী।
😇 যে আকাশে চরে—খেচর।(৩য় শ্রেণীর এক কথায় প্রকাশ)
😇 যা মর্ম স্পর্শ করে—মর্মস্পর্শী।
😇 যা সহজে লাভ করা যায়—সুলভ।
😇 যা সহজে লাভ করা যায়—সুলভ।

২য় শ্রেণীর সকল এক কথায় প্রকাশ


Leave a Comment