ভালো লাগা নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে ভালো লাগা নিয়ে উক্তি আমাদের সবার প্রিয়। উক্তি আমাদের জীবনকে নতুন করে জাগিয়ে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া উচিত। কেনও বা প্রিয় হবে না, কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য ভালো লাগা নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস। যা আপনাদের খুবই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤❤
ভালো লাগা নিয়ে উক্তি স্ট্যাটাস
কোনো কিছু করতে গিয়ে সেই কাজটা সঠিক ভাবে হওয়ার মাঝে একটা আলাদা রকম ভালো লাগা ও তৃপ্তি কাজ করে, যা আমাদের আরো আগ্রহী ও উৎসাহিত করে তুলে।
কোনো বিষয়ে ভয় পাওয়া বা খারাপ লাগা খুব জরুরী, কারণ এই দুটো অনুভূতিই একজনকে ভালো লাগা অনুভব করাতে পারে।
নিজেকে নিয়ে ভালো লাগা অনুভূত হওয়ার একটি উপায় হলো নিজেকে ভালোবাসা এবং নিজের খেয়াল রাখা, যত্ন নেয়া।
— গোল্ডি হোন
ভালো লাগা এর চেয়ে ভালো দেখানোই বেশি উত্তম বিষয়।
— ফারনান্ডো লামাস
জয় কিংবা,পরাজয়। আমার সর্বদাই আমার নিজের সম্পর্কে ভালো লাগা কাজ করে। কেননা সেটাই গুরুত্বপূর্ণ।
— ম্যারি ডক্টার
জয় হোক কিংবা পরাজয়, সর্বদাই আমার নিজের সম্পর্কে একটা ভালো লাগা কাজ করে, কেননা সেটাই গুরুত্বপূর্ণ, নিজেকে না ভালোবাসলে জয়কেও পরাজয় বলে মনে হয়।
প্রথম দেখে ভালোলাগা এলোমেলো মন, সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষণ। রোদের রঙে যাক মিশে ভালোলাগা সব, তোমায় পেলে আর কিছু চায় না অনুভব, তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ, পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
তোমায় ভালো লাগা গল্পটা এমনি, এ ভালো-লাগার পরিণতি বলে দেয়, তোমার হঠাৎ এসে দখল নেয়া মনে, আজ সবকিছু ভুলে চাইছি তোমাকে।
যদি তোমার অভ্যন্তরে নিজেকে নিয়ে ভালো লাগা থাকে তবে তা তোমার আশেপাশেও বিকিরিত হবে এবং তুমি সকলের মধ্যে একটা ইতিবাচক অনুভূতির সৃষ্টি করতে সক্ষম হবে।
আমি কিছু সময় পর পর আয়নাতে নিজেকে দেখতে ভালোবাসি এবং আমি যখন নিজেকে দেখি তখন আমার মধ্যে ভালো লাগা কাজ করে, আমি অনেক উৎসাহ অনুভব করি।
মনে সুখ তো তখনই আসে যখন আপনার নিজেকে নিয়েই এক ধরনের ভালো লাগা থাকে, কারোর অনুমোদন ছাড়াই নিজের প্রতি ভালো লাগা থাকা জরুরী।
তোমার প্রতি আমার ভালো লাগার বিষয়গুলো আমি লুকিয়ে রাখতে পারিনা, শুধু একটাই অনুরোধ তুমি আমার উপর বিরক্ত হয়ো না।
কালও তুমি আমার অচেনা ছিলে, কিন্তু আজ আমার সকল ভালো লাগা যেন তোমায় ঘিরে, তোমায় থেকে যেতে বললে তুমি কি থেকে যাবে আমার ভালোবাসায় ঘিরে!
রোজ সকালে উঠে তুমি যদি ভালোভাবে ব্যায়াম করতে পারো, তবে পরবর্তী সারাটা দিন ধরে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং তোমার মস্তিষ্ককে সতেজ রাখবে, এভাবেই তোমার পুরো দিন সঠিকভাবে পরিচালিত হবে।
আমার খুব ভালো লাগে পশ্চিমে ঢলে পড়া সূর্যকে দেখতে, মনে তখন একটাই কথা আসে, শুরু হবে এবার তারার মেলা, ফিরবে এবার সবাই নিজের ঘরে, বসবে কত আড্ডা আর আনন্দের আসর, শুরু হবে আনন্দ মুখরিত এক সন্ধ্যা।
ভালো লাগা নিয়ে ক্যাপশন
যদি তোমাকে ভালো দেখায় তবে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস ও ভালো লাগা কাজ করবে এবং তোমার এই ভালো লাগা তখন ভালো কিছু করার প্রতি তোমায় উৎসাহিত করবে।
ভালো লাগে তোমার ঝিলিক দেয়া হাসি, ভালো লাগে আমার যখন দেখি তোমার খুশি।
ভালোলাগা মানেই কি ভালোবাসা ! ভালোলাগলেই কি ভালোবাসতে হয়, নাকি ভালোবাসা যায়।
এ ভালোলাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। তাই এ প্রেম তাই অনুরাগ, দুজনার স্বপ্ন আশা।
যদি তোমার অভ্যন্তরীণ তোমাকে নিয়ে ভালো লাগা কাজ করে তবে তা বিকিরিত হবে।
— পাট্টি স্মিথ
ভালোলাগা হল মুক্ত আকাশে ডানা মেলা, নাটাই ছেঁড়া ঘুড়ির অমিত অভিসার। বন্ধনহীন, স্বাধীন, ইচ্ছেমতো আপন আলয়ের নিপুণ রূপকার ।
Also Read: ব্যর্থ প্রেমের উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
কথা নেই, তবু আসবি তুই বোধ হয়, বিমূর্ত যত ভালো লাগা সাজাই তারায় তারায়, চরাচর জুড়ে ছড়ায় কি আবেশ, প্রতিবারে হৃদস্পন্দনে আমি হচ্ছি নিরুদ্দেশ।
সুখ হলো যখন আপনার নিজেকে নিয়েই এক ধরনের ভালো লাগা কাজ করে কারোর অনুমোদন ছাড়াই।
— সংগৃহীত
যদি তোমাকে ভালো দেখায় তবে তোমার ভিতরে ভালো লাগা কাজ করবে, এবং যখন তোমার ভালো লাগা শুরু হবে, তখন ভালো কিছু করো।
— জর্জস সেইন্ট পিয়েরে
ভয় পাওয়া বা খারাপ লাগা খুব বিরলভাবে একজনকে ভালো লাগা অনুভব করাতে পারে।
— বিল ক্রফর্ড
আমি আয়নাতে তাকাতে ভালোবাসি এবং আমি যা দেখি তা নিয়ে ভালো লাগা কাজ করে।
— হিথার মরিস
জীবনে তুমি খুব ভালো কিছু মোটেও করতে পারবে না, যদি তুমি সেই দিনগুলোতেই শুধু কাজ করো যখন তোমার ভালো লাগা কাজ করে।
— জেরি ওয়েস্ট
যদি তুমি একটা ভালো মানের ব্যায়াম করতে পারো, তবে পরবর্তী সারাটা দিন তোমার ভালো লাগা কাজ করবে। এবং মস্তিষ্ককে পরিষ্কার করবে।
— রেগিয়ে মিলার
Best Bengali status on liking
টুকরো টুকরো ভালোলাগার স্পর্শেই, জন্ম নেয় ভালোবাসা। ভালোলাগার অবিরাম এই স্পন্দনেই বেঁচে থাকে, সংশপ্তক ভালোবাসা।
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেবো আরো।
তোমার প্রতি আমার ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিবর্তিত হয়ে গেছে তা আমি বুঝতেই পারি নি।
নিজেকে নিয়ে ভালো লাগা মোটেও ভালো কিছু করার সাথে সামঞ্জস্য নয়। তবে ভালো লাগার জন্য ভালো নীতি অত্যন্ত জরুরি।
— থিওডোরি ডালরিম্পল
তোমার প্রতি দিনকার জীবনে যা করা উচিত তা করাই হলো মূলত ভালো লাগা।
— ওয়ানে ডায়ার
জীবনের প্রাথমিক উদ্দেশ্য হলো ভালো লাগা।
— ড্যানিয়েলে দা পোর্টে
তোমার ভিতর তোমার নিজেকে নিয়ে ভালো লাগা থাকতে হবে,আর এই মোটিভেশন ভিতর থেকে আসতে হবে। নির্ভর করার জন্য কেউ নেই তোমার কাছে তুমি ছাড়া।
— ডানা হিল
তোমাকে ভালোবাসি, তাই তোমার সবকিছুই আমার ভালো লাগে।
সকলে অসাধারণ জিনিসের প্রতি আকর্ষণ বোধ করে, কিন্তু আমার সাধারণ জিনিসই ভালো লাগে, এত আড়ম্বর আমি পছন্দ করি না।
নিজেকে নিয়ে ভালো লাগা মোটেও ভালো কিছু করার সাথে সামঞ্জস্য নয়। তবে কিছু ভালো লাগার ক্ষেত্রে জীবনে ভালো নীতি অনুসরণ করা অত্যন্ত জরুরি।
তোমার যা কিছু করতে ভালো লাগে তাই করো, শুধু সেই কাজের ভালো খারাপটা একটু যাচাই করে নেওয়া ভালো।
জীবনের প্রাথমিক উদ্দেশ্য হলো ভালো লাগা, তবেই সবকিছু ভালোভাবে উপভোগ করা যায়।
নিজেকে নিয়ে ভালো লাগা কাজ করার পরও হৃদয়কে একটা ধন্যবাদ না দেয়ার মানে হলো কারো জন্য উপহার সাজানো। অথচ তাকে জিনিসটা কখনোই না দেয়া।
— চিপ কনলেই
আমার মনে হয় কোনো কিছুতে সঠিক হওয়ার মাঝে একটা ভালো লাগা কাজ করে।
— ক্লার্কস
তুমি জীবনে কখনোই উন্নতি করতে পারবে না, যদি তুমি শুধু সেই দিনগুলোতেই কাজ করো যখন তোমার ভালো লাগে।
নিজের সবকিছু ভালো লাগা অনুভূত হওয়ার একটি উত্তম উপায় হলো নিজেকে ভালোবাসা, আর নিজেকে ভালোবাসলে অবশ্যই নিজের খেয়াল রাখতে হয় ও নিজের যত্ন নিতে হয়।
আমার খুব ভালো লাগে তোমায়, তবে এই কথা তোমাকে কখনো মুখ ফুটে বলতে পারি নি।
ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে, প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে। জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে, ভালোবাসি এক মনে কবিতা পড়তে।তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
আমার তীব্র ভালো লাগা হয়তো তোমাকে বোঝাতে পারিনি, কিন্তু আমি বুঝেছিলাম এই ভালো লাগা যে ক্রমে ভালোবাসায় পরিণত হয়ে পড়ছে।
ভালোবাসা সমুদ্র, ভালোলাগা সৈকতে আছড়ে পড়া উর্মীদল, ভালো লাগা, একে একে, অজস্র, অবিরত। ভীষণ নীল আকাশ ছড়িয়ে ছিটিয়ে থাকা, এলোমেলো তারার মেলা, অজস্র, অগণিত।
ভাল লাগার সংজ্ঞা কি গো ক্ষণে ক্ষণে বদলায় – নিজেকে কখনো ভাবি সার্থক প্রবর; সফল পুরুষ কখনো দেখি; ঢাল-তলোয়ার-হীন নিষ্ফলা ফানুস আসলে, মন তো বোঝে না; কী সে পেতে চায়!
ভালোবাসা বন্ধ, ভালোলাগা উন্মুক্ত, ভালোবাসা আপন, ভালোলাগা উড়ন্ত।
তোমার ভিতর তোমার নিজেকে নিয়ে ভালো লাগা থাকতে হবে,আর একটা কথা নিজেকে বোঝাতে হবে যে নির্ভর করার জন্য তুমি নিজে ছাড়া আর কেউ নেই তোমার কাছে। তবেই তুমি জীবনের যেকোনো পরিস্থিতিতে এগিয়ে যেতে পারবে।
ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন, অন্য রকম পায়ের চলন, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে।
চোখেতে অনেক ছবি ভালো লাগে, আপন করে পেতে সাধ যে জাগে। তবু ভালবাসা ভালো লাগা এক নয়। ভালবাসা ভালো লাগা এক নয়।
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে ভালো লাগা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।