অচেনা শহর নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে অচেনা শহর নিয়ে উক্তি আমাদের সবার প্রিয়। উক্তি আমাদের জীবনকে নতুন করে জাগিয়ে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া উচিত। কেনও বা প্রিয় হবে না, কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য অচেনা শহর নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস। যা আপনাদের খুবই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤❤
- অন্ধকার শহর নিয়ে ক্যাপশন
- রাতের শহর নিয়ে স্ট্যাটাস
- ব্যস্ত জীবন ব্যস্ত শহর
- ইট পাথরের শহরে ক্যাপশন
- কলকাতা শহর নিয়ে ক্যাপশন
অচেনা শহর নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
অচেনা শহরগুলো হয়েছে আজ চেনা,
চেনা মানুষগুলো হয়েছে অচেনা।
বুঝে গেছি, স্বার্থের এই পৃথিবীতে,
স্বার্থ ছাড়া কাউকে কেউ মনে রাখেনা!
চিরচেনা শহরটি আজ লাগছে অচেনা
চেনা মানুষগুলো কেমন যেন বদলে গেছে।
এ যেন এক নতুন পৃথিবী
অচেনা অজানা প্রান্তর,
কোন এক শূন্যতায় আছে চারদিক।
অচেনা এই শহরে আজ ভয়ঙ্কর ব্যস্ততা
সবাই ছুটছে জীবিকার আশায়,
অচেনা আমি তাই চলছি একাই
অজানা কোন এক পথের আশায়!
অচেনা শহর, চেনা অচেনা আলো আঁধারে
চলতি পথে কোন বাসের ভিড়ে…
কালো ধোঁয়ার এই শহরে, হাটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক, হারাই শুধু তোমার অরণ্যে।
শহরে ঢুকতে আগে চোখ আটকে যেত
সারি সারি ফুলের দোকানে!
কিন্তু আজ! কোথায় সেই ফুল!
এ যেন এক অচেনা বিরান শহর!
এই অচেনা শহরে, অচেনা পথিক আমি
চলছি অচেনা পথে, এক অজানা ঠিকানায়…
চারদিকে সব অচেনা, সব যেন ভয়ঙ্কর অজানা,
সরু এক পথে চলছি আমি, কোন এক নতুন ঠিকানায়…
বহুদিন পর চেনা শহরে অচেনা আমি
একা একা হাটছি উদভ্রান্তের মত
সহসা বুকে এমন শূন্যতা হয় না, জানো?
বাসে বসে থাকা এবং জানলা দিয়ে শহর দেখা সত্যিই একটি চমৎকার কাজ।
— ইউং লিন
শহর কতটা বড় তা এর দৈর্ঘ্য কিংবা প্রস্থ দিয়ে পরিমাপ করা যায় না তা করতে সেখানকার লোকদের স্বপ্ন দিয়ে, ইচ্ছা দিয়ে।
— হার্ব কায়েন
রাতের শহর নিয়ে স্ট্যাটাস
শহর হলো তাই যা তার নাগরিকরা তাকে বানায়।
— প্লেটো
জীবনকে ব্যস্ত রাখতে চাইলে শহরে চলে যাও আর উপভোগ করতে চাইলে গ্রামের জীবনকে উপভোগ করে নাও।
— সংগৃহীত
এত মানুষ থাকার পরও শহর এর একাকিত্ম কখনোই দূর হবে না।
— সংগৃহীত
মহৎ শহর হলো সেটাই যেখানে মহান লোকেরা বাস করেন।
— ওয়াল্ট হুয়িটম্যান
শহরের জীবন একজন গ্রামীন মানুষের কাছে কোনো কিছুই না,তা শুধুই একটা মাথাব্যথাস্বরূপ।
— স্টিফেন কিং
শহর কোনো ইট পাথরের বন নয় বরং তা হলো মানুষের চিড়িয়াখানা।
— ডেসমন্ড মরিস
একটি শহরকে সুন্দর হতে হলে অবশ্যই তার বায়ুকে হতে হবে চমৎকার ও রোমাঞ্চিত।
— মেহমেহ মুরাত ইলদান
শহর হলো বিড়ালের মতো যা নিজেকে রাতের আধারে সুশোভিত করে তোলে।
— রুপার্ট ব্রুক
নিজেকে খুজে পেতে হলে তোমাকে শহরের আরাম কাটাতে হবে।
— অ্যালান আলডা
যখন তুমি একটি শহরের দিকে তাকাও তখন দেখতে পাবে আশা, গৌরব যা সবাই নিজেদের মাঝে লালন করে।
— হাঘ নিউয়েল জ্যাকবসেন
প্যারিস হলো আলোর শহর এবং সিডনি হলো আতশবাজির শহর।
— বাজ লুহরমান
শহর হলো লাখো মানুষের বাসস্থান তবে প্রত্যেকেই ভোগে একাকীত্বে।
— হেনরি ডেভিড থোরিও
রোম হলো প্রতিধ্বনির শহর, মরিচীকার শহর।
— গিয়োটি ডি বন্ডোনে
মারাকেশ শহরটি পর্যবেক্ষণ করার পর আমি চমকে যাই কারণ তা আমাকে রং সমন্ধে জানান দেয়।
— ইয়েভেস সেইন্ট লরেন্ট
শহরে মানুষ থাকলেও ভালোবাসা থাকে না, থাকে শুধু কর্ম ব্যস্ততার মধ্যে থাকা রোবট।
— সংগৃহীত
শহরের প্রয়োজন গাড়ির যেমন বাইসাইকেল দরকার মাছের।
— ডিন কামেন
এই শহরের অলিগলি আমার চিরচেনা,
সেই একই পথ, একই ধোঁয়াময় যানবাহন,
রাস্তার দু’পাশের গাছগুলো একই ভাবে দাঁড়িয়ে…
তবু কেন এই শূন্যতা?
চিরচেনা আমার শহরে আজ অচেনা আমি,
বহুদিন পর…
প্রখর রৌদ্রে ও প্রকৃতি কতটা মায়াময়
কৃষ্ণচূড়া ফুটে আছে থরে থরে…
কোথাও কোথাও বদলেছে ইট পাথরের দেয়াল
তবুও এর শহর ঠিক আগের মতই আছে!
Also Read: পরীক্ষা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
ইট পাথরের শহরে ক্যাপশন
বিষাদের আকাশ ছুঁয়ে বলি, “ভালো আছি”,
“আমি ভালো আছি”, অচেনা শহর।
অচেনা মানুষ বলে, ” কতটুকু কার ছিলি তুই?”,
” কতটুকু কে তোর?”
আমি বলি, “আমি নেই! হারিয়েছি সেই কবে
পরবাসী মেঘের ভেতর!”
প্রয়োজন ছাড়া কেউ নেয় না কারো খোঁজ
এই শহর চেনা, মানুষগুলো অচেনা হয় রোজ!
হে আমার প্রিয় শহর!
তোমাকে আজ বড্ড অচেনা লাগছে!
হে আমার ভালোবাসার শহর!
কখন তুমি সুস্থ হবে, স্বাভাবিক হবে?
তোমার হাত ধরে অনেক স্বপ্ন পূরণ বাকি আছে,
এখনো বাকি আছে তোমার বুকে বেড়ে ওঠা।
কোন একদিন, নিজেকে হারিয়ে ফেলি
অচেনা শহরের অলিতে গলিতে..
তারপর অস্থির হয়ে ঘুরতে থাকি
এক চেনা শহরের খোঁজে….
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে অচেনা শহর নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।