৯৮+ আত্মহত্যা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | status about suicide

আত্মহত্যা নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে আত্মহত্যা নিয়ে উক্তি আমাদের সবার প্রিয়। উক্তি আমাদের জীবনকে নতুন করে জাগিয়ে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া উচিত। কেনও বা প্রিয় হবে না, কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য আত্মহত্যা নিয়ে উক্তি,আত্নহত্যা নিয়ে বাণী ক্যাপশন স্ট্যাটাস। যা আপনাদের খুবই ভালো লাগবে।

আত্মহত্যা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤❤

  • আত্মহত্যার ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা
  • আত্মহত্যা নিয়ে কবিতা
  • আত্মহত্যা নিয়ে গল্প
  • আত্নহত্যা নিয়ে স্ট্যাটাস status about suicide
  • আত্নহত্যা নিয়ে উক্তি
  • আত্নহত্যা নিয়ে বাণী
  • আত্নহত্যা নিয়ে ক্যাপশন
  • আত্নহত্যা নিয়ে ছন্দ

আত্মহত্যা নিয়ে উক্তি স্ট্যাটাস

 নিজের জীবন শেষ করে দেয়া সাহসের ব্যাপার। কতরকম কারণে মানুষ আত্মহত্যা করে। দিনের পর দিন আত্মহত্যার প্রবণতা পৃথিবীতে বেড়েই  চলেছে।

আত্মহত্যা কখনো ব্যাথার অবসান ঘটায় না বরং এটি তা অন্য কারোর উপর চাপিয়ে দেয়।

 আত্মহত্যা কেউ আসলে শখের বশে করে না, এর জন্য জীবনের বিভিন্ন পরিস্থিতি দায়ী।

সৃষ্টিকর্তা আত্মহত্যাকে নিষেধ করেছেন বলে এটি জঘন্য নয়, বরং এটি জঘন্য জন্যই সৃষ্টিকর্তা এটিকে নিষেধ করেছেন।
— ইমানুয়েল ক্যান্ট

“আত্মহত্যা একটি উত্তর নয়, এটি ধ্বংস।”

আত্মহত্যার ভাবনা জীবনে একবার হলেও ‍উঁকি দিয়ে যায় অধিকাংশ মানুষের মনে, কিন্তু তখন মানুষ ভুলে যায় যে আত্মহত্যা কখনই কোনো সমস্যার সমাধান নয়। তাই এ বিষয়টি নিয়ে সচেতন হতে হবে।

আল্লাহ বলেছেন, ‘তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।’

আত্ম সমালোচনার সবচেয়ে বাজে উপায় হলো আত্মহত্যা।

আত্মহত্যা খারাপ এর সম্মুখীন হওয়ার হারকে কমিয়ে দেয় না, বরং আপনার জীবন থেকে ভালো কথাটি মুছে দেয়।

আত্মহত্যা হচ্ছে কোন একটি সমস্যার কাছে হেরে যাওয়া। 

মানুষ নিজের জীবনটাকে চালিয়ে নেয়ার শক্তি অর্জন করুক। কত পঙ্গু, অসুস্থ মানুষ বিভিন্ন সমস্যা নিয়েও জীবন যাপন করে, অথচ সুস্থ সবল মানুষ কেন যে নিজের সুন্দর জীবনটাকে শেষ করে দেয়।

আত্মহত্যা- বিষয়টি আবেগ নিয়ে দেখা উচিত, না ঘৃণা নিয়ে, আমি জানি না। একটা মানুষ কতটা অসহায় হলে নিজেকে মেরে ফেলতে পারে, সেটা আসলে আমাদের কারোরই জানা নেই। 

আত্মহত্যাই কি সব সমস্যার সমাধান? একদমই না। আত্মহত্যা একধরনের মানসিক অসুস্থতা। আজকাল অনেক ছোট ছোট ঘটনাতে মানুষ আবেগ প্রবণ হয়ে বাঁচার আগ্রহ  হারিয়ে ফেলে যার ফল আত্মহত্যা। 

একটা মানুষ কতটা দুর্বল হলে লড়াই না করেই মরে যায়, সেটাও আমরা কেউই জানতে পারি না।

আশার আলো একবার ডুবে গেলেই যে আত্মহত্যা করতে হবে এমন কিছু নেই, মনে রাখবেন সূর্য কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ঠিকই আলো দেয়।

 ধৈর্য ধারণ করা হচ্ছে সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ। এ কথাটি তারাই বুঝতে পারবে যারা কোনো এক সময় আত্মহত্যার জন্য প্রস্তুতি নিয়েও ফিরে এসেছিল।

আত্মহত্যা মানেই আত্মাকে হত্যা নয়, বরং আত্মার জন্য মৃত্যু পরবর্তী চিরস্থায়ী আজাবের বন্দোবস্ত ।

 প্রতিটা আত্মহত্যাই আসলে হত্যা। যে আত্মহত্যা করে সে নিজেকেই হত্যা করে।

আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না বরং সমস্যার সমাধান এর জন্য চেষ্টা চালিয়ে যান।

সৃষ্টিকর্তা আত্মহত্যাকে নিষেধ করেছেন বলে এটি জঘন্য নয়, বরং এটি জঘন্য এর জন্যই সৃষ্টিকর্তা এটিকে নিষেধ করেছেন।

আত্মহত্যার চেয়েও বড় কাপুরুষতা হলো আত্মহত্যাকারীকে আত্মহত্যার মুখে ঠেলে দেয়া।

আত্মহত্যাকারী প্রশংসার যোগ্য কোনো কাজ করেনি, এটা যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাতে ব্যর্থ হই তবে এই ব্যর্থতার মাসুল আমাদেরই দিতে হবে।

“আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবন নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র।” 

“আত্মহত্যা একটি অস্থায়ী সমস্যার স্থায়ী সমাধান।”

আত্নহত্যা নিয়ে বাণী

মানুষ নিজেকে নিজের হাতে মেরে ফেলে কিভাবে। আত্মহত্যার সিদ্ধান্ত খুব ভয়ংকর।

আল্লাহ বলেন, ‘আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড় তাড়াহুড়া করে ফেলেছে। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম।’
— বুখারি ও মুসলিম

যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামে তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেয়া হবে।
— সহীহ বুখারী

যে ব্যক্তি যার দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামে তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেয়া হবে।

আত্মহত্যা জীবনে সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।

আত্মহত্যা খারাপ এর সম্মুখীন হওয়ার হারকে কমিয়ে দেয় না, বরং আপনার জীবন থেকে ভালো কথাটি মুছে দেয়।
— ভিক টুয়েনটিস

আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবন নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র।
— আল গ্রিন

আত্মহত্যা জীবনের খারাপ হওয়ার সম্ভাবনাকে শেষ করে না, এটি আরও ভাল হওয়ার সম্ভাবনাকে দূর করে।

আত্মহত্যা না করে আমরা নিজেদের মনোভাব পরিবর্তনের মধ্যে দিয়ে জীবনের সমস্ত অন্ধকার মুছে ফেলতে পারি।

মৃত্যু আমাদের সবার জন্যই অনিবার্য, তাই আমাদের বাঁচার জন্য লড়াই করতে হবে, বাঁচার ইচ্ছে ছেড়ে দিলে হবে না। 

নিজেকে হত্যা করার সাথে সাথে আমরা, আমাদের যারা ভালোবাসে, তাদের ভালোবাসারও হত্যা করি।

আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান।

একটু খেয়াল করলে বুঝতে পারবেন , পৃথিবীতে কোন সমস্যাই স্থায়ী নয়। এখন যে সমস্যার মুখোমুখি হয়ে উপায়ন্ত না দেখে আত্মহত্যা করতে ইচ্ছে করছে, ধৈর্য ধরে সেই সমস্যা কেটে যাওয়ার অপেক্ষা করুন। পরবর্তী সময়ে সেটিকে খুবই ক্ষুদ্র বা হাস্যকর মনে করে হাসি পেতে পারে।

সভ্যতাগুলো আত্মহত্যার মাধ্যমেই নিশ্চিহ্ন হয়ে যায়, হত্যার কারণে নয়।

আত্মহত্যা নয় বরং যে স্মৃতিগুলোর জন্য করতে চাচ্ছিলেন সেই খারাও স্মৃতিগুলোকে হত্যা করুন। দেখবেন ভালো আছেন।
— সংগৃহীত

আত্মহত্যার চেয়েও বড় কাপুরুষতা হলো আত্মহত্যাকারীকে আত্মহত্যা এর মুখে ঠেলে দেয়া।
— অ্যাশলেই পার্ডি

নিজের ক্ষতি করার প্রবণতাও একসময় আত্মহত্যার প্রবণতার দিকে মোড় নিতে পারে। তবে নেবেই তা কিন্তু নয়।

আশার আলো একবার ডুবে গেলেই যে আত্মহত্যা করতে হবে এমন কিছু নেই, মনে রাখবেন সূর্য কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ঠিকই আলো দেয়।
— জাকারিয়া মাসুদ

আত্মহত্যা কেবল দেহের মৃত্যু ঘটায়, আসল মৃত্যু ঘটে আত্মহত্যার পিছনে থাকা কারণটার।  

আত্মহত্যা জীবনে সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।
— নেপোলিয়ন বেনাপোর্ট

সহনশীলতা সহ্যের সীমা ছাড়ালে , জীবনের সব কিছু তুচ্ছ মনে হলে, আবেগ বিবেককে পরাস্ত করলে তখন আত্মহত্যার ঘটনা ঘটে।

 আত্মহত্যা আসলে দীর্ঘমেয়াদী মানসিক সমস্যার চুড়ান্ত ফলাফল। 

আত্মহত্যা তো শুধুই দেহটার মৃত্যু ঘটায় তবে আসল মৃত্যুটা আত্মহত্যার পিছনে যে কারণ তার কারণেই হয়ে থাকে।
— সংগৃহীত

আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।’
— সুরা নিসা, আয়াত :

আত্মহত্যা কখনো ব্যাথার অবসান ঘটায় না বরং এটি তা অন্য কারোর উপর চাপিয়ে দেয়।
— অস্কার ওয়াইল্ড

আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না বরং সমস্যার সমাধান এর জন্য চেষ্টা চালিয়ে যান।
— হেইলেই উইলিয়ামস

স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রত্যাশা রাখা একটি প্রয়োজনীয়তা, যা আত্মহত্যার প্রবণতার বিরুদ্ধে প্রধান অস্ত্র।

আত্নহত্যা নিয়ে ক্যাপশন

আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে একটি আলো নিয়ে আসে, সেই অস্তিত্বকে হত্যা না করে অনুগ্রহ করে সেই আলো জ্বালিয়ে রাখুন।

আমদের মনের কু-চিন্তাই জীবনের সবচেয়ে শক্তিশালী ধ্বংসকারী, যা আমাদের আত্মহত্যার দিকে ঠেলে দেয়। 

নীরবে কষ্ট পাওয়া মানুষগুলো আত্মহত্যার স্বীকার হয়।

জীবনকে গ্রহণ করুন, আত্মহত্যা প্রত্যাখ্যান করুন।

 যখন আর কোনো উপায় থাকেনা-তখনই মানুষ আত্মহত্যা করে কিংবা আত্মহত্যা করতে উদ্ভুদ্ধ হয়।

আবেগ ও মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আত্মহত্যা থেকে বেঁচে থাকা যায়।

সত্যই আত্মহত্যা মহাপাপ, তবুও এই মহাপাপ করে চলেছে মানুষ। 

Also Read: আত্মতৃপ্তি নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান।
— ফিল ডোনাহিউ

সভ্যতাগুলো আত্মহত্যার মাধ্যমেই নিশ্চিহ্ন হয়ে যায়, হত্যার কারণে নয়।
— আরনোল্ড টয়েনবি

আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবন নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র।

আত্ম সমালোচনার সবচেয়ে বাজে উপায় হলো আত্মহত্যা।
— রবার্ট হেইনলেন

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে আত্মহত্যা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।

Leave a Comment