৯৮+ হযরত আলী (রাঃ) এর উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

হযরত আলী (রাঃ) এর উক্তি: আমরা সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে হযরত আলী (রাঃ) এর উক্তি আমাদের সবার প্রিয়। কেনও বা প্রিয় হবে না। কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য হযরত আলী (রাঃ) এর উক্তি ক্যাপশন এসএমএস। যা আপনাদের খুবই ভালো লাগবে।

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤

  • হযরত আলী (রাঃ) এর বানী
  • হযরত আলী (রাঃ) এর উক্তি
  • হযরত আলী (রাঃ) এর ক্যাপশন
  • হযরত আলী (রাঃ) এর কবিতা
হযরত আলী (রাঃ) এর উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

হযরত আলী (রাঃ) এর উক্তি স্ট্যাটাস

“হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের। – হযরত আলী (রাঃ)”

“যারা সময়ের সদ্ব্যবহার করে, তারাই জীবনে সফলতা লাভ করে। যারা সময় মতাে অর্থ সঞ্চয় করে, তারা কোন দিন অর্থ কষ্টে পড়ে না। – হযরত আলী (রাঃ)”

“মৃত্যুর মতাে সত্য নেই, আশার মতো মিথ্যা নেই। – হযরত আলী (রাঃ)”

“মৃত্যুর জন্য নির্ধারিত সময়ের সঠিকতা সম্পর্কে সঠিক ধারণায় পৌছতে পারলে, মানুষের নিকট সকল আশাই দুরাশায় পরিণত হত। – হযরত আলী (রাঃ)”

“তােমার নিজের আচরণ যদি পরীক্ষার সম্মুখীন হয়, তবে অন্যের নিকট তুমি যে কোন অবস্থাতেই জনপ্রিয় থাকতে পারবে। – হযরত আলী (রাঃ)”

⭐ “মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকবে, মৃত্যুর দূত তােমার ঘরের কাছে দাঁড়াইয়া আছে; তাহার ডাক দিবার পর আর প্রস্তুত হইবার অবসর পাইবে না। – হযরত আলী (রাঃ)”

“ত্বরিত ক্ষমা প্রদর্শন ভদ্রতার নিদর্শন আর ত্বরিত প্রতিশোধ গ্রহণ হীনতার পরিচায়ক। – হযরত আলী (রাঃ)”

“মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে, তার কথাবার্তাও নম্র-ভদ্র হয়। – হযরত আলী (রাঃ)”

“বিদ্যার সৌন্দর্য অধিক দান করা, আর দানের সৌন্দর্য হচ্ছে অধিক প্রচার না করা। – হযরত আলী (রাঃ)”

⭐ “অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু সে দান নহে। – হযরত আলী (রাঃ)”

⭐ “ধন-দৌলত, শাসন ক্ষমতা ও বিপদাপদেই মানুষের বুদ্ধি বিবেচনার পরীক্ষা হয়।—হযরত আলী (রাঃ)”

⭐ “অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানাের অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর মাত্র। – হযরত আলী (রাঃ)”

হযরত আলী (রাঃ) এর ক্যাপশন

⭐ “অল্পদ্রব্য দান করিতে লজ্জিত হইও না, কেননা বিমুখ করা অপেক্ষা অল্প দান করা ভাল। – হযরত আলী (রাঃ)”

⭐ “বন্ধুর শক্রর সঙ্গে মিত্রতা করিও না, করিলে বন্ধু হারাইবে। – হয়রত আলী (রাঃ)”

⭐ “দায়িত্বজ্ঞান বিসৃত হওয়ার সঙ্গে সঙ্গে, লালসার পরিধি সঙ্কুচিত হয়ে আসে। – হযরত আলী (রাঃ)”

⭐ “ধন দানে যে ব্যক্তি যত বেশি কৃপণ, মান-সম্মান দানে সে তত বেশি অকৃপণ। – হযরত আলী (রাঃ)”

⭐ “সব বিষয়ে ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে তোল। মানুষের মস্ককের সাথে শরীরের যে সম্পর্ক, ঈমানের সাথে ধৈর্য্যেরও সম্পর্ক সেরূপ। মাথা ব্যতীত দেহের যেমন কোন মূল্য নেই, ধৈৰ্য্য ছাড়া ঈমানেরও তদরুপ কোনাে মূল্য নেই। – হযরত আলী (রাঃ)”

⭐ “যার বন্ধু নেই সেই গরিব। আবার স্বার্থের বন্ধুত্ব সামান্য আঘাতেই ভেঙে যায়। – হযরত আলী (রাঃ)”

⭐ “কৃপণতা মর্যাদা হানি করে। কাপুরুষতা পূর্ণ মনুষ্যত্ব অর্জনের পথে বৃহৎ অন্তরায়। দারিদ্র মহাজ্ঞানীকেও অনেক সময় প্রতিপক্ষের সম্মুখে মৌন করে দেয়। অপাত্রে বিনয় বিপদ ডেকে আনে। ধৈর্যই প্রকৃত সম্পদ। – হযরত আলী (রাঃ)”

⭐ “তুমি যতই শিক্ষা লাভ কর না কেন, সৰ সময় মনে রাখবে তােমার আরাে অনেক শিখবার বিষয় আছে। ছােট-বড় সকলের কাছ থেকেই কিছু কিছু শিক্ষা লাভ করতে পার। -হযরত আলী (রাঃ)”

Also Read: সততা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন

⭐ “বড়দের সম্মান কর, ছোটরা তােমাকে সম্মান করবে। – হযরত আলী (রাঃ)”

⭐ “বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। – হযরত আলী (রাঃ)”

⭐ “নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাক। কারণ, সে উপকার করতে চাইলেও তার দ্বারা তােমার ক্ষতি হয়ে যাবে। – হয়রত আলী (রাঃ)”

⭐ “ক্ষমতাবান মানুষের মূল্যহীন কথাও মূল্যবান বলে মনে হয়, পক্ষান্তরে সহায়সম্বলহীন মানুষের মূল্যবান কথাও মূল্যহীন বলে পরিত্যক্ত হতে দেখা যায়। – হযরত আলী (রাঃ)”

⭐ “নিজ দায়িত্ব পালনে ব্রতী হও, অন্যে তােমার নিকট কৈফিয়ত চাইবে না। – হযরত আলী (রাঃ)”

⭐ “দুষ্কৃতি থেকে বেঁচে থাকাও জীবনের একটি বিরাট সাফল্য। – হযরত আলী (রাঃ)”

⭐ “সাফল্য আসে আত্মবিশ্বাসের মাধ্যমে। আত্মবিশ্বাস জন্মে গভীর চিন্তা ভাবনার মাধ্যমে আর চিন্তাশক্তির বিকাশ ঘটে স্বল্প ভাষণে। – হযরত আলী (রাঃ)”

⭐ “প্রবৃত্তিকে পরাভূত করে যে কাজ করা হয়, তাই সর্বোত্তম কাজ। – হযরত আলী (রাঃ)”

⭐ “মানবজাতির মধ্যে পুণ্য কাজের ক্ষেত্র শ্রেষ্ঠ ও শক্তিশালী সে ব্যক্তি, যে রাগান্বিত হয় না। – হযরত আলী (রাঃ)”

⭐ “যে যতটুকু অভিজ্ঞতাসম্পন্ন, তদপেক্ষা বেশি উপদেশ দিতে পাওয়া তার পক্ষে অনুচিত। – হযরত আলী (রাঃ)”

⭐ “যাহা তুমি স্বয়ং করনা বা করিতে পার না, অন্যকে করিতে উপদেশ দিও না। – হযরত আলী (রাঃ)”

⭐ “যে তােমার উপদেশ শুনিতে চাহে, তাকে ছাড়া আর কাহাকেও উপদেশ দিও না। – হযরত আলী (রাঃ)”

⭐ “বহুদর্শিতার মতাে উপদেশ আর নেই, যে ব্যক্তি স্বয়ং ঠেকে শিখছে তার কাছে শিক্ষা করো। – হযরত আলী (রাঃ)”

⭐ “যে সৎপথে চলে, সে পথ ভুলে না। – হযরত আলী (রাঃ)”

⭐ “যা সত্য নয় তা কখনাে মুখে এনাে না। তাহলে তােমার সত্য কথাকেও লােকে অসত্য বলে মনে করবে। – হয়রত আলী (রাঃ)”

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে হযরত আলী (রাঃ) এর উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।

Leave a Comment