আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য কি?
সমীকরণ | অভেদ |
---|---|
সমীকরণটির সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা ডানপক্ষে শূন্য থাকতে পারে। | পক্ষান্তরে অভেদটি দুই পক্ষে দুইটি বহুপদী থাকে। |
সমীকরণ উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে। | পক্ষান্তরে অভেদটির উভয় পক্ষের বহুপদীর মাত্রা সমান থাকে। |
সমীকরণটি চলকের নির্দিষ্ট এক বা একাধিক মানের জন্য সমীকরণটি সত্য হয়। | পক্ষান্তরে অভেদ চলকের মূল সেটের সকল মানের জন্য সাধারণত অভেদটি সত্য হয়। |
সমীকরণটির চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হতে পারে। | পক্ষান্তরে চলকের অসংখ্য মানের জন্য অভেদটি সত্য। |
সকল সমীকরণ সূত্র নয়। | পক্ষান্তরে সকল বীজগণিতীয় সূত্রই অভেদ। |
সমীকরণ
সমীকরণে সমান চিহ্নের দুইপক্ষে দুইটি বহুপদী থাকে এবং দুইপক্ষের বহুপদীর সর্বোচ্চ ঘাত সমান হতেও পারে আবার নাও হতে পারে। এছাড়া সমীকরণে একপক্ষে (প্রধানত ডানপক্ষে) শূন্যও থাকতে পারে।
2x + a = 11 একটি সমীকরণ। বিশেষ কোনো নির্দেশনা না থাকলে প্রচলিত রীতি অনুযায়ী অজ্ঞাত রাশি x এখানে চলক। a হলো ধ্রুবক।
সমীকরণের আরো কয়েকটি উদাহরণ:
x2 -5x + 6 = 0
y + 7 = 2y – 3
y2 = y – 12
(x+y)2 = (x-y)2 + 4xy ইত্যাদি। লক্ষ্যনীয় যে, এদের প্রতিটির দুইপক্ষে বহুপদীর ঘাত সর্বদা সমান নয় ।
অভেদ
অভেদে সমান চিহ্নের দুইপক্ষে সমান ঘাতবিশিষ্ট দুইটি বহুপদী থাকে।
যেমন, (x+y)2 = x2 +2xy + y2 একটি অভেদ।
অভেদের আরো কয়েকটি উদাহরণ:
x2 – y2 = (x +y)(x – y)
(a -b)3 = a3 – 3a2b + 3ab2 – b3 ইত্যাদি। লক্ষ্যনীয় যে, এদের প্রতিটির দুইপক্ষে বহুপদীর ঘাত সর্বদা-ই সমান। উল্লেখ্য, প্রত্যেক বীজগণিতীয় সূত্র একটি অভেদ।
সমীকরণ
- সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে।
- উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে।
- চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়।
- চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হতে পারে।
- সকল সমীকরণ সূত্র নয়।
অভেদ
- দুই পক্ষে দুইটি বহুপদী থাকে।
- উভয় পক্ষে বহুপদীর মাত্রা সমান থাকে।
- চলকের মূল সেটের সকল মানের জন্য সাধারণত সমতাটি সত্য হয়।
- চলকের অসংখ্য মানের জন্য সমতাটি সত্য।
- সকল বীজগণিতীয় সূত্রই অভেদ।
Also Read:
আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য সমীকরণ ও অভেদের মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব সমীকরণ ও অভেদের মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)