প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ন ভাবসম্প্রসারণ “ধর্মের ঢাক আপনি বাজে ”। চলো এই ভাবসম্প্রসারণটি পড়ে নেয়।
ধর্মের ঢাক আপনি বাজে ভাবসম্প্রসারণ
মূলভাব : সত্য এবং মিথ্যা কখনও চাপা থাকেনা। সত্যও একদিন আপনা আপনি প্রকাশ পায়, মিথ্যাও দ্রুপ তাই।
সম্প্রসারিত-ভাব : পৃথিবীতে ধর্ম ও অধর্ম বলে দুটি কথা আছে। ধর্ম মানুষকে সঠিক পথে এবং অধর্ম মানুষকে বিপথে পরিচালিত করে। সৎকাজ বা পুণ্যকর্ম যত গোপনেই করা হোক না কেন, অতি অল্প সময়েরই মধ্যেই তা জনসাধারণের গোচরীভূত হয়। তদ্রুপ পাপকর্ম অতি গোপনীয়ভাবে করা হলেও তা আপনা আপনি লোকসমাজে জানাজানি হয়ে যায়। কথায় বলে, সত্য কোনদিন গোপন থাকে না। ধর্ম মেনে চললে স্বার্থত্যাগ করে পরার্থে নিজেকে ব্যাপৃত রাখতে হয়। কিন্তু স্বার্থপরেরা ধর্মকে চাপা দিয়ে স্বার্থান্বেষী হয়ে বিপথে পরিচালিত হয়। কিন্তু সত্যকে চাপা দিয়ে কোন অসত্যই প্রতিষ্ঠিত হয় না। কপটাচারীর মুখোশ একদিন খসে পড়বেই। কারণ, যা সত্য-তা কোন আবরণ দিয়ে ঢেকে রাখা যায় না। যা ন্যায় এবং সত্য তা অন্যায় বা অসত্যকে দূরে ঠেলে দিয়ে দিবালোকের মতই উদ্ভাসিত হয়ে উঠবে। একটা সত্যকে চাপা দিতে হলে বহু মিথ্যার আশ্রয় নিতে হয়।
তাই সত্যের জয় অবশ্যম্ভাবী, তা মিথ্যার জাল ছিন্ন করে প্রকাশ পাবেই।
আরো পড়ুন: ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে
আশা করি তোমরা এই ভাবসম্প্রসারণটি বুঝতে পেরেছো। আমাদের সাথেই থাকো।