ধনী হয়ে গরিবের স্বপ্ন দেখা এক নতুন বিলাসিতা – ভাবসম্প্রসারণ

প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ন ভাবসম্প্রসারণ “ধনী হয়ে গরিবের স্বপ্ন দেখা এক নতুন বিলাসিতা ”। চলো এই ভাবসম্প্রসারণটি পড়ে নেয়।

ধনী হয়ে গরিবের স্বপ্ন দেখা এক নতুন বিলাসিতা - ভাবসম্প্রসারণ

ধনী হয়ে গরিবের স্বপ্ন দেখা এক নতুন বিলাসিতা ভাবসম্প্রসারণ

মূলভাব: ধনসম্পদ পাওয়ার মাঝেই ধনী ব্যক্তির তৃপ্তি। কিন্তু কোনোদিন সে যদি গরিব হওয়ার বাসনা পোষণ করে, তা হবে বিলাসিতারই নামান্তর। 

সম্প্রসারিত ভাব: ধনীদের সম্পদের মোহ অত্যন্ত বেশি। তারা যত পায় ততই চায়। সে কখনও বা কোনো কানণেও গরিব হতে চায় না। অর্থাৎ ধনী ব্যক্তির ধন আরো বৃদ্ধি হোক-এটাই তার একমাত্র কামনার বিষয়। ধনীরা গরিবের দুঃখ সহজে বুঝতে চায় না। বরং গরিবের সাথে প্রতারণার করে আরো সম্পদ বাড়াতে চায়। কোনো অবস্থাতেই সে তার সম্পদ হাতছাড়া করতে রাজি নয়। কোনো ধনী যদি দরিদ্রের জীবনযাপন করতে ইচ্ছা পোষণ করে, তবে তা বিলাসিতা বৈ কিছুই নায়। কেননা, কোনো ধনীই স্বেচ্ছায় দরিদ্রের বরণ করতে পারে না। ধনী তার অবস্থানে থেকে গরিবের বেশে চলবে বা গরিবের জন্য সমবেদনা জ্ঞাপন করবে এটা মানুষের স্বাভাবিক স্বভাব বহির্ভূত। ধনীনা বিলাসিতার স্রােতে গা ভাসাতে অভ্যস্ত। তাই ধনীদের অন্যাণ্য বিলাসিতার মতো গরিবের স্বপ্ন দেখানো এক ধরনের বিলাসিতা।

মন্তব্য: মানুষের চাওয়ার অন্ত নেই। চাওয়াটাকে প্রাপ্তিতে পরিণত করাই তার একমাত্র কাম্য। কিন্তু কারো কারো ক্ষেত্রে তা অতিরঞ্জিতও বটে।

বিকল্প ১

মূলভাব : ধনীদের সম্পদের আকাঙ্ক্ষা অনেক বেশি। তারা যত পায় ততই চায়।

সম্প্রসারিত-ভাব : এ পৃথিবীতে ধনীরা গরীবদের প্রতারণা করে আরও সম্পদ বাড়াতে চায়। তারা সহজেই গরিবের দুঃখ বুঝতে চায় না। তারা কোন অবস্থাতেই তাদের সম্পদ গরিব বা অন্যকে দিতে রাজি নয়। হঠাৎ কোন ধনী ব্যক্তি যদি দরিদ্র জীবন যাপন করতে চায়, তবে তা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। কেননা, কোন ধনী ইচ্ছা করে দরিদ্র জীবন বরণ করতে চায় না। কোন ধনী তার ধন সম্পদ রেখে দরিদ্র বেশে চলবে, গরিবদের প্রতি সমবেদনা দেখাবে এটা কল্পনাও করা যায় না। বরং এটা ধনী গরীব হবার স্বপ্ন দেখা। যারা সমাজে প্রতিষ্ঠিত। অর্থ, বিত্ত বৈভবের যাদের হিসেব নেই, যাদের পাওয়া পরিপূর্ণ হয়ে গেছে তাদের মাঝে জাগে বিচিত্র খেয়াল। আভিজাত্যের অহমিকায়পূর্ণ এসব ধনীদের মাঝে সেবা দেখা যায় বিলাসিতার বিভিন্ন উপকরণ। তাদের পরিপূর্ণতার মাঝে থাকে অপূর্ণতার আকাঙ্ক্ষা। এরূপ এক বিলাসিতা হচ্ছে গরিব হওয়ার ভান করা।

আর তাই দরিদ্র্যের কথা বলে, সস্তা বুলি আওড়িয়ে তারা দরিদ্রদের সাথে কখনও কখনও তাল মেলায়। এটি হচ্ছে তাদের এক নতুন ধরনের বিলাসিতা।

আরো পড়ুন: ধর্মের ঢাক আপনি বাজে

আশা করি তোমরা এই ভাবসম্প্রসারণটি বুঝতে পেরেছো। আমাদের সাথেই থাকো।

Leave a Comment