প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে?
25°C উষ্ণতায় কোনো ধাতব তড়িৎদ্বারকে ঐ ধাতুর লবণের 1M ঘনমাত্রার দ্রবণে নিমজ্জিত করলে তড়িৎদ্বার ও দ্রবণের সংযোগস্থলে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তার বিজারণ বিভবকে ঐ ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে।
রসায়ন (Chemistry) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। পাতন কাকে বলে?
উত্তরঃ কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে।
প্রশ্ন-২। বাষ্পীভবন কাকে বলে?
উত্তরঃ কোনো তরলকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।
প্রশ্ন-৩। স্বতঃবাষ্পীভবন কাকে বলে?
উত্তরঃ তরল পদার্থের যে কোন তাপমাত্রায় উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে স্বতঃবাষ্পীভবন বলে।
প্রশ্ন-৪। ক্যালসিনেশন কাকে বলে?
উত্তর : অক্সিজেনের উপস্থিতিতে আকরিকে উচ্চ তাপমাত্রা প্রয়োগে ধাতু নিষ্কাশন পদ্ধতিকে ক্যালসিনেশন বলে।
প্রশ্ন-৫। তড়িৎবিশ্লেষ্য পরিবাহী কি?
উত্তরঃ তড়িৎবিশ্লেষ্য পরিবাহী হলো ঐ সকল পরিবাহী যাদেরকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ প্রবাহের প্রভাবে বিশ্লিষ্ট হওয়ার ফলে উৎপন্ন আয়ন দ্বারা তড়িতের পরিবহন ঘটে এবং একই সাথে রাসায়নিক পরিবর্তন ঘটে।
প্রশ্ন-৬। ডিটারজেন্টের রাসায়নিক নাম কি?
উত্তরঃ ডিটারজেন্টের রাসায়নিক নাম সোডিয়াম লরাইল সালফেট।
প্রশ্ন-৭। লিটমাস কি?
উত্তরঃ লিটমাস হলো বিশেষ এক ধরনের কাগজ যা নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থের অম্ল বা ক্ষার নির্দেশ করে। লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রস থেকে লিটমাস কাগজ তৈরি করা হয়।
প্রশ্ন-৮। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?
উত্তরঃ যে অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।
প্রশ্ন-৯। নির্দেশক কি?
উত্তরঃ নির্দেশক হলো সেসব পদার্থ যারা নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল, ক্ষার না নিরপেক্ষ তা নির্দেশ করে। যেমন– লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ, ফেনোফথ্যালিন ইত্যাদি নানা রকমের নির্দেশক।
প্রশ্ন-১০। বিয়োজন বিক্রিয়া কাকে বলে?
উত্তরঃ যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙ্গে তার সরলতম উপাদানে রূপান্তরিত হয়, তাকে বিয়োজন বিক্রিয়া বলে।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।