স্বপ্নে নদী দেখলে কি হয়: আমরা সবাই রাতে কমবেশি স্বপ্ন দেখি। স্বপ্নে আমরা অনেক রকম জিনিস দেখে থাকি তার মধ্যে একটি হলো নদী। আমরা তখন “স্বপ্নে নদী দেখলে কি হয়” তা জানার জন্য আকুল হয়ে পড়ি। তাই আজকে আমরা আপনাকে জানাবো এটি দেখলে কি হয়।
স্বপ্নে নদী দেখলে কি হয় ?
আপনি যদি স্বপ্নে নদী দেখন – তাহলে এর অর্থঃ আপনার সরকারী চাকুরী লাভের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও স্বপ্নদ্রষ্টা স্বপ্নে নদীকে কি অবস্থায় দেখতে পেল তা ভালোভাবে বুঝে ব্যাখ্যা করতে হবে।
যেমন স্বপ্নদ্রষ্টা যদি নিচের অবস্থায় গুলো স্বপ্নে দেখতে পায়। তাহলে তার ব্যাখ্যা ভিন্ন হবে।
স্বপ্নে নদীর পানি পরিষ্কার দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর পানি পরিষ্কার দেখন – তাহলে এর অর্থঃ আপনার জিবনে সুখ-শান্তির নিদর্শন করে।
স্বপ্নে নদীর পানি অপরিষ্কার দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর পানি অপরিষ্কার দেখন – তাহলে এর অর্থঃ আপনার জিবনে ভাবনা-চিন্তা ও দুঃখ-কষ্টের লক্ষণ।
স্বপ্নে নদী পাড় হতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদী পাড় হতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার জিবনে দুঃখ-কষ্ট দূর হবার লক্ষণ।
স্বপ্নে নদীতে ডুবতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীতে ডুবতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার জিবনে বিপদের আলামত।
স্বপ্নে নদীর উপর দিয়ে হাঁটতে দেখলে
আপনি যদি স্বপ্নে নিজে কে নদীর উপর দিয়ে হাঁটতে দেখন – তাহলে এর অর্থঃ আপনাকে দ্বীনের এলেম শিক্ষার নিদর্শন করে।
স্বপ্নে নদীতে গোসল করতে দেখলে
আপনি যদি স্বপ্নে নিজে কে নদীতে গোসল করতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার পাপ মুক্তি ও সুখের চিহ্ন।
স্বপ্নে নদীতে জাহাজ ভাসতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীতে জাহাজ ভাসতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার বিদেশে ভ্রমণ করার সু-ভাগ্য হইবে।
স্বপ্নে নদীতে তীব্র স্রোত দেখলে
আপনি যদি স্বপ্নে নদীতে তীব্র স্রোত দেখন – তাহলে এর অর্থঃ আপনার প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
স্বপ্নে নিজের ঘরের বাইরে নদী দেখলে
আপনি যদি স্বপ্নে নিজের ঘরের বাইরে নদী দেখন – তাহলে এর অর্থঃ আপনি অতীতে কোনো অন্যায় কাজ করেছেন।
স্বপ্নে নদীতে বন্যা হতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীতে বন্যা হতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার সামনে কোনো বিপদের আশঙ্কা রয়েছে । আপনার কর্মজীবনে বড় কোন বাধা আসতে পারে।
স্বপ্নে অন্য কাউকে নদীতে স্নান করতে দেখলে
আপনি যদি স্বপ্নে অন্য কাউকে স্নান করতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার ঘরে সুখ ও শান্তি ফিরিয়ে আনার সংকেত বহন করে।
স্বপ্নে নদীতে সাঁতার কাটতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীতে সাঁতার কাটতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার নিজের যোগ্যতা দিয়ে সরকারি চাকুরী পাওয়ার ইঙ্গিত করে।
স্বপ্নে নদীর নোংরা জল হাতে নেবার পর পরিষ্কার দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর নোংরা জল দেখেন কিন্তু সেই জল হাতে নেবার পর যদি পরিষ্কার দেখন – তাহলে এর অর্থঃ সেই স্বপ্ন শুভ ও অশুভ উভয় ফল দেয় |
স্বপ্নে নদীর জল পান করতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর জল পান করতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার মানসিক শান্তির ইঙ্গিত দেয় ।
স্বপ্নে নদীতে ভ্ৰমণ করতে দেখলে
আপনি যদি স্বপ্নে কখনো নিজেকে নদীতে ভ্ৰমণ করতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার কাজে সফলতা আসবে।
স্বপ্নে নদীর ঢেউ দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর ঢেউ দেখন – তাহলে এর অর্থঃ আপনার জীবনে কোনো বিপদ আসবে না। বা বিপদ এলেও সেই বিপদ কেটে যাবে।
স্বপ্নে নদীর জলে কোনো কিছু হারিয়ে যেতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর জলে কোনো কিছু হারিয়ে যেতে দেখন – তাহলে এর অর্থঃ আপনি বা আপনার পরিবারের কেউ কোন বড় ও জটিল রোগে আক্রান্ত হতে পারেন ।
স্বপ্নে নদীর জল কমতে বা শুকাতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর জল কমতে বা শুকাতে দেখন – তাহলে এর অর্থঃ আপনি পূর্ণের পথকে বর্জন করে পাপাচারে লিপ্ত হবেন।
স্বপ্নে নদীতে মাছ ধরতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীতে মাছ ধরতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার স্বপ্ন শুভ । আপনার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে।
স্বপ্নে অন্য কে নদীতে মাছ ধরতে দেখলে
আপনি যদি স্বপ্নে অন্য কে নদীতে মাছ ধরতে দেখন – তাহলে এর অর্থঃ আপনার পরিবারে নতুন কোন অতিথি আসতে চলেছে।
সেই অথিতি আপনার জীবনে কোন বিপদ ডেকে আনতে পারে। এবং সেই বিপদ আপনার পরিবারে অশান্তির কারণ হয়ে উঠতে পারে |
স্বপ্নে নদীর ঢেউয়ের সাথে নিজেকে দৌড়াতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর ঢেউয়ের সাথে নিজেকে দৌড়াতে দেখেন – তাহলে এর অর্থঃ আপনার ঘনিষ্ঠ কারোর সাথে সম্পর্ক ছিন্ন হবে। আপনার জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে।
স্বপ্নে নদীর জলে মাছ দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর জলে মাছ দেখেন – তাহলে এর অর্থঃ আপনার ঘরে প্রচুর অর্থ আসবে।
স্বপ্নে নদীর পরিষ্কার জল ছেড়ে নোংরা জল পান করতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর পরিষ্কার জল ছেড়ে নোংরা কাদা-মিশ্রিত জল পান করতে দেখেন – তাহলে এর অর্থঃ আপনি বিবাহিত সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
স্বপ্নে নদীর জলে পড়ে যেতে দেখলে
আপনি যদি স্বপ্নে নদীর জলে পড়ে যেতে দেখেন এবং খুব ভয় পেতে দেখেন – তাহলে এর অর্থঃসেই স্বপ্ন কোন অশুভ কিছুর সংকেত ।
আশা করি আপনারা স্বপ্নে শুকনো নদী দেখলে কি হয় ? তা জানতে পেরেছেন। তবে এটি যে সব সময় ঘটবে, এমটা না। তো চিন্তা করা কিছু নেই। যদি পোস্টটি ভালো লেগে থাকে তা হলে আরো কয়েকটি পোস্ট পড়তে ভুলবেন না।