এক্স রে কে আবিষ্কার করেন?: আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে, টাইটেলে দেওয়া প্রদত্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।
এক্স রে কে আবিষ্কার করেন?
এক্স রে কে আবিষ্কার করেন?
উত্তর : এক্স-রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন।
এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–
১। এক্স-রে কি?
উত্তর : এক্স-রে হলো অতিক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ ভেদন ক্ষমতাসম্পন্ন এক প্রকার বিকিরণ।
২। এক্স-রে কত প্রকার?
উত্তর : এক্স-রে ২ প্রকার।
৩। এক্স-রে আবিষ্কার হয় কত সালে?
উত্তর : ১৮৯৫ সালে।
৪। রন্টজেন কি আবিষ্কার করেন?
উত্তর : রঞ্জনরশ্মি বা এক্সরে।
৫। এক্সরে এর একক কী?
উত্তর: রনজেন।
৬। রন্টজেন কত সালে প্রথম নোবেল পুরষ্কার লাভ করেন?
উত্তর : ১৯০১ সালে।
৭। এক্সরেতে কোন ধাতুর কুন্ডলী থাকে যা থেকে ইলেকট্রন নির্গত হয়?
উত্তর : টাংস্টেন।
আশা করি আপনারা বিষয়টি বুজতে পেরেছেন। যদি ”এক্স রে কে আবিষ্কার করেন?” বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন।