৯৮+ ভাষা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | মাতৃভাষা নিয়ে কবিতা

ভাষা নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে ভাষা নিয়ে উক্তি,মাতৃভাষা নিয়ে কবিতা আমাদের সবার প্রিয়। উক্তি আমাদের জীবনকে নতুন করে জাগিয়ে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া উচিত। কেনও বা প্রিয় হবে না, কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য ভাষা নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস। যা আপনাদের খুবই ভালো লাগবে।

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤❤

ভাষা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

ভাষা নিয়ে উক্তি স্ট্যাটাস

“নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মেটে কি আশা?—রঙ্গলাল”

“মাতৃভাষা শব্দে মুক্তির পথে জড়িয়ে আছে” – সুব্রত মিত্র। মাতৃভাষা স্বাধীনতা, স্বাধীনতা এবং ভাষার মুক্তির প্রতীক।

“মাতৃভাষায় আমি জগৎ ভাষা শিখিয়াছি” – কুন্দন মাল্লিক। মাতৃভাষার মাধ্যমে পৃথিবীর অন্যান্য ভাষা শেখা যায়।

“ভাষা সবার আদর্শ, ভাষা সবার মাতৃভাষা” – জতীন্দ্রনাথ সরকার। ভাষা সম্পর্কে সকলের সমানাধিকার এবং সম্মান প্রকাশ করার একটি উক্তি।

“যে ভাষা দুর্বোধ্য তাকে মােটেই ভালাে ভাষা বলা যাবে না।—জর্জ হার্বাট”

“ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে। কলমের মুখ হতে মানুষের মুখে নয়। উল্টোটা চেষ্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। – প্রমথ চৌধুরী”

“স্বল্পভাষী মানুষই সর্বোত্তম। – সেক্সপিয়ার”

“প্রকাশ করার ভঙ্গি এবং ভাষা দুটোই মানুষকে আকৃষ্ট করে। – ওয়েস্ট ওয়ার্থ”

“সঙ্গীতের ভাষাই বিশ্বের ভাষা।—জন উইলিয়াম”

“মানব জীবনের সবচাইতে কৃতিত্ব হইতেছে মুখের ভাষাকে আয়ত্তে রাখিতে সমর্থ হওয়া। – ইমাম গাজ্জালি”

“ভাষা হল চিন্তার পােশাক। – জনসন”

“আমি বাঙালি আমি বাঙালি বলে ভুবন ভরা” – আতুলপ্রসাদ সেনগুপ্ত। বাংলা ভাষার ব্যক্তিগত ও সাংস্কৃতিক গর্ব প্রকাশ করার একটি উক্তি।

“মাতৃভাষার দর্শন মানুষের সাহস” – রবীন্দ্রনাথ ঠাকুর। মাতৃভাষা ব্যক্তির সাহস ও উদ্ভাবন প্রকাশ করে।

“নিজের ভাষাকে সমৃদ্ধ করতে হলে বিদেশী ভাষা সম্বন্ধে জ্ঞানার্জন করতে হবে। – বাটলার”

“ভাষা হচ্ছে ইতিহাসের দলিল এবং কবিতার জীবাশ্ম।—ইমারসন”

Also Read: বউ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

“মা এবং মায়ের মুখের ভাষা দুটোর মূল্যই সমান। – বেঞ্জামিন হ্যারিসন”

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
সবাইকে ভাষা শহীদ দিবসের শুভেচ্ছা

“মাতৃভাষা প্রেমে উদ্ভাবিত মধুসূদন বেল্লাড়া” – কাজী নজরুল ইসলাম। মাতৃভাষা প্রেমে ব্যক্তির হৃদয়ে মধু উদ্ভাবিত হয়।

“মায়ের মুখের ভাষাকে আমি যেমন শ্রদ্ধা করি তেমনি এর অশ্লীল প্রয়ােগকে মনে প্রাণে ঘৃণা করি। – টমাস ডিডিন”

“কারাে কারাে মুখের ভাষাই অস্ত্রের মতাে ধারালাে।—জন লাভার”

“সমুদ্রের মধ্যে হাজার হাজার প্রবাল আপন দেহের আবরণ মােচন করতে করতে কখন এক সময়ে দ্বীপ বানিয়ে তােলে। তেমনি বহুসংখ্যক মন আপনার ভাষাদ্বীপ। – রবীন্দ্রনাথ ঠাকুর”

“যে জাতি তার দেশ ও ভাষাকে যত বেশি মর্যাদা দেবে সে দেশ তত বেশি উন্নত হবে।—জি, মাে, স্ত”

“ইংরেজি আমাদের পক্ষে কাজের ভাষা, কিন্তু ভাবের ভাষা নহে। – রবীন্দ্রনাথ ঠাকুর”

“দুনিয়ার সকল মানুষই মাটির ভাষায় কথা বলে।—মিঃ ফ্রিম্যান”

“ভাষা ও বক্তৃতা দেওয়ার শক্তি হল খােদার সরাসরি দান। – ওয়েবস্টার”

“ভাষা হচ্ছে মন্দিরের মতাে, যেখানে আত্মা বিচরণ করে।—লর্ড চেস্টারফিল্ড”

“কোনাে বিশেষ ব্যক্তি কর্তৃক পৃথিবীর কোনাে ভাষাই সৃষ্টি হয় নি। মানব সমাজ যুগ যুগ ধরে অলক্ষিতে একটি ভাষা গড়ে তােলে। – প্রমথ চৌধুরী”

“ভাষা হচ্ছে পবিত্র মন্দিরের মতাে, যেখানে মানুষের আত্মা পরম নিশ্চিত আশ্রয় খোঁজে। – এডওয়ার্ড কোক”

“যে বিদেশী ভাষা সম্বন্ধে অজ্ঞ, সে নিজের ভাষা সম্বন্ধেও কিছু জানে না।—গ্যাটে”

“মাতৃভাষা নিয়ে যোগাযোগে আপনার ভাষা সুন্দর করুন” – রবীন্দ্রনাথ ঠাকুর। মাতৃভাষা মাধ্যমে আমরা যোগাযোগ ও সম্প্রদায় সৃষ্টি করি।

“আমি বাঙ্গালি, বাঙ্গালি আমি” – কাজী নজরুল ইসলাম। এই উক্তি দ্বারা কাজী নজরুল ইসলাম তাঁর ভাষার গর্ব প্রকাশ করেছেন।

“মাতৃভাষা একটি জন্মভূমির মতো” – সুনীল গঙ্গোপাধ্যায়। মাতৃভাষা একটি মানুষের স্বদেশের মতো, যেখানে সে আত্মা পেয়ে থাকে।

“মাতৃভাষায় মন মাতানো কষ্ট নেই” – শামসুর রাহমান। মাতৃভাষা মনে আনন্দ এবং সুখ প্রদান করে।

“প্রাচীন সাহিত্যের ভাষা অলংকারের আতিশয্যে অবনত। – নােয়া ওবেস্টার”

“আমার ভাষা, আমার স্বপ্ন” – শেখ মুজিবুর রহমান। বাংলা ভাষা মুক্তিযুদ্ধের প্রধান প্রচারিত নারী নেতৃত্বের একটি প্রতীক।

“বাংলা ভাষা জগতের সুন্দরী মহাভাষা” – সৈয়দ মুজতবা আলী। বাংলা ভাষার সুন্দর সুস্থ অবস্থাকে প্রশংসা করার একটি উক্তি।

“এক এক সমাজের সকল মানুষের অর্থবােধক ধ্বনির সমষ্টিই ভাষা। – মুহাম্মদ আবদুল হাই”

“ভাষা বহুশোধু দরবার করে, সে গরীবের গোরা” – জীবনানন্দ দাশ। বাংলা ভাষার সমর্থন করার প্রেমে বিভিন্ন শ্রেণীর মানুষের সমর্থন দেয়।

যাদের বিনিময়ে পেয়েছি আমরা বাংলা ভাষা
তাদের সবাইকে এই ভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা

“আমি বাংলা বলতে পারি না, তবে বাংলা ভাষায় গান গাই” – লতা মঙ্গেশকর। বাংলা ভাষায় গান গাইতে এবং রচনা করতে এই উক্তি তাঁর ভাষার প্রেম প্রকাশ করে।

ভাষা শহীদদের স্মরণে সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা।

“দেশ ও জাতির বড় সম্পদ তার ভাষা ও সাহিত্য। সব দেশে, সব যুগে ভাষা ও সাহিত্য শিল্পকে অবলম্বন করেই সম্ভব হয়েছে সবরকম উন্নতি ও প্রগতি।—আবুল ফজল”

“ভাষা জিনিসটা পণ্ডিত বা মােল্লার হাতের মােরব্বা নয়, দেশের জলবায়ু ও আলােকে ইহা সৃষ্ট হইয়া থাকে। ইহা স্বীয় জীবন্ত গতির পথে ইচ্ছা বর্জন ও গ্রহণ করিয়া চলিয়া যায়, স্বীয় ললাটলিপিতে কোনাে শিক্ষকের ছাপ মারিয়া পরিচিত হইতে চায় না। – দীনেশচন্দ্র সেন”

“বাংলা ভাষা স্বাধীনতার মধ্যে অবিভাজ্য অংশ” – রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষা স্বাধীনতা সংগ্রামে বাঙালি জনগণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জনপ্রিয় ছিল।

“মাতৃভাষা জাতির প্রতীক, সংস্কৃতির আদর্শ” – প্রতুল চন্দ্র গোস্বামী। মাতৃভাষা জাতির সম্মান, সংস্কৃতির মূল্য এবং গর্বের একটি চিহ্ন।

“মাতৃভাষা মানুষের জীবনের একটি স্বপ্ন” – মহাত্মা গান্ধী। মাতৃভাষার মূল্য মানুষের জীবনে অপরিসীম।

এই ভাষা দিবসে সকল ভাষা শহীদদের মাগফিরাত কামনা করছি।

মাতৃভাষা নিয়ে কবিতা

দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি
একুশে ফেব্রুয়ারী,
একুশের রক্তেলেখা – আন্তর্জাতিক মাতৃভাষা।
একুশ একুশ বলে আবার বাংলারই প্রান্তরে,
রক্তাক্ত গোলাপ রক্তে রাঙানো তাঁর মুখ।
এই রক্ত বিলাসী গোলাপটি কাহার তরে –
একুশের রক্তেলেখা বুকে এঁকে করেছি পণ।
ভুলবো না তোমায় কভু অসুখ দুঃখক্ষণ,
সালাম – বরকত – রফিক – জব্বার।
আরো হাজার শত ভাইয়ের রক্তে ভেজা,
২১ শে ফেব্রুয়ারী
স্মৃতির জানলা খুলে আজই মোদেরই অন্তরে।
ঐ যে দর্শিত বোনের ক্রন্দন আর মায়ের হাহাকার,
জাগিয়ে তোলে বায়ান্নর কত ধিক্কার।
পাকিস্থানের শাসকেরা করল আইন জারি,
উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা দাও ছাড়ি।
যুদ্ধ শুরু করেন – সকল দামাল ছেলে,
প্রাণ দিয়ে শহীদ হন, জয়টুকু মেলে।
স্বাধীন হল বাংলাদেশ তাদের ত্যাগের জন্য,
ধন্য মোরা সবাই আজ তাদের ত্যাগের জন্য।
বাংলা ভাষার মর্যাদা সবাই মোরা চাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল তাই।
তাইতো সবার মুখে মুখে একই রকম বানী,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।

কবিতা ১

নীল আকাশের গোধূলির বুকে
উকিঁ মারে তাজা শোকের প্রতিশ্রুতি।
চোখের জলে ব্যথার কাপঁনে
ফিরে এলো সেই বেদনার দিন।
একুশে ফেব্রুয়ারি স্মৃতির পরশে,
কৃষ্ণচুড়ার ডাল ভেংগে যায়।
পলাশের লালে কারবালার স্মৃতি,
জাগে ক্রন্দন,আমার বুকে সীমাহীন বেদনার।
সবে মিলে করি শোক গীতি
শুভ্র গোলাপ সজ্জিত হলো,
ফেরদৌস গুলবাগ।
আজ এসেছে একুশ ফেব্রুয়ারি মোদের,
রেখে গেছে তারা আগামীর তরে।
আজ হতে শত বছর ধরে শহীদ মিনারে পুস্পের মালা দিব সবে,
এই দিনে কামনা মোদের
আলোকিত হোক আত্মা তোমাদের।।

কবিতা ২

একুশ মানে চেতনা আমার,
মায়ের ভাষায় কথা বলার;
একটা স্বাধীন দেশের জন্য,
সবাই মিলে যুদ্ধ করার।
একুশ মানে লুকানো বীজ,
একাত্তরে ফলবে ফসল;
রাজপথের ঐ রক্তের দাগ,
একদিন তা হবেই সফল।
একুশ মানে ফিরে পাওয়া,
আমার সকল অধিকার;
বুক ফুলিয়ে বলতে পারি,
বাংলা আমার স্বাধিকার।
একুশ মানে প্রভাত ফেরী,
শীতের শাল জড়িয়ে গায়ে;
সবার হাতে ফুলের তোড়া,
হাঁটছি সবাই খালি পায়ে।
একুশ মানে শহীদ মিনার,
আলপনা আর তাজা ফুলে;
পুষ্পস্তবক রাখছে সবাই,
রাজনীতি আর বিভেদ ভুলে।
একুশ মানে বাংলা মায়ের,
প্রাণ জুড়ানো মুখের ভাষা;
স্বপ্ন সাধের সেই ভাষাতে,
মেটাই মনের সকল আশা।
একুশ মানে বই মেলাতে,
উপচে পড়া ভীরের মাঝে;
জম্পেশ এক আড্ডা হলে,
মন বসেনা কোন কাজে।
একুশ মানে নতুন বই,
নতুন মোড়ক উন্মোচন;
কোন বইটা কিনবো প্রথম,
কিছুতে ভেবে পায়না মন।
একুশ মানে পুরোনো স্মৃতি,
হাতড়ে বেড়াই নিজের মনে;
প্রভাত ফেরী শহীদ মিনার,
সব ছেড়ে তুমি নির্বাসনে।

কবিতা ৩

২১ ২১ বলে আবার বাংলারই প্রান্তরে
স্মৃতির দুয়ার খোলে আজই মোদেরই অন্তরে।
ঐ যে বোনের ক্রন্দন আর মায়ের হাহাকার,
জাগিয়ে তোলে বায়ান্নর কত ধিক্কার।
পাকিস্থানের শাসকেরা করল আইন জারি,
উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা দাও ছাড়ি।
যুদ্ধ শুরু করেন – সকল দামাল ছেলে,
প্রাণ দিয়ে শহীদ হন, জয়টুকু মেলে।
স্বাধীন হল বাংলাদেশ তাদের ত্যাগের জন্য,
ধন্য মোরা সবাই আজ তাদের ত্যাগের জন্য।
বাংলা ভাষার মর্যাদা সবাই মোরা চাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল তাই।
তাইতো সবার মুখে মুখে একই রকম বানী,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে ভাষা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।

Leave a Comment