৯৮+ উপকার নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস | উপকার নিয়ে বানী

উপকার নিয়ে উক্তি: আমরা সবাই কম বেশি উক্তি পড়ে থাকি। তার মধ্যে উপকার নিয়ে উক্তি আমাদের সবার প্রিয়। কেনও বা প্রিয় হবে না। কারণ এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য উপকার নিয়ে উক্তি ক্যাপশন এসএমএস,উপকার নিয়ে বানী। যা আপনাদের খুবই ভালো লাগবে।

উপকার নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস, উপকার নিয়ে বানী

তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤

  • উপকার নিয়ে স্ট্যাটাস
  • উপকার নিয়ে কবিতা
  • উপকার নিয়ে উক্তি
  • উপকার নিয়ে ক্যাপশন
  • উপকার নিয়ে বানী

উপকার নিয়ে উক্তি স্ট্যাটাস

কি ভাবছেন ! মানুষের উপকার করলে, মহান হবেন ! ভুল ভাবছেন, বর্তমানের স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। এটাই বাস্তব সত্য।

কারো উপকার না করে অপকার করো, উপকার করলে ভুলে যাবে, আর অপকার করলে সারাজীবন মনে রাখবে।

কারও উপকার করা আমার কাছে পূণ্য লাভের সমান, এমন সব কাজ আমার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।

তুমি মানুষের যত বড়ই উপকার করো না কেন, পরবর্তী সময়ে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না কেউ।

নিজের দুঃখগুলো বালিতে লিখে রাখুন, যাতে তা সহজেই ধুয়ে মুছে যায়; আর উপকারগুলো লিখে রাখুন পাথরের ওপর, যেন তা হাজার হাজার বছর পরেও সেখানে থেকে যায়।

সৎ শিক্ষা ও সৎ পরামর্শের চেয়ে কোন উপকারেরই অধিক মূল্য হয় না৷

যদি কেউ না চাইতেও তোমার উপকার করে তবে তাকে কখনো ভুলে যেও না এবং সুযোগ পেলেও তার প্রতিদান দিও, কারণ আজকাল উপকার করার মানুষ চাইলেও পাওয়া যায় না।

সময় বুঝে নিস্তব্ধ বা চুপ করে থাকার উপকার কতটা আপনি হয়তো তা অভিজ্ঞতা না থাকলে বুঝতে পারবেন না।

উপকার করলে যে পিঠের ছাল থাকেনা, অর্জুন গাছটা তার সবচেয়ে বড় প্রমাণ!

আমরা হয়তো সকলের উপকার করতে পারবো না, তবে যাদের উপকার করার সুযোগ পাওয়া যাবে তাদের ক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে পিছিয়ে যাওয়া ঠিক নয়।

এই ভুবনে মানব জনমের উদ্দেশ্যই হল মানবজাতির সেবা করা, একে অপরের জন্য সহানুভূতি রাখা এবং মনে অন্যদেরকে যথা সম্ভব উপকার করার ইচ্ছে থাকা।

উপকার করার মাধ্যমে কেউ কোনোদিন গরিব হয়নি।
— আন্না ফ্রাংক

আমাদের মূল লক্ষ্য হলো অন্যের উপকার করা। তবে আপনি যদি না পারেন সেক্ষেত্রে অন্তত তাদের ক্ষতি করা থেকে বিরত থাকুন।
— দালাই লামা

দেখনা করিয়া কারো, কিছু উপকার, কতটাই শান্তি পায়, আত্মায় তোমার। যা কিছু করেছ নিজে,সৎ পথের আয়, বিলিয়ে কিছু টা তারে, দেখ অসহায়। অপরেরই দুঃখে যদি, কাঁদাও অন্তর, জানবে সে মানবতা, রয়েছে তোমার।

মানুষ এমনই হয়, ‘প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোসামোদ ভাবে। সদুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে

নিস্তব্ধ বা চুপ থাকার উপকারিতা এত যে আপনি তা গুণেও শেষ করতে পারবেন না।
— শিভানন্দ

বুড়ো হয়ে আপনি কখনো অন্যের উপকার করতে পারবেন না।আর উপকার করার জন্য বুড়ো কিংবা বয়স কোনো বিষয় না।
— জর্জ বার্নস

আমি মনে করি মানুষের উপকার করা প্রতিদিনই আপনাকে নতুনত্ব অনুভব করাতে সক্ষম।
— নাওমি হ্যারিস

অন্যের উপকারের মাঝেই আমাদের নিজেদের উপকারটি নিহিত। আমরা যদি কাউকে উপকার করি তবে তা একটি বৃত্ত প্রদক্ষিণ করে আমাদের কাছেই ফিরে আসে।
— ফ্লোরা এডওয়ার্ডস

জীবন খুব ছোট যত বেশি পারেন অন্যের উপকার করুন। এতে করে মৃত্যুর পরেও বেশি মানুষের হৃদয়ে বেচে থাকতে পারবেন।
— রবিন শার্মা

 অন্যের উপকার করার মাঝেই আমাদের উপকারও নিহিত থাকে। আমরা কখনো যদি কাউকে উপকার করে থাকি তবে তা একটি বৃত্ত প্রদক্ষিণ করার মত আমাদের কাছেই একসময় ফিরে আসে।

কোনো কোনো ব্যক্তি উপকার পেয়েও উপকারিকে ভুলে যায়, তাদেরকে আমি স্বার্থপর বলে মনে করি।

আমাদের দেহে যোগ ব্যায়ামের অভ্যাসের ফলে যে কত উপকার হয় তা হয়তো কাউকে বলে বোঝানো যায় না, তা শুধু নিজেই অনুভব করা যায়।

উপকার করে যাও,চেওনা প্রতিদান, আল্লাহ‌ দিবেন তোমায় সর্বোচ্চ মান।উপকার কর যত,মানব-দানব,জীন-ইনসান, নিঃস্বার্থ করে যাও,যত জীব-জানোয়ার,যত প্রাণ।

আমরা একে অপরের উপকার করার মাধ্যমেই উন্নতি সাধন করতে পারব।
— রবার্ট ইংগারসোল

অন্যের উপকার করার জন্য আপনার কোনো কারণ দরকার নেই।
— সংগৃহীত

আমি বিশ্বাস করি পৃথিবী একটি বিশাল পরিবার এবং আমরা তার সদস্য। তাই আমাদের একে অপরের উপকার করতে হবে।
— জেট লি

Also Read: প্রশংসা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস

উপকার নিয়ে বানী

বুড়ো হয়ে গেলে হয়তো আপনি অন্যের উপকার তেমন ভাবে করতে পারবেন না, তবে মনে প্রবল ইচ্ছে থাকলে উপকার করার জন্য বয়স কোনো বিষয় না।

যুদ্ধ থেকে কোনো প্রকার উপকার আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।
— ভার্জিল

আমি আজ অবধি কারও উপকার করতে পিছ পা হই নি, কারণ এর মধ্য দিয়ে আমি মনে অনেক শান্তি পাই।

জীবনের সঠিক মানে তখনই পাওয়া যায় যখন আপনি অন্য কারোর উপকার করার মধ্য দিয়ে নিজের সুখ খুঁজে পাবেন।

আমি কারও উপকার করে থাকলে তা নিয়ে সবার কাছে গেয়ে বেড়াই না, কারণ আমি উপকার মন থেকে করি, লোক দেখানোর জন্য নয়।

যেকোনো রকম যুদ্ধ থেকে কোনও প্রকার উপকার যদি কেউ আশা করে থাকে তবে তা বোকামি ছাড়া আর কিছুই নয়।

মানব জনমের উদ্দেশ্য হলো মানবজাতির সেবা করা, সহানুভূতি দেখানো এবং অন্যের উপকার করার ইচ্ছা থাকা।
— আলবার্ট স্কিউজার

উপকার করুন যখন সময় পান, উপকারের কোনো ধরা বাধা সময় নেই।
— সংগৃহীত

সময়ে একে অপরের উপকার করার মধ্য দিয়েই আমরা নিজের মানসিকতার উন্নতি সাধন করতে পারি।

উপকার করে যাও, প্রতিদানের কথা ভেবে না।

সেধে কারো উপকার করতে গিয়ে কৈফিয়তের সম্মুখীন হওয়ার চেয়ে চুপচাপ সুনসান নির্বাক থাকা শ্ৰেয়।

আমাদের জীবনকাল খুব ছোট হয়, তাই যত বেশি পারা যায় অন্যের উপকার করুন, এর ফলস্বরূপ মৃত্যুর পরেও আপনি মানুষের হৃদয়ে জীবিত থাকতে পারবেন।

লোক দেখানো উপকার করলে হয়তো তুমি অনেক নাম পাবে, কিন্তু মন থেকে কাউকে একবার সাহায্য করে দেখো আত্মা শান্তি পাবে।

মাঝে মাঝে কারও উপকার করার পরও তাদের কু-মন্তব্য শুনতে হয়। এসব ব্যক্তি অতি সহজেই নিজের দুর্দিনে পাওয়া উপকারের কথা ভুলে যায়৷

জীবনের আসল মানেটা তখনই ফুটে উঠে যখন আপনি অন্যের উপকার করার মাঝে নিজের সুখ খুজে পান।
— আলবার্ট আইনস্টাইন

উপকার নিয়ে ক্যাপশন

যে ব্যক্তি উপকারের প্রতিদান দিতে জানে, তাদের মধ্যেই মনুষ্যত্বের বিকাশ ঘটে। কিন্তু যারা সুবিধাবাদী তাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানের অভাব থেকে যায়।

মানুষের উপকার করার মাধ্যমে আমরা প্রতিদিনই নিজের মধ্যে এক নতুনত্ব অনুভব করাতে সক্ষম হতে পারি।

উপকার কাওকে করে যদি কথার আঘাতই সহ্য করতে হয় তাহলে সেই উপকার না করাই ভালো।

আজকাল কারও উপকার করার মত কৃতজ্ঞ মানুষের সত্যিই বড় অভাব দেখা দিয়েছে। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত।

যখনই সুযোগ পান সময় না দেখে উপকার করে যান, কারণ উপকার করার কোনোও ধরা বাধা সময় নেই।

অকৃতজ্ঞ মানুষেরা তোমার উপকারের দাম দেবেনা, বরং স্বার্থ শেষ হয়ে গেলে কিভাবে তোমায় অপদস্ত করা যায় তার চিন্তা ভাবনা করবে।

আপনার দুঃখগুলোকে বালিতে লিখে ফেলুন যাতে সহজেই তা মুছে যায়। আর আপনার উপকারগুলোকে লিখে রাখুন পাথরে যেন তা হাজার বছর পরেও টিকে থাকে।
— বেঞ্জামিন ফ্রাংকলিন

যোগ ব্যায়ামের উপকারিতা কাউকে বলে নয়, বরং নিজেই করুন এবং তা অনুভব করুন।
— পাওয়ান কুমার

এই দুনিয়াতে যে যত বেশি উপকার করতে চাইবে, সে তত বেশি প্রতারণা পাবে। এটাই হল দুনিয়ার কঠিন নিয়ম।

উপকার করার সুযোগ হয়তো সকলে পায় না, অথবা পেলেও এড়িয়ে যায়, কিন্তু আমি নিজের সাধ্য অনুযায়ী মানুষের উপকার করতে সর্বদাই প্রস্তুত।

কারও উপকার করতে না পারলেও অন্তত অপকার করতে যেও না।

আমরা সবার উপকার হয়তো করতে পারবো না। তবে আমরা কারোর কারোর উপকার করতে পারি।
— অরফাহ উইনফ্রে

যারা আমার উপকার করে তাদেরকে আমি প্রাপ্য প্রতিদান দিতে সর্বদাই প্রস্তুত।

কিছু মানুষ- যতই অন্যের উপকার করুক না কেনো তাদের মন ভরে না, আবার এমনও কিছু মানুষ আছে যাদের জন্য যতই উপকার করো না কেনো তাদের মন ভরে না।

আজ কাল কার দুনিয়াতে মানুষের উপকার করতে নেই, তুমি নিস্বার্থে উপকার করলেও, সে ভাববে নিশ্চই তুমি তোমার কোনো স্বার্থে তার উপকার করছো, এরপর উল্টে তোমার নামেই নিন্দা করবে।

পরের উপকার করা খুব ভাল, কিন্তু এমন উপকার করতে গিয়ে নিজেকে পথে বসিয়ে দেওয়া ঠিক নয়।

অন্য কারোর উপকার করতে হলে সাধারণত কোনো কারণের দরকার হয় না।

 উপকার করলে কেউ কোনোদিনও নিঃস্ব হয়ে যায় না, কারণ যে ভালো করে সে ভালো জিনিসই ফিরে পায়।

আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে উপকার নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না।

Leave a Comment