Anzitor 10 এর কাজ কি? | Anzitor 10 খাওয়ার নিয়ম কি? | Anzitor 10 এর দাম কত? | Anzitor 10 এর উপকারিতা কি? | Anzitor 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?

Anzitor 10: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Anzitor 10 এর কাজ কি,Anzitor 10 খাওয়ার নিয়ম,Anzitor 10 এর দাম,Anzitor 10 এর উপকারিতা,Anzitor 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া

সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।

Anzitor 10 এর উপকারিতা, Anzitor 10 এর কাজ কি, Anzitor 10 এর দাম, Anzitor 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া, Anzitor 10 খাওয়ার নিয়ম

Anzitor 10 এর কাজ কি?

Anzitor 10 ট্যাবলেট রক্তের চর্বি বা কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

Anzitor 10 এর দাম কত?

Anzitor 10 ট্যাবলেট প্রতি পিসের দামঃ১২.০০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।

Anzitor 10 খাওয়ার নিয়ম কি?

Anzitor 10 ট্যাবলেট Atorvastatin নির্দেশনার আগে রোগীকে কোলেস্টেরল কমানোর খাদ্য তালিকা দিতে হবে। সাধারণ নির্দেশনামাত্রা অনুযায়ী সকল ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা ১০ মি.গ্রা. দিনে একবার।

নির্দেশনামাত্রা এলডিএল এর প্রারম্ভিক মাত্রা, লক্ষ্যমাত্রা এবং রোগীর উপর কার্যকারিতার উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে। মাত্রা পুনঃনির্ধারণ এর ক্ষেত্রে চার সপ্তাহ বা তার বেশি ব্যবধান রাখতে হবে। ওষুধ দিনের যে কোন সময় খাবারের সাথে অথবা খাবার সময় ছাড়া সেবন করা যাবে। সর্ব্বোচ্চ মাত্রা হল দৈনিক ৮০ মি.গ্ৰা.শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে এটোরভাসটেটিন ৮০ মি.গ্রা./ দিন সম্পর্কিত কোন তথ্য নেই।

বৃদ্ধদের ক্ষেত্রে: (১৭০ বছর) ৭০ বছরের বেশী বয়স্ক রোগীর দেহে এনজিটর® (৮০ মি.গ্রা./দিন পর্যন্ত) ৭০ বছরের কম বয়স্ক রোগীদের মতই কার্যকর ও নিরাপদ৷বৃক্কের অকার্যকারিতা: মাত্রা পুন: নির্ধারনের প্রয়োজন নেই।

বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন

Anzitor 10 এর উপকারিতা কি?

এই ব্যাপারে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।

Anzitor 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?

সাধরণতঃ যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ দেখা যায় সেগুলো হলো,কোষ্ঠ কাঠিন্য, পেটফাপা, বদহজম এবং ব্যথা।

আশা করি আপনাদের এই বিষয়টি ‘Anzitor 10 এর কাজ কি,Anzitor 10 খাওয়ার নিয়ম,Anzitor 10 এর দাম,Anzitor 10 এর উপকারিতা,Anzitor 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Anzitor 10 এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।

Also Read: Anril SR এর কাজ কি

নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।

Leave a Comment