আকাশ নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় আকাশ নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য আকাশ নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤
আকাশ নিয়ে উক্তি স্ট্যাটাস
আমার ভেতর আমি শূন্য! তোমায় দেবো কি?মুক্ত আকাশ দিলাম তোমায়,, হও তুমি সুখী।
খোলা আকাশের নীচে যখন শান্ত মস্তিষ্ক নিয়ে বসে ভাবি…!! তখন দেখতে পাই আমার স্মৃতির শহরে তোমার খেলা।
আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়! কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।
খুব তাড়াতাড়ি হারিয়ে যাব ওই আকাশের তারা হয়ে। তখন কি দেখবি আমায় তোর ঘরের জানালা দিয়ে..!!
স্বপ্ন শুধু বুনতে বুনতে… আকাশ পানে অধীর চাওয়া! জীবন জানে হিসেবের খাতায় আছে তার কতোটা পাওয়া।
এক ফালি ওই আকাশ আজও তোমার খুশির খোঁজে রঙ ছড়িয়ে, প্রেম কুড়িয়ে, স্বপ্ন ঘিরেই বাঁচে!
আকাশের ঐ নীল সীমানা যেমন দিগন্তে মাটির সাথে মেশে,, তেমনি তুমি মিশে আছো আমার অনুভবে!
প্রিয় মানুষটির পাশে থাকা মানে; এক আকাশ সমান ভালোবাসার সমতুল্য।
কান্না পেলে কেঁদে নিও! জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়।
সবুজ শাখার দরাজতায় নীলচে আকাশ দিচ্ছে হাঁক,, ধুসর পায়ে চলছি আমি…অচেনা সব পথের বাঁক!
নীল আকাশের সবুজ দেশের স্বপ্ন ছোঁয়া রূপ- কথা! মন হারিয়ে পাগলপারা আমি রই অসীম তথা।
আমি দাঁড়িয়ে আছি উদাস চোখে চেয়ে! আকাশ পানে কখন এসেছে স্বপ্ন বেয়ে!
আকাশের দিকে তাকিয়ে মেঘের আস্তে আস্তে সরে যাওয়া দেখতে দেখতে অন্যরকম ভালোলাগা কাজ করে।
মন ছুঁয়ে যায় দূর দিগন্তে নীল আকাশের পারে! পাহার দেশের আবেগসুধা ডাকছে বারে বারে।
আমার নীলচে আকাশ হারিয়ে গেছে ঝড়ের সাথে ভেসে,, শুধু মেঘকে ভালোবেসে।।
যদি কখনো হঠাৎ হারিয়ে যাই… খুজে নিস ওই নীল দিগন্তে!! আমি মিশে যেতে চাই আকাশের তারা হয়ে তোমার হৃদয়প্রান্তে।
ঘরের ভেতরে মন মানে না!! তাই খোলা আকাশের নীচে সাময়িক সান্ত্বনা।
আমার আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা!! সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা।
মায়া পরী বসে ছিল নীল আকাশের দিগন্তে! আমি শুধু তাকিয়ে ছিলাম এক দৃষ্টিতে।
মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ! আর বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস!
আকাশের ঐ নীল রঙে আর ঐ নীল নদীর তীরে,, গান ধরি নতুন এক সুরে!! মিশে যাই গোধুলীর দিগন্তে।
ইচ্ছে হয় সুদূরের সেই নীল আকাশ ছুঁয়ে দেখার! তবু ছুঁতে পারি না, অস্পর্শীতেই রয়ে যাই।
তুমি মানে দূরের আকাশ হাজারো মন খারাপের কারণ,, তুমি মানে আজন্ম অসুখ তোমাকে ভালোবাসা বারণ!
আমি যদি চলে যাই নীল আকাশের কাছে! আমায় তুমি খুঁজে নিয়ো সন্ধ্যা তারার মাঝে।
আকাশের দিকে তাকিয়ে আছি এক বিশাল শুন্য দৃষ্টি নিয়ে!! সাদা মেঘের ভেলা আমাকে রেখে ছুটে চলছে ঐ দূর নীল দিগন্তে।
মেঘলা আকাশ একলা আমি একলা আমার মন! ভাবছি কবে তুমি হবে আমার আপনজন।
দূর দিগন্তে চেয়ে আছি, নীল আকাশের পানে! মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আমার ক্লান্ত এই গায়ে!
আকাশ আর মেঘ যখন মিশে একাকার হয়, অনুভূতিরা তখন বড্ড বেহায়া হয়ে ওঠে…!! আকুলতা বাড়ায় আকাশ ছোঁয়ার বাহানায়।
তোমার হাত ধরে আমি আকাশ ছুঁতে চাই!! তুমি কি হবে আমার আকাশ পথের সঙ্গী..?
বিষাদ মানে চোখের মাপে আকাশ খোঁজা; বিষাদ মানে একলা থাকার ভীষণ সাজা।
উড়তে চাই ডানা মেলে আকাশের এই বিশালতায়! কিন্তু পায়ে যে নিয়মের শিকল বাঁধা।
হোক না দূরত্ব হাজার মাইলের…!! এক আকাশের নিচেই তো আছি।
তোমার জন্য আকাশ মেঘলা, তোমার জন্য বৃষ্টি! তোমার জন্য পাপী মনে আমার আবেগ সৃষ্টি!
আমি রোজ নিয়ম করে খোলা মাঠে দৌড়ে যাই! কারন ঐ জায়গা থেকে আমি নিজের মতো আকাশ দেখতে পারি।
প্রিয়তমা তুমি এভাবে থেকে গেলেও পারতে! যেমন থাকে নীল আকাশ জুড়ে সাদা মেঘের বিন্দু।
আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই,, কেন জানি আকাশ আমার কাছে বড্ড প্রিয়..!!
যতবারই দুঃখকে ছেড়ে দিয়েছি মুক্ত আকাশের ঠিকানায়! ততবারই মায়ার টানে সে ফিরে এসেছে আমার বন্ধ ঘরের জানালায়।
নীল আকাশের দূর দিগন্তে, হারিয়ে যাবো দুজনে! ভালোবাসার গহিন বনে, রবো আমরা নির্জনে।
মেঘলা আকাশ…ঝোড়ো বাতাস বৃষ্টি ঝরুক তোমার নামে..!! শব্দেরা না হয় থাকুক বন্দী যত্নে রাখা গোপন খামে।
আমি যেখানে আকাশ দেখি, তুমি দেখো ধূসর মেঘ…! আমি যাকে ভালোবাসা বলি,,, তুমি বলো মিথ্যে আবেগ…!!
আকাশের নীল মায়ায় আর সবুজের দিগন্তে মন হারিয়ে যায় বারবার!
দিগন্তে হেলেপড়া সাদা নীল আকাশের পিছু ছুটে ছুটে আজ আমি ক্লান্ত!
নীল আকাশের নীচে এই পৃথিবী; আর পৃথিবীর পরে ওই নীল আকাশ! তুমি দেখেছো কি…
নীল আকাশের মেঘ আমি,, আকাশের নীলে নীলে ভাসি….!! রোদ্র ছায়ার খেলায় আমি মাঝে মাঝে অদ্ভুত হাসি।
হাত বাড়িয়ে আমি আকাশ ছুঁতে যাই,, কিন্তু আমার আর আকাশ ছোঁয়া হয় না!
নীরব রাতের শূন্য বুকে নীলচে আকাশ খামে! উড়ো চিঠি ডাক দিয়ে যায়,, ভালোবাসার নামে।
তুমি আকাশের বুকে বিশালতা! আমার হাসির আড়ালে থাকে বিষন্নতা।
পরের জন্মে সমুদ্র হবো,, কিনারা শেষে মিলবে আকাশ- প্রেম হবে মেঘের সাথে..!!
আকাশ নিয়ে ক্যাপশন ছন্দ
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়-
আমার কথার ফুল গো আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও.
আমার সুরের রংধনু
রচে আমার ক্ষনিক তনু
জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অতিক্ত।
কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে মেলে আঁখি সূর্য তপ্ত শিখাতে,
সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে
স্বরলিপি গেয়ে যায় হাসিয়া নিবাসে।
আজি যত তারা সেই অন্তহীন আকাশে
তবে মোর প্রাণ ভরি জীবনের প্রকাশে।
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তাহারই নাম সকল তারার মাঝে ॥
মন আকাশে বৃষ্টি আসে রৌদ্র মেঘের জুটি,
আজ নতুন আলোয় আঁধারের হচ্ছে যে খুনসুটি।।।
আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
সুন্দর আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে,
অন্তর যে আমার নৃত্য করে হৃদয়বীণায় সেতার বাজে।
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনার মূর্ছনা ধরে,
আমার জীবনে কেন বারেবারে
তাকেই মনে পড়ে ।
নীল আকাশ বলে উদার হও
ধবল মেঘ বলে ভেসে বেড়াও
অন্তরের কালিমা সব মুছে ফেল
নিঃস্বার্থ হয়ে যত্ন করো।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
আমায় আকাশ বলল
তোমার দু’চোখ,
মেঘ রঙ দিয়ে আঁকতে।
শুনে সমুদ্র বলল
তা কি করে হয়,
তার এত নীল থাকতে?
আমি কার আশা পূরণ করি বলো?
স্বপ্ন আমার আকাশ চুম্বি
বাস্তবে তাই দি হাতছানি,
হারানোর ভয় নেই যে
নিঃস্ব আমি সে তো মানি!
পাড়ি দেওয়া ভীষণ সহজ
ইচ্ছে ডানায় ভেসে
আমার কল্পনার রং লেগেছে
সুদূর ওই নীল আকাশে ।
আমার একলা আকাশ আতকে গেছে
রাতের কাছে এসে,
শুধু তোমায় কাছে পেয়ে ।
আকাশের নীরবতার সাক্ষী আছে চাঁদ,
সূর্যটা খালি লড়াই দেখে করে না প্রতিবাদ ।
আকাশ আধারাচ্ছন্ন হয়,
শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।
আকাশ সীমাবদ্ধতা নয়, এটি কেবল একটি কল্পনা।
নীল আকাশের মেঘবালিকা
আকাশের নীলে নীলে উড়ে বেড়ায়
রোদ্রের কোলে খেলে লুকোচুরি
মাঝে মাঝে কোথায় সে পালায় !
যেথায় শুধুই ভোরের আলো
সেই তো আমার আকাশ,
আঁধার সেখানে ঠাঁই পায় না
শুধুই ভালোবাসার থাকে প্রকাশ ।
জীবনের আকাশে এত সুখের জ্যোৎস্না আছে,
জানতাম না,
যদি তোমার মনের আকাশে না হারিয়ে যেতাম ।
বন্ধু একাই আমি জাগব
আঁধার আকাশে একা,
চিরদিন চেয়ে আমি থাকব
একবার তো পাবো তোমার দেখা।
এই আকাশ নতুন
বাতাস নতুন-
সবই তাহার জন্য
চোখের নতুন চাওয়া দিয়ে
করলো আমায় ধন্য।
নিত্য নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে,
যেন ভালোবাসা ছড়িয়ে আছে
নীল আকাশের পানে।
আমায় দেখতে দাও-
ওই মন ভোলানো রংধনু রং
দেখতে দাও !
এত বড় আকাশটাকে
ভরলে জোছনায়
ওগো চন্দ্র
এ রাতে হায়
তোমায় বোঝা দায়!
নীল আকাশের রংটা না হয়
ভরাক আমার হৃদয়টা,
রক্তিম লাল করুক আমায়
লাল গোলাপের বনটা।
যদি ঘুম ভেঙে যায় একারাতে
মনে পড়ে আমায় প্রিয়;
চাঁদ হয়ে ভাসবো তোমার আকাশে
মনের চোখে তে আমায় দেখে নিও ।
আকাশে আজ স্বপ্নের খেলা
মনে মেঘের মেলা ,
হারালো সুর, বাঁধিল গান
ফুরালো যে বেলা।
আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী বারি
ঐ যায় ভেসে।
আকাশের মতই সীমাহীন
সমুদ্রের মতই গভীর,
হৃদয় তোমার রাঙিয়ে দিলাম
ভালোবাসার তরীর।
আপনার সম্ভাবনা আকাশের মতো সীমাহীন হতে পারে, যদি আপনি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যান।
মনের কষ্ট গুলো আকাশ এর মতো। কখনো লাল, কখনো নীল, আবার কখনো কখনো কালো হয়ে বৃষ্টিতে পরিনিত হয়। কিন্তু সব বাদলা দিনের শেষ রৌদ্রোজ্জ্বল মুহুর্তেই হয়।
আমাদের স্বপ্ন আকাশ ছুঁয়ে যাবে, যদি আমরা তাদের ছেঁড়ে দিই।
আমি সীমাহীন আকাশে উড়তে ভালোবাসি। নীলের বিশাল শূন্যতায়, বাতাসের শব্দহীন সঙ্গীত শুনে আমার প্রাণ আনন্দিত হয়।
সূর্য যেমন আকাশকে ভালোবাসে তেমনি আমিও তোমাকেও ভালোবাসি।
আপনি একবার আকাশের স্বাদ আস্বাদন করলে, আপনি চিরকালের জন্য তাকাবেন।
আমি আকাশের চাঁদকে ভালোবাসি কিন্তু ও জানে না আমার ভালোবাসার কথা। কোনদিন জানতে পারবে বলে মনে হয় না। তাই শুধু নীরব হয়ে তাকিয়ে থাকি চাঁদের পানে।
আকাশে যখন সূর্য ওঠে পাখিরা গান গায়, ফুলেরা তাদের পাপড়ি মেলে প্রজাপতিকে চায়, তোমায় ছাড়া দুচোখ আমার কিছুই ভাবতে না চায়, তোমাকে সে রাখতে চায় তার দুটি পাতায়।
আকাশ পরিবর্তন হতে পারে কিন্তু তাদের সৌন্দর্য কখনও ম্লান হয় না।
দুঃখ গুলোকে মনের খাঁচায় বেধে না রেখে উড়তে দাও খোলা আকাশে, অসীম শুন্যতার এই দুঃখ গুলোই একদিন সুখ হয়ে ধরা দেবে।
আকাশে ভাসে মেঘ, মেঘে ভাসে বৃষ্টি, আকাশ আছে বলেই মেঘের হয়েছে সৃষ্টি। আকাশ পেতেছে বুক শুন্য যে তার দেহ, মেঘ ছাড়া সে দেহেতে ভাসবে না আর কেহ।
ছাদে বা মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকার চেয়ে মজার কিছু নেই। সব কিছু ভুলে অন্য জগতে হারিয়ে যাওয়ার মজাই অন্যরকম।
সমুদ্রের চেয়েও বড় একটি দর্শন আছে, তা হল আকাশ; আকাশের চেয়েও বড় একটি দর্শন আছে, তা হল আত্মার অভ্যন্তর।
জীবন হোক আকাশের মতন অপরিমেয়, বর্ষার মতন তাজা, শিশুর মতন উচ্ছল আর নিজের ইচ্ছার রাজা।
একটি মেঘ কখনো পুরো আকাশকে মুছে ফেলতে পারে না।
আকাশ অনেক বড়ো…তবুও সে কাঁদে!! আর আমি?? তার তুলনায় কতো ছোট? আমিও কাঁদি!! কিন্তু আকাশের মতো কাউকে সিক্ত করতে পারি না, পারি না র্বষার মতো অবিরাম ঝরতে, মেঘের মতো কাউকে আগলে রাখতে, না পারি তোমার বিরহে পাশে থাকতে।
আকাশ শিক্ষা দেয় তার মতন নির্মল হতে, বাতাস শিক্ষা দেয় তার মতন দ্রুত হতে, নদী শিক্ষা দেয় তার মতন উচ্ছল হতে, শুধু প্রয়োজন তা বোঝার মতন মানসিকতা।
আমি আমার স্বপ্ন গুলিকে সরাসরি শীর্ষে নিয়ে যাচ্ছি, এমন একটি আকাশে যার কোন সীমা নেই।
মেঘহীন সমতল নীল আকাশ যেন ফুলহীন বাগান।
আকাশ নিয়ে ক্যাপশন ছন্দ
আকাশ আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুই সম্ভব।
সূর্য দিনের আকাশে ঝলমল করে, চাঁদ রাত্রিতে। কিন্তু তুমি আমার মনের আকাশে প্রতি মুহুর্তে ঝলমল করো!
কষ্ট অনেক টা রাতের আকাশে চাঁদের মতন, যা কোনোদিন কমে…কোনদিন বাড়ে…আবার কোনোদিন পুরো অদৃশ্য হয়ে যায়। তাই কোন কিছু নিয়ে চিন্তা করোনা, সব সমস্যারই শেষ আছে।
তোমার দিনের অবশিষ্ট সময়টা হয়ে উঠুক বিকেলের আকাশের মতন রঙীন ও সুন্দর।
মহৎ আকাশ চোখকে অনুপ্রাণিত করে।
আমি আকাশ আর তুমি আমার চাঁদ। দিন হোক রাত, প্রতি মুহূর্তে তোমায় মনে পড়ে।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকানো এক অন্যরকম আনন্দ।
তুমি হলে সেই রামধনু, যাকে দেখার জন্যে একটা জানালা লাগে না, একটা গোটা আকাশ লাগে।
জীবনের সুখের রহস্য হল- আকাশের দিকে মাথা তুলে মাটিতে পা রাখা।
ঐ বিশাল আকাশের কষ্ট কি মানুষের চেয়েও বেশি? ইচ্ছে হলেই তো আকাশ তার জমে থাকা কষ্ট গুলো বৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে পারে। কিন্তু মানুষ? কিছু মানুষ আছে যারা জমে থাকা কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরিয়ে দিতে পারে না। বুকের ভেতর কষ্ট গুলো জমাট বেঁধে থাকে। আর সেই কষ্ট গুলো ধারন করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও নেই।
মানুষকে জোর করে পরাধীনতার শিকলে বন্দি করা গেলেও, মানুষের মনের স্বাধীনতা হরন করার সাধ্য কারো নেই। আকাশের মতোই মনের স্বাধীনতা সর্বব্যপী।
মন ভালো রাখার সবচেয়ে সস্তা উপায় হল- সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় খোলা আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা।
একটা মনে হাজার আলোর রোশনাই জাগাতে হাজারো রং এর প্রয়োজন। কিন্তু সেই মনের আকাশে কালো মেঘ জমানোর জন্য একটি ছোট দুঃখই যথেষ্ট।
নীল আকাশের পাখি আমি উড়ছি, একা একা পৃথিবীতে আপন লোকের পাইনি আজও দেখা, সবাই বড় স্বার্থপর, কঠিন তাদের মন, আজও এই পৃথিবীতে কেউ নেই আপন।
হারিয়ে যাবো একদিন আকাশের এক কোণে, পাবেনা আমায় সেদিন খুঁজবে সব খানে, হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জ্বলে, সেদিন বুঝবে বন্ধু কাকে বলে।
আমি জানি আকাশ ছুঁতে পারবো না, তাই বলে স্বপ্ন দেখতে তো দোষ নেই। আকাশ ছোঁয়ার ভয়ে যদি আকাশের দিকে তাকাতেই ভয় পাই, তাহলে তো স্বপ্ন দেখা ভুলে যেতে হবে।
স্বপ্নেরা স্বপ্নই, কল্পনা তাই শুধু জল রঙে সাজানো…দেখে যা এক ছুটে, আকাশটা রামধনু রাঙানো।
শুধুমাত্র হৃদয় দিয়ে আপনি আকাশ স্পর্শ করতে পারবেন।
কাল রাতে যখন আমি আকাশের দিকে তাকিয়ে ছিলাম, তোমাকে ভালোবাসার প্রত্যেকটা কারণের জন্যে একটা করে তারা গুনছিলাম…সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ করে আকাশের তারা শেষ হয়ে গেল।
আকাশ আমার কাছে একটি অসীম চলচ্চিত্র। সেখানে কী ঘটছে তা দেখতে আমি কখনই ক্লান্ত হই না।
মা বলতেন আকাশে কোথাও পরীরা আছে, আজও এই চোখ আকাশের পরীকে খোঁজে।
যখন তোমাকে খুব মিস করি, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি। জানি সেখানে তোমাকে দেখা পাবো না, কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে, দুজনে এক আকাশের নিচেই তো আছি।
আকাশ এখানে অসীম নীল, ডানা মেলে উড়ে যায় স্বপ্নের গাংচিল, স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়, এই দিগন্ত চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়?
আমরা সবাই একই আকাশের নীচে বাস করি, কিন্তু আমাদের সকলের দিগন্ত এক নয়।
যতদিন আকাশে তারা আছে, আমি তোমাকে ভালোবাসবো।
আকাশকে বুঝতে হলে আগে আকাশের মতো নির্মল এবং স্বচ্ছ হতে হবে।
আপনি যদি কখনও হারিয়ে যান বা একা বোধ করেন, তাহলে আকাশের দিকে তাকান। তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে।
প্রতিটি সূর্যাস্ত নিজেকে রিসেট করার সুযোগ। প্রতিটি সূর্যোদয় হল পুনরায় কেন্দ্রীভূত হওয়ার সুযোগ। আর প্রতিটি রাতের আকাশ নম্রতা খুঁজে পাওয়ার সুযোগ।
আকাশ তুমি মেঘলা কেনো, বকলো তোমায় কে? রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে? তা নাহলে সকাল থেকে কাঁদছো কেনো এতো, তোমারও কি মনটা খারাপ আমারই মতো?
আকাশ দেখে বোঝা যায় দিন কেমন যাবে, ফুল দেখে বোঝা যায় সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না যে তার মন কেমন হবে।
নীল আকাশে মেঘের বাতাসে আকাশ পটে কতো যে স্বপ্ন আঁকা রঙধনু আছে, তা গুনে শেষ করা যাবে না।
Also Read: আনন্দ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে আকাশ নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।