ইচ্ছে নিয়ে উক্তি: আমরা প্রায় সবাই কম বেশি বিভিন্ন উক্তি পড়ে থাকি। তার মধ্যে আমাদের সবার প্রিয় ইচ্ছে নিয়ে উক্তি । উক্তি আমাদের জীবনকে নতুন করে মুগ্ধতাময় আর জাগ্রত করে তোলো। আমাদের সবার এই উক্তিগুলো জেনে বুঝে পড়া এবং বুজা উচিত। এগুলো মনের ভেতর গুছিয়ে রাখা উচিত। এই উক্তি আমাদের মনকে শান্ত করে দেই এবং বিভিন্নভাবে আমাদের জাগ্রত করে তোলে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই অসামান্য ইচ্ছে নিয়ে উক্তি ক্যাপশন স্ট্যাটাস ❤❤❤। যা আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে।
তবে হ্যা আপনার যদি এই সব উক্তি ভালো লেগে থাকে। তা হলে আমাদের ওয়েবসাইটেরও অন্যান্য পোস্ট গুলো অবশ্যই পড়েবেন। ধন্যবাদ ❤❤
ইচ্ছে নিয়ে উক্তি স্ট্যাটাস
রমনী এক রকম অনাবশ্যক ইচ্ছা বিবর্ণ ঝাঁঝাঁলো। সম্প্রতি নারী শুধু কাচের ছায়া, অপ্রতিবিম্ব কাচ, শুধুমাত্র কাচ।
— রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্
শক্তি কখনো শারিরীক গঠন থেকে আসে না। শক্তি আসে ইচ্ছাশক্তি থেকে।
— মহাত্মা গান্ধী
দক্ষতা নয় বরং আপনার প্রয়োজন ইচ্ছার।
— সংগৃহীত
ইচ্ছাশক্তি আর কিছুই নয়, সহজ কথায় কোনো কিছু করার ইচ্ছা।
— বিকেএস আইএনগার
যদি তোমার বিশ্বাস থাকে তুমি পারবে। তবে তুমি পারবে। আর এটাই ইচ্ছাশক্তি।
— সংগৃহীত
Also Read: জীবনের অভিজ্ঞতা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস
ইচ্ছাশক্তি হলো সেই ক্ষমতা যার মাধ্যমে সব ধরনের শক্তি বেরিয়ে আসে।
— জন মুইর
আপনার সবচেয়ে বড় অজুহাতের চেয়ে বড় ইচ্ছা রাখার নামই,আসল ইচ্ছাশক্তি।
— সংগৃহীত
অধ্যবসায় এর মূল ভিত্তি হলো ইচ্ছাশক্তি।
— নেপোলিয়ন হিল
মানুষের কখনোই শক্তির কমতি পড়ে না, যার কমতি পড়ে তা হলো ইচ্ছার।
— ভিক্টর হিউগো
ইচ্ছাশক্তি ছাড়া মানুষের কোনো ধরনের আধ্যাত্মিক ক্ষমতা বা শক্তি নেই।
— হনরি ডি বালজাক
যদি তুমি একটি সুখী জীবন পেতে চাও, তাহলে জীবনকে নিজের ইচ্ছাগুলোর সাথে বেধে দাও, কোনো মানুষ কিংবা বস্তুর সাথে নয়।
— আলবার্ট আইনস্টাইন
ইচ্ছাশক্তিই হলো সফলতার চাবি। এটা কোনো বিষয় নয় যে সফল ব্যক্তিরা প্রচুর দুঃখ কষ্ট ভোগ করে। মূল বিষয় এটাই যে তারা ভয় এবং সন্দেহকে দূর করতে সফলকাম হয়।
— ড্যান মিলম্যান
ইচ্ছাশক্তি হলো একটা পেশির মতো। আপনি যত বেশি এটাকে ব্যবহার করবেন এটা ততই শক্তিশালী হবে।
— মার্টিন গিনিস
ইচ্ছাশক্তি ছাড়া কোনো কিছুর প্রাপ্তিই সম্ভব নয়।
— ব্রিনি ব্রাউন
ইচ্ছা থাকিলেই উপায় হয়।
— মিচেল জেনাই
যদি তোমার ইচ্ছা থাকে তবে রাস্তা আপনা আপনি বের হবে। তা হয় আজ নয়তো কাল।
— মিচেল জেনাই
পাথরের মতো শক্ত থাকতে হবে, ইচ্ছাশক্তিই একমাত্র এই কাজটি আপনার পক্ষ থেকে করে দিতে পারে।
— ক্রানিয়ে উইলসন
ইচ্ছা নিয়ে কবিতা
আমার ইচ্ছা
– হাসান আল মাহদী
হে প্রেয়সী,
আমি দূরে বহুদূরে চলে যেতে চাই
যেখানে নাই কোলাহল নেই বিবাদ
যেখানে কেউ করেনা মিথ্যে প্রতিশ্রুতি
যেখানে স্বার্থের টানে কেউ হয় না প্রীতি
যেখানে আমি আর তুমি হব আপন
থাকবেনা কোনো বাধা আর বিভাজন
যেখানে শুধু থাকব তুমি আর আমি
আর আমাদের ছোট্ট কুঠির ঘর
ভালবাসার ছোয়াতে পরিপূর্ণ হবে
শুকনো মরুভূমির ধু ধু বালুচর।
চলে এসো ছুটে এসো সেই দেশে
তুমি আর আমি রইবো এক সাথে
সুখের পরশে ভুলব সকল মনের জ্বালা
ভালবাসার ছোয়াতে ভাঙবে দুঃখের তালা
আমার যত চাওয়া হয় যেন পূরণ
মহান প্রভুর নিকট এইটুকু নিবেদন।
সব ইচ্ছে কি হয় পূরণ ?
মাঝে মাঝেই ইচ্ছে জাগে মনে
সাদা মেঘের ভেলায় ভেসে
হারাই দুরের বনে।
কখনো মেঘবালিকা হই
কালো মেঘের আড়ালে গেলে
দুর পানে চেয়ে উদাস রই ।
ইচ্ছে করে চাঁদ ছুঁয়ে বানাই বাড়ি
নীল চাঁদোয়ার আলোয় ভরপুর
সাদা প্যাচানো তার সিঁড়ি ।
মোড়ে মোড়ে সাজানো স্বপ্নদৃশ্য
রূপালী নীল ফুলের বাগানে
যেন অবাক করা এক বিশ্ব !!
কখনো ইচ্ছে জাগে মনে, হতে নীল ফড়িং
যেথায় সেথায় উড়ে বেড়াই
ধরতে গেলেই উড়ি, নাচি তিড়িং বিড়িং ।
ইচ্ছে হয় তার বাগানে উড়ে গিয়ে বসি
আমায় দেখে অবাক দৃষ্টি তার!!
দেখার ইচ্ছে সেই মিষ্টি মিষ্টি হাসি ।
ইচ্ছে করে একটা কবিতা লিখি তারে নিয়ে
অক্ষরে অক্ষরে ভালবাসার ছোঁয়া, আবেগ, অনুভূতি,
লেখা থাকবে সব ইনিয়ে বিনিয়ে ।
কবিতায় তারে নিয়ে ভাসি
সবুজ বনের মেঠো পথে হাঁটি হাতটি ধরে
কথায় কথায় খিলখিলিয়ে হাসি ।
ইচ্ছা করে, কেন ইচ্ছা করে
– মহাদেব সাহা
ইচ্ছা করে, কেন ইচ্ছা করে, একদিন উড়ে যাবো
ফিরেও আসবো না
শুধু পড়ে রবে খাঁচা, খাঁচাতেই সম্ভব করেছি বাঁচা
এই উড়ে যাওয়া, আর ফিরেও আসবো না।
তবু ইচ্ছা করে, কেন ইচ্ছে করে, একদিন
উড়ো যাবো, ফিরেও আসবো না,
পাবে না জলের তৃষ্ণা প্রত্যক্ষ রোগের গ্লানি-, গাঢ় নিদ্রা
উড়ে যেতে যেতে এই পাখিত্বেই মেলাবো অধিক, হবে প্রেম গভীর প্রণয়
আমি আর কতোটুকু এই নামমাত্র ছায়া, কায়াটা তো মেকি
একদিন যেতে হবে ঠিকই অতি এক ক্ষুদ্র পাখি হয়ে
তাকে চোখেও দেখিনি
তবু স্বভাবে বুঝেছি পাখি উড়ে যাওয়াটাই তার ধ্যেয়,
সহজ বৃষ্টির মধ্যে অধিকন্তু যায় তারা মেঘের প্রতীক
উড়ে যায়, কিন্তু কেন উড়েও যায় না, একদিন
উড়েও যায় না
তাদের আকাশ ছোট্ট খাঁচা তাও পড়ে থাকে, আর
উড়েও যায় না,
কিন্তু আমি উড়ে যাবো কিংবা উড়ে উড়ে ফিরেও
আসবো না
ইচ্ছে করে, শুধু ইচ্ছে করে আমি উড়ে যাই তবু তুচ্ছ এই
খাঁচাখানা থাক।
আমি আশা করি আপনারা এই পোস্ট থেকে ইচ্ছে নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস পেয়েছেন। এরকম আরো ভালো ভালো পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।