ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি?
ব্যষ্টিক | সামষ্টিক |
---|---|
ব্যষ্টিক এর ইংরেজী শব্দ Micro যার অর্থ ক্ষুদ্র । ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়াবলী নিয়ে আলোচনা করে । | অপর দিকে সামষ্টিক এর ইংরেজী শব্দ Macro যার অর্থ বৃহৎ । সামষ্টিক অর্থনীতি অর্থনীতির বৃহৎ তথা সামগ্রিক বিষয়াবলী নিয়ে আলোচনা করে । |
ব্যষ্টিক অর্থনীতিতে আংশিক ভারসাম্য বিশ্লেষন অধিক ব্যবহৃত হয় । | অপর দিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্য বিশ্লেষন অধিক ব্যবহৃত হয় । |
ব্যষ্টিক অর্থনীতি অর্থব্যবস্থার বিভিন্ন একক তথা ব্যক্তিগত চাহিদা,ভোগ,বিনিয়োগ,সঞ্চয় ইত্যাদি নিয়ে আলোচনা করে । | অপর দিকে সামষ্টিক অর্থনীতি অর্থনীতির বিভিন্ন বিষয়াবলীকে পৃথক পৃথক ভাবে আলোচনা না করে সামগ্রিক ভাবে আলোচনা করে । যেমন জাতীয় আয় ,মোট নিয়োগ ,মোট চাহিদা ,মোট বিনিয়োগ,মোট সঞ্চয় ইত্যাদি । |
ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র ও চলক সমূহের মধ্যে কোন যোগসূত্র না থাকায় ভূল কম হয় । | অপর দিকে সামষ্টিক অর্থনীতি বৃহৎ ও চলক সমূহের মধ্যে পা্রস্পরিক যোগসূত্র থাকায় তুলনা মূলক ভূল বেশি হয় । |
সামষ্টিক অর্থনীতি অভিজ্ঞতা এবং এটি ব্যাখ্যা করার চেষ্টা করার উপর বেশি জোর দেয়। | ব্যষ্টিক অর্থনীতি প্রথমে তত্ত্ব থেকে কাজ করার প্রবণতা পোষণ করে – যদিও এটি সর্বদা হয় না। |
ব্যষ্টিক অর্থনীতি নীতির উপর কাজ করে যে, বাজার গুলি শীঘ্রই ভারসাম্য তৈরি করে। | সামষ্টিক অর্থনীতিতে, অর্থনীতি দীর্ঘ সময়ের জন্য বৈষম্যমূলক অবস্থার (বুম বা মন্দা) অবস্থায় থাকতে পারে। |
ব্যষ্টিক অর্থনীতি: ‘ব্যষ্টিক’ শব্দটি ইংরেজি প্রতিশব্দ Micro, যা গ্রিক শব্দ ‘Mikros’ শব্দ হতে এসেছে এবং যার অর্থ ‘ক্ষুদ্র’। অর্থনীতির বিভিন্ন বিষয় যখন ক্ষুদ্র ক্ষুদ্র কিংবা এককভাবে বিশ্নেষণ করা হয়, তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন- একটি দ্রব্যের দাম, একজন ব্যক্তির আয়, একজন ভোক্তার ভোগ ইত্যাদি।
সামষ্টিক অর্থনীতি : ‘সামষ্টিক’ শব্দটি ইংরেজি প্রতিশব্দ ‘Macro, যা গ্রিক শব্দ ‘Makros’ শব্দ হতে এসেছে এবং যার অর্থ ‘বৃহৎ’। অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো যখন একত্রে কিংবা সামগ্রিকভাবে বিশ্নেষণ করা হয়, তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন- দামস্তর, জাতীয় আয়, সামগ্রিক ভোগ ইত্যাদি।
আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)