ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কি?

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় ধমনি ও শিরার মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক ধমনি ও শিরার মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কি?

ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কি?

ধমনিশিরা
ধমনীর উৎসস্থল হৃৎপিণ্ড এবং মিলনস্থল জালক। অন্যদিকে শিরার উৎসস্থল জালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড।
 ধমনীর প্রাচীর পুরু ও গহ্বর ছোট।অন্যদিকে শিরার প্রাচীর পাতলা ও গহ্বর বড়।
ধমনীর মধ্যে কপাটিকা থাকে না।অন্যদিকে শিরার মধ্যে কপাটিকা থাকে।
ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। অন্যদিকে শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে পরিবাহিত হয়।
ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত বা অক্সিজিনেটেড ব্লাড পরিবাহিত হয় (ব্যতিক্রম – ফুসফুসীয় ধমনী, যেখানে যুক্ত রক্ত পরিবাহিত হয় )।অন্যদিকে শিরার মাধ্যমে দূষিত রক্ত বা ডি অক্সিজিনেটেড ব্লাড পরিবাহিত হয়, (ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, যেখানে যুক্ত রক্ত পরিবাহিত হয়) ।
ধমনীর মধ্যে দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়।অন্যদিকে শিরার মধ্যে দিয়ে রক্ত ধীরে প্রবাহিত হয়।
ধমনীর স্পন্দন আছে। অন্যদিকে শিরার স্পন্দন নেই।
ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোয়। অন্যদিকে শিরা কেটে গেলে গল গল করে রক্ত বেরোয়।

আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য ধমনি ও শিরার মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব ধমনি ও শিরার মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)

Leave a Comment