পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য কি? – New

পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য: আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য খোজার চেষ্টা করছেন। তাহলে আপনার একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন সঠিক পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য কি?

পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য কি?

পৌরনীতিঅর্থনীতি
পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ ‘Civics’ শব্দটি এসেছে দুটি লাতিন শব্দ ‘Civics’ ও ‘Civitas’ থেকে। পক্ষান্তরে অর্থনীতি শব্দটি ইংরেজি ‘Economics’ শব্দের প্রতিশব্দ। Economics শব্দটি গ্রিক শব্দ ‘Oikonomia’ থেকে উদ্ভূত হয়েছে।
পৌরনীতি নাগরিকতা বিষয়ক সব দিক আলোচনা করে।পক্ষান্তরে অর্থনীতি মানবজীবনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
আলোচনা করে।
পৌরনীতির অনুশীলন পদ্ধতি ঐতিহাসিক।পক্ষান্তরে অর্থনীতির অনুশীলন পদ্ধতি গাণিতিক।
পৌরনীতি নাগরিককে প্রাধান্য দেয়।পক্ষান্তরে অর্থনীতি অর্থকে অধিক গুরুত্ব প্রদান করে।
পৌরনীতির বিষয়বস্তু সুনির্দিষ্ট পক্ষান্তরে অর্থনীতির বিষয়বস্তু জাগতিক।

পৌরনীতি

পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ ‘Civics’ শব্দটি এসেছে দুটি লাতিন শব্দ ‘Civics’ ও ‘Civitas’ থেকে। এদের অর্থ যথাক্রমে নাগরিক ও নগররাষ্ট্র। তাই পৌরনীতির অর্থ নগররাষ্ট্রের নাগরিকদের উত্তম উপায়ে শাসন করা। অপর পক্ষে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ ‘Political Science’ শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ Polities ও Polis থেকে।

এদের ও নগররাষ্ট্রের শাসন প্রণালী সম্পর্কে আলোচনা। তাই অর্থগত দিক থেকে এর পরস্পর অভিন্ন। পৌরনীতির আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে নাগরিকের অধিকার ও কর্তব্য, জাতি ও জাতীয়তা, আইন, স্বাধীনতা, সাম্য, রাষ্ট্র, সরকার, সংবিধান প্রভৃতি।

অর্থনীতি

অর্থনীতি শব্দটি ইংরেজি ‘Economics’ শব্দের প্রতিশব্দ। Economics শব্দটি গ্রিক শব্দ ‘Oikonomia’ থেকে উদ্ভূত যার অর্থ গৃহস্থালী পরিচালনা। অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহার যোগ্য সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধন করে।

আবার আমরা এভাবে ও বলতে পারি Economics বা অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে তা ব্যবহারের জন্য বন্টন করা হয়, সেটা আলোচনা করে।

আজকে আমরা দেখলাম কিছু পার্থক্য পৌরনীতি ও অর্থনীতির মধ্যে। এইসব পার্থক্য আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সব পৌরনীতি ও অর্থনীতির মধ্যে পার্থক্য, বই থেকে সংগ্রহ করা। আশা করি এই পোস্টটি থেকে অনেক উপকারিত হয়েছেন। অনুগ্রহ করে আমাদের পোস্টগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম:)

Leave a Comment