Adjective কাকে বলে | Adjective Kake Bole

Adjective কাকে বলে: আমরা আজকে জানবো Adjective কাকে বলে? এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন প্রশ্নের উত্তর পেতে আমাদের । আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন আমাদের MyArfan.com Website থেকে। আর হ্যা, এই পোস্ট গুলো official-result.com Website থেকে নেওয়া। তাই সব Credit তাদের রইলো।

Adjective কাকে বলে

যে সকল শব্দ দ্বারা কোন Pronoun বা Noun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বা নাম বিশেষণ বলে।

যে সব শব্দ/Word Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলা হয়। Adjective গুলিকে Modifier ও বলা হয়। কারণ Adjective Noun বা Pronoun কে বর্ণনা করতে তাদের সমন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে। Example:

  1. Namira is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
  2. He has three red pens. (Pronoun এর সংখ্যা বুঝাচ্ছে)
    Safi is ill. (Noun এর অবস্থা বুঝাচ্ছে)

Adjectives qualify only nouns and pronouns. It specifies the quality, number, and size of nouns or pronouns. Simply, it describes nouns or pronouns.

Adjectives are words that express the faults, qualities, conditions, numbers, quantities, etc. of a word / word noun or pronoun. Adjectives are also called modifiers. This is because the Adjective provides additional information about them to describe the Noun or Pronoun.

আশা করি এই Adjective কাকে বলে? প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পেরেছেন। যদি আমাদের এই পোস্ট থেকে একটু হলোও উপকারি হোন তাহলে আমাদের আরো পোস্ট ভিসিট করুন।

Also Read: Adjective কাকে বলে?

Leave a Comment