Angilock 50 / 100: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Angilock 50 / 100 এর কাজ কি,Angilock 50 / 100 খাওয়ার নিয়ম,Angilock 50 / 100 এর দাম,Angilock 50 / 100 এর উপকারিতা,এনজিলক এর পার্শ্ব প্রতিক্রিয়া।
সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
Angilock 50 / 100 এর কাজ কি?
Angilock 50 / 100 ট্যাবলেট সকল প্রকার উচ্চ রক্তচাপ এবং কনজেসটিভ হার্ট ফেইলিওর এ ব্যবহৃত হয়। ইহা এককভাবে অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনকারী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে। এসিই ইনহিবিটর সেবনের পর সৃষ্ট শুষ্ক কাশির ফলে ঔষধ সেবন বন্ধ হওয়ার ক্ষেত্রে এটি একটি কার্যকর বিকল্প।
Angilock 50 / 100 এর দাম কত?
- Angilock 50 ট্যাবলেট প্রতি পিসের দামঃ১০.০০ টাকা
- Angilock 100 ট্যাবলেট প্রতি পিসের দামঃ১২.০৩ টাকা
এই দাম একটু কম বেশি হতে পারে।
Angilock 50 / 100 খাওয়ার নিয়ম কি?
Angilock 50 / 100 ট্যাবলেট নিয়মিত মাত্রা ৫০ মি.গ্রা. দিনে একবার। তবে ২৫-১০০ মি.গ্ৰা. প্রতিদিন রোগীর অবস্থা বুঝে ব্যবহার করা যায়। বয়োবৃদ্ধ রোগীদের মাত্রা নিম্নমাত্রায় অর্থাৎ ২৫ মি.গ্রা. দিনে একবার ব্যবহার করতে বলা হয়ে থাকে। বৃক্কের অকার্যকারিতার ক্ষেত্রে অথবা ডায়ালাইসিস করা হচ্ছে এরকম রোগীর মাত্রা শুরুতে নিম্ন মাত্রায় অর্থাৎ ২৫ মি.গ্রা. ব্যবহার করতে বলা হয়ে থাকে।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
Angilock 50 / 100 এর উপকারিতা কি?
এই ব্যাপারে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।
Also Read: Anclog 75 এর কাজ কি
Angilock 50 / 100 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
এর পার্শ্ব-প্রতিক্রিয়া খুবই কম। পার্শ্ব-প্রতিক্রিয়ার মধ্যে আপার রেসপিরেটরি ইনফেকশন, মাথা ঝিমঝিম করা এবং পায়ে ব্যথা উল্লেখযোগ্য।
আশা করি আপনাদের এই বিষয়টি ‘Angilock 50 / 100 এর কাজ কি,Angilock 50 / 100 খাওয়ার নিয়ম,Angilock 50 / 100 এর দাম,Angilock 50 / 100 এর উপকারিতা,Angilock 50 / 100 এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Angilock 50 / 100 এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।