Atoxia 120 mg: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Atoxia 120 mg এর কাজ কি,Atoxia 120 mg খাওয়ার নিয়ম,Atoxia 120 mg এর দাম,Atoxia 120 mg এর উপকারিতা,Atoxia 120 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া।
সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
Atoxia 120 mg এর কাজ কি?
Atoxia 120 mg ট্যাবলেট অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আথ্রাইটিস, অন্যান্য দীর্ঘস্থায়ী মাংসপেশীর ব্যাধি, তীব্র বাত, ডিসমেনােরিয়া এবং ডেন্টাল সার্জারী পরবর্তব্যথা ও প্রদাহ উপশমে নির্দেশিত।
Atoxia 120 mg এর দাম কত?
Atoxia 120 mg ট্যাবলেট প্রতি প্রতি পিসের দামঃ১১.৫০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।
Atoxia 120 mg খাওয়ার নিয়ম কি?
Atoxia 120 mg ট্যাবলেট ৬০-১২০ মি.গ্রা. দিনে ১ বার।
Atoxia 120 mg এর উপকারিতা কি?
এই ব্যাপারে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।
Atoxia 120 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
মুখ শুকিয়ে যাওয়া, স্বাদে গন্ডগােল,মুখে ক্ষত, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, রুচি ও ওজনের পরিবর্তন, বুকে ব্যথা, অবসাদ, প্যারেস্থেসিয়া, ইনফ্লুয়েঞ্জার মত উপসর্গ এবং মাংসপেশীর ব্যথা।
Also Read: Arcoxia 90/120 এর কাজ কি
আশা করি আপনাদের এই বিষয়টি ‘Atoxia 120 mg এর কাজ কি,Atoxia 120 mg খাওয়ার নিয়ম,Atoxia 120 mg এর দাম,Atoxia 120 mg এর উপকারিতা,Atoxia 120 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Atoxia 120 mg এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।