Bizoran 5/40: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Bizoran 5/40 এর কাজ কি,Bizoran 5/40 খাওয়ার নিয়ম,Bizoran 5/40 এর দাম,Bizoran 5/40 এর উপকারিতা,Bizoran 5/40 এর পার্শ্ব প্রতিক্রিয়া।
সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
Bizoran 5/40 এর কাজ কি?
Bizoran 5/40 ট্যাবলেট উচ্চ রক্তচাপের চিকিৎসায় একক অথবা অন্যান্য উচ্চ রক্তচাপরোধী ওষুধের সাথে নির্দেশিত। যে সকল রোগীর একাধিক উচ্চ রক্তচাপরোধী ওষুধের প্রয়োজন, তাদের প্রারম্ভিক চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে।
Bizoran 5/40 এর দাম কত?
Bizoran 5/40 ট্যাবলেট প্রতি পিসের দামঃ২০.০০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।
Bizoran 5/40 খাওয়ার নিয়ম কি?
Bizoran 5/40 ট্যাবলেট প্রারম্ভিক চিকিৎসায় মাত্রাঃ একটি Amlodipine + Olmesartan Medoxomil ৫/২০ ট্যাবলেট দিনে একবার। রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণে ১-২ সপ্তাহ পর সর্বোচ্চ দৈনিক ১০/৪০ মি.গ্রা. দিনে একবার পর্যন্ত মাত্রা বাড়ানো যেতে পারে।
৭৫ বৎসরের অধিক বা ক্ষতিগ্রস্থ যকৃত রোগীদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত নয়। এই কম্বিনেশন ওষুধ খাবারের সাথে অথবা খাবার ছাড়াও সেবন করা যায়। অন্যান্য উচ্চ রক্তচাপরোধী ওষুধের সাথেও এই কম্বিনেশন ওষুধ সেবন করা যায়।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
Bizoran 5/40 এর উপকারিতা কি?
এই ব্যাপারে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।
Bizoran 5/40 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে. যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ সাধারণত মৃদু এবং কদাচিৎ এই ওষুধ দ্বারা চিকিৎসা প্রত্যাহার করা হয়, মাথা ঘোরা, মাথা ব্যাথা, দুর্বলতা, রক্তে পটাসিয়ামের মাত্রা কমে যেতে পারে, মুখ শুকিয়ে যাওয়া, যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে ও পা ফুলে যেতে পারে।
আশা করি আপনাদের এই বিষয়টি ‘Bizoran 5/40 এর কাজ কি,Bizoran 5/40 খাওয়ার নিয়ম,Bizoran 5/40 এর দাম,Bizoran 5/40 এর উপকারিতা,Bizoran 5/40 এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Bizoran 5/40 এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
Also Read: Bisopro 5 কিসের ঔষধ
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।