Monas 10: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Monas 10 এর কাজ কি,Monas 10 খাওয়ার নিয়ম,মোনাস ১০ এর দাম,Monas 10 এর উপকারিতা,Monas 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া।
সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
Monas 10 এর কাজ কি?
Monas 10 ট্যাবলেট সহযোগী থেরাপী হিসাবে হাঁপানি প্রতিরোধে ও চিকিৎসায় নির্দেশিত।
এই ট্যাবলেটটি বিভিন্ন উপসর্গ ও রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে। নিম্নে উল্লেখ করা হলো:
- শ্বাসকষ্ট হলে
- বুকের ভেতর শব্দ হলে
- রাইনেটিস এলার্জি হলে
- কাশি হলে
- অ্যাজমা হলে
Monas 10 এর দাম কত?
Monas 10 ট্যাবলেট প্রতি পিসের দামঃ১৬.০০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।
Monas 10 খাওয়ার নিয়ম কি?
এই ট্যাবলেট দীর্ঘদিন সেবন করতে হয়। প্রতিদিন রাতে খাওয়ার পরে এই ট্যাবলেট সেবন করা ভালো।
- ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত শিশুদের জন্য ৪ মি.গ্রা. ট্যাবলেট খাওয়াতে হবে।
- ৬ বছর থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের জন্য ৫ মি.গ্রা. ট্যাবলেট খাওয়াতে হবে।
- ১৫ বছরের অধিক বয়সীদের জন্য ১০ মি.গ্রা. ট্যাবলেট খাওয়াতে হবে।
সকল বয়সের রোগীদের প্রতিদিন ১টি করে ট্যাবলেট খাওয়াতে হবে। বয়স অনুসারে আপনি ট্যাবলেট খাওয়াতে হবে। রাতে খাওয়ার পরে ভরা পেটে ট্যাবলেট খাওয়া ভালো। তবে খাওয়ার আগে ও পরে যেকোনো সময় থাকা যাবে।
এই ট্যাবলেটটি সাধারণত ১৫ দিন থেকে ২-৩ মাস পর্যন্ত সেবন করা হয়ে থাকে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন। নতুবা ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন।
Monas 10 খাওয়ার আগে না পরে?
এই ট্যাবলেট খাওয়ার আগে ও পরে যে কোন সময় খাওয়া যায়।
Also Read: Montelukast 10 mg এর কাজ কি
Monas 10 এর সতর্কতা
- গর্ভকালীন ও স্তনদানকালীন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে।
- এই ট্যাবলেট প্রতিদিন ১টি খেতে হবে।
- এটি এন্টিবায়োটিক ঔষধ নয়।
- ৬ মাসের কম বয়সী শিশুদের খাওয়ানো যাবে না।
Monas 10 এর উপকারিতা কি?
Monas 10 এর এই বিষয়ে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।
Monas 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
মাথা ঝিম্ ঝিম্ ভাব, পেটে ব্যথা,মাথা ব্যথা, ফুসকুড়ি, বদহজম, লিভার এনজাইম এর বৃদ্ধি, ডায়রিয়া, সাইনুসাইটিস, মধ্যকর্ণের প্রদাহ ইত্যাদি।
- মাথা ব্যথা হতে পারে
- ডায়রিয়া হতে পারে
- কারো কারো আবার পেশি ব্যথা হতে পারে
- ঘুমের ব্যাঘাত ঘটতে পারে
- কারো কারো আবার পেটে ব্যথা দেখা দিতে পারে
- উদাসীনতা দেখা দিতে পারে
- তৃষ্ণাবোধ হতে পারে
- জ্বর আসতে পারে
- শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে
- কখনো কখনো বমি বমি ভাব হতে পারের্
Also Read: Montelukast 10 mg এর কাজ কি
আশা করি আপনাদের এই বিষয়টি ‘Monas 10 এর কাজ কি,Monas 10 খাওয়ার নিয়ম,Monas 10 এর দাম,Monas 10 এর উপকারিতা,Monas 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Monas 10 এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।