Othera 20 mg: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Othera 20 mg এর কাজ কি,Othera 20 mg খাওয়ার নিয়ম,Othera 20 mg এর দাম,Othera 20 mg এর উপকারিতা,Othera 20 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া।
সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
Othera 20 mg এর কাজ কি?
Othera 20 mg ট্যাবলেট গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের চিকিৎসায় ব্যবহার করা হয়।
Othera 20 mg এর দাম কত?
Othera 20 mg ট্যাবলেট প্রতি পিসের দামঃ১১.০০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।
Othera 20 mg খাওয়ার নিয়ম কি?
Othera 20 mg ট্যাবলেট ২০ মি.গ্রা. বা ৪০ মি.গ্রা. প্রতিদিন একবার করে ৪-৮ সপ্তাহ।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
Othera 20 mg এর উপকারিতা কি?
Othera 20 mg এর এই বিষয়ে কোনো তথ্য নেই। এই বিষয়ে পরে জানানো হবে।
Othera 20 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যাইহোক, অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঃ মাথা ব্যথা, মাথা ঘোড়া, ডায়রিয়া এবং তলপেটে ব্যথা হতে পারে।
Also Read: Paloron এর কাজ কি
আশা করি আপনাদের এই বিষয়টি ‘Othera 20 mg এর কাজ কি,Othera 20 mg খাওয়ার নিয়ম,Othera 20 mg এর দাম,Othera 20 mg এর উপকারিতা,Othera 20 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Othera 20 mg এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।