Zesup syrup: আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে থাকি। তার মধ্যে একটি হলো মেডিসিন বিষয়ক সার্চ। এই মেডিসিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Zesup syrup এর কাজ কি,Zesup syrup খাওয়ার নিয়ম,Zesup syrup এর দাম,Zesup syrup এর উপকারিতা,Zesup syrup এর পার্শ্ব প্রতিক্রিয়া।
সবার এই বিষয়ে খুব স্বচ্চ ধারণা থাকা উচিত। তো চলুন দেখা পড়ে নেওয়া যাক।
Zesup syrup এর কাজ কি?
Zesup syrup ডায়রিয়া চিকিৎসায়, বিশেষ করে ২ মাস থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে, জিংকের ঘাটতিজনিত অন্যান্য সমস্যা যেমন-রোগ প্রতিরোধের অভাব, বয়স সম্পর্কিত অন্ধত্ব, ঠান্ডা প্রতিরোধ ও চিকিত্সায়, স্বাদ এবং গন্ধ রক্ষণাবেক্ষণ, পুরুয়ের যৌন ক্ষমতা, বন্ধ্যাত্ব, প্রোস্টেটের সমস্যা, চুলের ক্ষতি এবং রিউমাটয়েড আরথ্রাইটিস।
Zesup syrup এর দাম কত?
Zesup syrup ১০০মি.লি. প্রতি পিসের দামঃ৫০.০০ টাকা। এই দাম একটু কম বেশি হতে পারে।
Zesup syrup খাওয়ার নিয়ম কি?
Zesup syrup ডায়রিয়া চিকিৎসায় :ডায়রিয়া শুরুর পর যত দ্রুত সম্ভব জিংক সেবন করা উচিত।
- ২ থেকে ৬ মারে শিশু :দৈনিক ১০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন।
- ৬ মাস থেকে ৫ বছরের শিশু :দৈনিক ২০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন।
- অন্যান্য নির্দেশনায় :শিশুদের ক্ষেত্রে অনুমোদিত মাত্রা হচ্ছে দৈনিক ২-২.৫ মি.গ্ৰা./ কেজি দৈহিক ওজন হিসাবে।
- ১০ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে: ১০ মি.গ্রা. জিংক দৈনিক ২বার। ১০ কেজি থেকে ৩০ কেজি পর্যন্ত শিশুদের জন্য : ২০ মি.গ্ৰা. জিংক দৈনিক ১-৩ বার।
- প্রাপ্ত বয়স্ক এবং ৩০ কেজি-এর উর্দ্ধে শিশুদের জন্য : ৪০ মি.গ্রা. জিংক দৈনিক ১-৩ বার।
প্রতি নির্দেশনা : জিংক এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন।
Also Read: Pedeamin syrup এর কাজ কি
Zesup syrup এর উপকারিতা কি?
ডায়রিয়া চিকিৎসায়, বিশেষ করে ২ মাস থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে স্কয়ার জিংক (জিংক সালফেট মনােহাইড্রেট ইউএসপি) যুদপৎভাবে ওর্যাল রিহাইড্রেশন সল্টস (ORS) এর সাথে ব্যবহৃত হয়। তাছাড়া স্কয়ার জিংক (জিংক সালফেট মনােহাইড্রেট ইউএসপি) জিংকের ঘাটতিজনিত অন্যান্য সমস্যা যেমন-ক্ষুধামন্দা, তীব্র বৃদ্ধি হ্রাস, বিকৃত হাড় তৈরী, দুর্বল ইমিউনােলােজিক্যাল সাড়া,এ্যাকরােডার্মাটাইটিস এ্যান্টেরােপ্যাথিকা, পুনঃসংঘটনশীল শসানালী সংক্রমণ, প্যারাকেরাটেটিক ত্বকের ক্ষত, অপূর্ণ এবং বিলম্বিত ক্ষতের আরােগ্য, রাতকানা,রক্ত স্বল্পতা, মানসিক অশান্তি-এ নির্দেশিত।
Zesup syrup এর পার্শ্ব প্রতিক্রিয়া কি?
সাধারণত সুসহনীয়।
আশা করি আপনাদের এই বিষয়টি ‘Zesup syrup এর কাজ কি,Zesup syrup খাওয়ার নিয়ম,Zesup syrup এর দাম,Zesup syrup এর উপকারিতা,Zesup syrup এর পার্শ্ব প্রতিক্রিয়া’ ভালো লেগেছে। যদি Zesup syrup এর বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেইসবুক পেইজ এ মেসেজ করুন। আমাদের ফেইসবুক পেইজর লিংক। যদি ভালো লেগে তাহলে অন্য পোস্ট পড়তে ভুলবেন না।
নোট: এই সব তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহিত। তাই কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।